ETV Bharat / bharat

Student Kidnap Drama: নিজেকেই কিডন্যাপের ‘নাটক’, বাবার কাছে 5 লাখ টাকা দাবি পঞ্চম শ্রেণীর পড়ুয়ার - কিডন্যাপ

পঞ্চম শ্রেণীর পড়ুয়ার কু-বুদ্ধি দেখলে ভিড়মি খেতে হয় ৷ মজা করার জন্য নিজেকে নিজেই কিডন্যাপ করে পাঁচ লাখের দাবি বাবার কাছে ৷ ফোন লোকেশন দেখে নাবালককে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 10:30 PM IST

মুঙ্গের (বিহার), 19 অক্টোবর: অক্ষয় কুমারের খিলাড়ি সিনেমার কথা মনে আছে? যেখানে অক্ষয় ও তাঁর বন্ধুরা মিলে টাকা পাওয়ার জন্য বন্ধু কিডন্যাপ হয়ে গিয়েছে বলে পরিবার থেকে টাকার দাবি করেছিল ৷ কিন্তু সে তো ছিল কলেজ পড়ুয়াদের গল্প ৷ কিন্তু ভাবতে পারেন একটা 11 বছরের কিশোর নিজেকে নিজে কিডন্যাপ করে 5 লাখ টাকার দাবি করেছে বাবার কাছ থেকে ৷ শুনে অবাক হচ্ছেন তো? ক্লাস ফাইভের এক নাবালকের মাথায় কীভাবে এই কু-বুদ্ধি এল, তা দেখে হতবাক পুলিশ কর্মীরাও ৷

ঘটনাটি ঘটেছে বুধবার ৷ বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা নিজের অফিসে কাজে ব্যস্ত ছিলেন ৷ হঠাৎ তাঁর ফোনে একটি ম্যাসেজ আসে ৷ তাতে লেখা, "আমি কিডন্যাপড হয়ে গিয়েছে ৷ 5 লাখ টাকা না পাঠালে এই মানুষগুলো আমাকে গুলি করে দেবে ৷" ছেলে কিডন্যাপড, এই কথা জানতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে ওই ব্যক্তির ৷ সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় নাবালকের বাবা ৷ ফোনের লাস্ট লোকেশন ছিল গয়া স্টেশন ৷ সেই দেখে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷

জামালপুর ইস্টার্ন রেলওয়ে ডিএসপি ইমরান পারভেজ বলেন, " গয়া জেলার দেলাহা পুলিশ স্টেশনে পঞ্চম শ্রেণীর ছাত্রের লোকেশন জানতে পারে পুলিশ ৷ সে বুধবার 3টের সময় টিউশনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ৷ গয়া-সাহারসা ট্রেনে বসে সে বাবাকে কিডন্যাপড হওযার গল্প ফেঁদে বাবাকে ম্যাসেজ করে ৷ 5 লাখ টাকার দাবি করে ৷ নাবালকের বাবা মোবাইল টাওয়ারে কাজ করেন ৷ পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরে পুলিশ তল্লাশি শুরু করে ৷ এরপর ট্রেনে ওই পড়ুয়াকে ধরতে পারে পুলিশ ৷ তাকে বাবার হাতে তুলে দেওয়া হয়েছে ৷"

জানা গিয়েছে, কিডন্যাপের ম্যাসেজ পাওয়ার পরেই লক্ষীসরাইয়ের এসপি গয়া-সাহারসা প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি চালায় ৷ কারণ নাবালকের শেষ লোকেশন এটাই দেখিয়েছিল ৷ জামালপুরে ট্রেনটি পৌঁছতেই ওই নাবালককে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ ৷ ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার ৷ ধন্যবাদ জানিয়েছেন পুলিশ ও রেল আধিকারিকদের ৷ কিন্তু কেন এমন কাণ্ড ঘটিয়েছে ওই পড়ুয়া, তার সঠিক কারণ জানা যায়নি ৷ ওই ব্যক্তির দুই ছেলে রয়েছে ৷ একজন বাইরে পড়ে ৷ কিন্তু ছোট ছেলের পড়াশোনা ভালো লাগে না ৷ তাই রাতদিন বাড়িতে বকা খায় ৷ সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছে কিনা, সেই প্রশ্নও উঠেছে ৷ পাশাপাশি, 11 বছরের নাবালকের এমন বুদ্ধি দেখে হতভম্ব পুলিশও ৷

আরও পড়ুন: সাইবার অপরাধের ফাঁদে পড়ে ন'মাসে 102 কোটির প্রতারণা নিজামের শহরে

মুঙ্গের (বিহার), 19 অক্টোবর: অক্ষয় কুমারের খিলাড়ি সিনেমার কথা মনে আছে? যেখানে অক্ষয় ও তাঁর বন্ধুরা মিলে টাকা পাওয়ার জন্য বন্ধু কিডন্যাপ হয়ে গিয়েছে বলে পরিবার থেকে টাকার দাবি করেছিল ৷ কিন্তু সে তো ছিল কলেজ পড়ুয়াদের গল্প ৷ কিন্তু ভাবতে পারেন একটা 11 বছরের কিশোর নিজেকে নিজে কিডন্যাপ করে 5 লাখ টাকার দাবি করেছে বাবার কাছ থেকে ৷ শুনে অবাক হচ্ছেন তো? ক্লাস ফাইভের এক নাবালকের মাথায় কীভাবে এই কু-বুদ্ধি এল, তা দেখে হতবাক পুলিশ কর্মীরাও ৷

ঘটনাটি ঘটেছে বুধবার ৷ বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা নিজের অফিসে কাজে ব্যস্ত ছিলেন ৷ হঠাৎ তাঁর ফোনে একটি ম্যাসেজ আসে ৷ তাতে লেখা, "আমি কিডন্যাপড হয়ে গিয়েছে ৷ 5 লাখ টাকা না পাঠালে এই মানুষগুলো আমাকে গুলি করে দেবে ৷" ছেলে কিডন্যাপড, এই কথা জানতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে ওই ব্যক্তির ৷ সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় নাবালকের বাবা ৷ ফোনের লাস্ট লোকেশন ছিল গয়া স্টেশন ৷ সেই দেখে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷

জামালপুর ইস্টার্ন রেলওয়ে ডিএসপি ইমরান পারভেজ বলেন, " গয়া জেলার দেলাহা পুলিশ স্টেশনে পঞ্চম শ্রেণীর ছাত্রের লোকেশন জানতে পারে পুলিশ ৷ সে বুধবার 3টের সময় টিউশনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ৷ গয়া-সাহারসা ট্রেনে বসে সে বাবাকে কিডন্যাপড হওযার গল্প ফেঁদে বাবাকে ম্যাসেজ করে ৷ 5 লাখ টাকার দাবি করে ৷ নাবালকের বাবা মোবাইল টাওয়ারে কাজ করেন ৷ পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরে পুলিশ তল্লাশি শুরু করে ৷ এরপর ট্রেনে ওই পড়ুয়াকে ধরতে পারে পুলিশ ৷ তাকে বাবার হাতে তুলে দেওয়া হয়েছে ৷"

জানা গিয়েছে, কিডন্যাপের ম্যাসেজ পাওয়ার পরেই লক্ষীসরাইয়ের এসপি গয়া-সাহারসা প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি চালায় ৷ কারণ নাবালকের শেষ লোকেশন এটাই দেখিয়েছিল ৷ জামালপুরে ট্রেনটি পৌঁছতেই ওই নাবালককে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ ৷ ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার ৷ ধন্যবাদ জানিয়েছেন পুলিশ ও রেল আধিকারিকদের ৷ কিন্তু কেন এমন কাণ্ড ঘটিয়েছে ওই পড়ুয়া, তার সঠিক কারণ জানা যায়নি ৷ ওই ব্যক্তির দুই ছেলে রয়েছে ৷ একজন বাইরে পড়ে ৷ কিন্তু ছোট ছেলের পড়াশোনা ভালো লাগে না ৷ তাই রাতদিন বাড়িতে বকা খায় ৷ সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছে কিনা, সেই প্রশ্নও উঠেছে ৷ পাশাপাশি, 11 বছরের নাবালকের এমন বুদ্ধি দেখে হতভম্ব পুলিশও ৷

আরও পড়ুন: সাইবার অপরাধের ফাঁদে পড়ে ন'মাসে 102 কোটির প্রতারণা নিজামের শহরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.