ETV Bharat / bharat

Bengaluru Doctor Beats Traffic: ট্রাফিকে আটকে ! রোগীর প্রাণ বাঁচাতে 3 কিমি দৌড়ে হাসপাতালে চিকিৎসক - Bengaluru Doctor Beats Traffic

বেঙ্গালুরু মানেই যে যানজট তা আর বলা অপেক্ষা রাখে না ৷ কয়েকদিন আগে বেশ কয়েক ঘণ্টা যানজটে আটকে নাকাল হতে হয়েছিল শহরবাসীকে ৷ এই যানজটের কারণেই ঘোরতর সমস্যার পড়লেন এক চিকিৎসক (Doctor Saved Life By Running 3 km ) ৷ রোগীর প্রাণ বাঁচাতে ছুটলেন 3 কিলোমিটার !

Bengaluru Doctor Beats Traffic
ETV Bharat
author img

By

Published : Sep 12, 2022, 8:53 AM IST

Updated : Sep 12, 2022, 9:18 AM IST

বেঙ্গালুরু, 12 সেপ্টেম্বর: জীবন ও সময় দু’য়ের মূল্য অপরিসীম ৷ বিশেষত চিকিৎসকদের ক্ষেত্রে কথাটা আরও বেশি সত্যি ৷ তাই রোগী প্রাণ বাঁচাতে 3 কিলোমিটার রাস্তা দৌড়লেন চিকিৎসক (Doctor Saved Life By Running 3 km ) ৷ গত 31 আগস্ট বেঙ্গালুরুতে ঘটছে ঘটনাটি ৷ চিকিৎসা কেন্দ্রে যাওয়ার সময় দীর্ঘক্ষণ যানজটে আটকে যান ওই চিকিৎসক ৷ কিন্তু নির্দিষ্ট সময়ে রোগীর অস্ত্রোপচার করতে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন তিনি ৷ এভাবে পেরিয়ে যান প্রায় 3 কিলোমিটার রাস্তা !

আরও পড়ুন: হনুমান মূর্তি থেকে ত্রিশূল, নিলামে উঠবে প্রধানমন্ত্রীর পাওয়া 1200 উপহার

চিকিৎসক গোবিন্দ নন্দাকুমার সারজাপুর এলাকার মনিপল হাসপাাতালের সার্জেন (Gastroenterology Surgeon)৷ অন্য দিনের মতো ওই দিনও নির্দিষ্ট সময়েই হাসপাতালের দিকে রওনা দেন ৷ হাসপাতাল থেকে যখন তাঁর গাড়ি 10 মিনিট দূরে তখন তিনি দেখেন রাস্তায় প্রবল যানজট গুগুলে সার্চ করে জানতে পারেন 10 মিনিটে এই াস্তাটি যানজটের কারণে পেরতে লাগবে প্রায় 45 মিনিট ৷ এমতাবস্থায় অপেক্ষা করলে রোগীর প্রাণ সংশয় হতে পারে । তাই দৌড়ে গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন তিনি । চিকিৎসক প্রমাণ করলেন তাঁর কাছে রোগীর প্রাণ সব থেকে আগে ৷ এদিন সকাল 10টায় এক রোগীর গুরুত্বপূর্ণ অস্ত্রপচারের কথা ছিল ৷ তাই রোগীর প্রান বাঁচাতে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করেন হসাপাতালে উদ্দেশ্য ৷ চালককে নির্দেশ দেন পরে গাড়িটিকে হাসপাতালে নিয়ে আসতে ৷

চিকিৎসক গোবিন্দ নন্দাকুমার এই প্রসঙ্গেই বলেন, ‘‘গত 30 অগস্ট আমি সারজাপুরের মনিপাল হাসপাতালে যাচ্ছিলান ৷ সেই সময়েই যানজটে আটকে পড়ি ৷ এদিকে একটি অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিল সকাল 10টায় ৷ কিন্তু যানজট শেষ করে হাসপাতালে পৌঁছতে সময় লেগে যেত 45 মিনিট ৷ রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে নির্দিষ্ট সময়েই অস্ত্রপচার করতে হত ৷ তাই আমাকে তৎক্ষণাত সিদ্ধান্ত নিতে হয় ৷ আমি গাড়ি থেকে নেমে 3 কিলো মিটার রাস্তা দৌড়ে হাসপাতালে গেলাম ৷ সময়মতো রোগীর অস্ত্রোপচারও করতে পেরেছিলাম ৷’’ চিকিৎসক জানান, তিনি রোজ জিম করেন বলে দৌড়তে তাঁর কোনও সমস্যা হয়নি ৷

বেঙ্গালুরু, 12 সেপ্টেম্বর: জীবন ও সময় দু’য়ের মূল্য অপরিসীম ৷ বিশেষত চিকিৎসকদের ক্ষেত্রে কথাটা আরও বেশি সত্যি ৷ তাই রোগী প্রাণ বাঁচাতে 3 কিলোমিটার রাস্তা দৌড়লেন চিকিৎসক (Doctor Saved Life By Running 3 km ) ৷ গত 31 আগস্ট বেঙ্গালুরুতে ঘটছে ঘটনাটি ৷ চিকিৎসা কেন্দ্রে যাওয়ার সময় দীর্ঘক্ষণ যানজটে আটকে যান ওই চিকিৎসক ৷ কিন্তু নির্দিষ্ট সময়ে রোগীর অস্ত্রোপচার করতে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন তিনি ৷ এভাবে পেরিয়ে যান প্রায় 3 কিলোমিটার রাস্তা !

আরও পড়ুন: হনুমান মূর্তি থেকে ত্রিশূল, নিলামে উঠবে প্রধানমন্ত্রীর পাওয়া 1200 উপহার

চিকিৎসক গোবিন্দ নন্দাকুমার সারজাপুর এলাকার মনিপল হাসপাাতালের সার্জেন (Gastroenterology Surgeon)৷ অন্য দিনের মতো ওই দিনও নির্দিষ্ট সময়েই হাসপাতালের দিকে রওনা দেন ৷ হাসপাতাল থেকে যখন তাঁর গাড়ি 10 মিনিট দূরে তখন তিনি দেখেন রাস্তায় প্রবল যানজট গুগুলে সার্চ করে জানতে পারেন 10 মিনিটে এই াস্তাটি যানজটের কারণে পেরতে লাগবে প্রায় 45 মিনিট ৷ এমতাবস্থায় অপেক্ষা করলে রোগীর প্রাণ সংশয় হতে পারে । তাই দৌড়ে গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন তিনি । চিকিৎসক প্রমাণ করলেন তাঁর কাছে রোগীর প্রাণ সব থেকে আগে ৷ এদিন সকাল 10টায় এক রোগীর গুরুত্বপূর্ণ অস্ত্রপচারের কথা ছিল ৷ তাই রোগীর প্রান বাঁচাতে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করেন হসাপাতালে উদ্দেশ্য ৷ চালককে নির্দেশ দেন পরে গাড়িটিকে হাসপাতালে নিয়ে আসতে ৷

চিকিৎসক গোবিন্দ নন্দাকুমার এই প্রসঙ্গেই বলেন, ‘‘গত 30 অগস্ট আমি সারজাপুরের মনিপাল হাসপাতালে যাচ্ছিলান ৷ সেই সময়েই যানজটে আটকে পড়ি ৷ এদিকে একটি অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিল সকাল 10টায় ৷ কিন্তু যানজট শেষ করে হাসপাতালে পৌঁছতে সময় লেগে যেত 45 মিনিট ৷ রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে নির্দিষ্ট সময়েই অস্ত্রপচার করতে হত ৷ তাই আমাকে তৎক্ষণাত সিদ্ধান্ত নিতে হয় ৷ আমি গাড়ি থেকে নেমে 3 কিলো মিটার রাস্তা দৌড়ে হাসপাতালে গেলাম ৷ সময়মতো রোগীর অস্ত্রোপচারও করতে পেরেছিলাম ৷’’ চিকিৎসক জানান, তিনি রোজ জিম করেন বলে দৌড়তে তাঁর কোনও সমস্যা হয়নি ৷

Last Updated : Sep 12, 2022, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.