ETV Bharat / bharat

Earthquake in Nepal: ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি, এপিসেন্টার নেপাল - নেপালে ভূমিকম্প

Strong Tremors in Delhi-NCR: নেপালে ভূমিকম্প ৷ প্রভাব পড়ল নয়াদিল্লি ও জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলে ৷

Earthquake in Nepal
Earthquake in Nepal
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 3:35 PM IST

Updated : Oct 3, 2023, 5:20 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর: ফের ভূমিকম্প নেপালে ৷ আর তার জেরে কাঁপল রাজধানী নয়াদিল্লি-সহ একাধিক এলাকা ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া হিসেব অনুযায়ী, মঙ্গলবার দুপুর 3টে নাগাদ পর পর দু’বার ভূমিকম্প হয় নেপালে ৷ তার জেরেই নয়াদিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে ৷

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স হ্যান্ডেলে এই নিয়ে পর পর বেশ কয়েকটি পোস্ট করেছে ৷ সেই অনুযায়ী, সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় মঙ্গলবার দুপুর 2টো 51 মিনিট 4 সেকেন্ডে ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.2 ৷ এই ভূমিকম্পের এপিসেন্টার নেপাল ৷ ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয় ৷

তার ঠিক পরই ফের আরও একটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷ বলা যেতে পারে সেটা ছিল আফটার শক ৷ এটারও এপিসেন্টার নেপাল ৷ এক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.6 ৷ এ দিন দুপুর 2টো 52 মিনিট 52 সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ৷

এর পর আরও দু’টি আফটার শক হয় ৷ রিখটার সেই ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে 3.6 ও 3.1 ৷ এ দিন দুপুর 3টে 6 মিনিট এবং 3টে 19 মিনিটে এই ভূমিকম্প দু’টি হয় ৷ এই কম্পন দু’টির গভীরতা ছিল যথাক্রমে 15 কিমি ও 10 কিমি ৷ এ দিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের তীর্থস্থান জোশিমঠের 206 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে 284 কিলোমিটার উত্তরে ।

এক মিনিটের ব্যবধানে পর দু’বার ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে নয়াদিল্লি, জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চল ৷ উত্তর ভারতের আরও অনেক জায়গায় কম্পন অনুভূত হয় ৷ ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ থেকে সরকারি আমলা, এমনকী মন্ত্রীদের মধ্যেও ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বেরিয়ে আসেন নয়াদিল্লির নির্মাণ ভবন থেকে ৷ তাঁর সঙ্গে মন্ত্রকের অন্য আধিকারিকরাও সেই সময় বাইরে চলে আসেন ৷

  • #WATCH | Delhi | Union Health Minister Mansukh Mandaviya stepped out of Nirman Bhawan, along with others, as strong tremors hit different parts of north India. pic.twitter.com/8EbNFX4b46

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া হিসেব অনুযায়ী মঙ্গলবার আরও দু’টি ভূমিকম্প হয়েছে ৷ একটি হয়েছে বেলা 11টা 6 মিনিট 3 সেকেন্ডে ৷ এর এপিসেন্টার ছিল হরিয়ানার সোনিপত ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 2.7 ৷ মাটি থেকে 8 কিলোমিটার গভীরে এই কম্পন হয় ৷

আরও একটি ভূমিকম্প হয় অসমের কার্বি আলংয়ে ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.0 ৷ ভূস্পৃষ্ঠ থেকে 27 কিলোমিটার গভীরে এই কম্পন হয়েছে ৷ এ দিন দুপুর 1টা 18 মিনিট 46 সেকেন্ডে এই কম্পন হয় ৷

পিটিআই ইনপুট-সহ

আরও পড়ুন: তুরস্কে বালিকার প্রাণ বাঁচাল রোমিও-জুলি, আলাপ করুন এনডিআরএফ-এর দুই সদস্যের সঙ্গে

নয়াদিল্লি, 3 অক্টোবর: ফের ভূমিকম্প নেপালে ৷ আর তার জেরে কাঁপল রাজধানী নয়াদিল্লি-সহ একাধিক এলাকা ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া হিসেব অনুযায়ী, মঙ্গলবার দুপুর 3টে নাগাদ পর পর দু’বার ভূমিকম্প হয় নেপালে ৷ তার জেরেই নয়াদিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে ৷

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স হ্যান্ডেলে এই নিয়ে পর পর বেশ কয়েকটি পোস্ট করেছে ৷ সেই অনুযায়ী, সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় মঙ্গলবার দুপুর 2টো 51 মিনিট 4 সেকেন্ডে ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.2 ৷ এই ভূমিকম্পের এপিসেন্টার নেপাল ৷ ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয় ৷

তার ঠিক পরই ফের আরও একটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷ বলা যেতে পারে সেটা ছিল আফটার শক ৷ এটারও এপিসেন্টার নেপাল ৷ এক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.6 ৷ এ দিন দুপুর 2টো 52 মিনিট 52 সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ৷

এর পর আরও দু’টি আফটার শক হয় ৷ রিখটার সেই ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে 3.6 ও 3.1 ৷ এ দিন দুপুর 3টে 6 মিনিট এবং 3টে 19 মিনিটে এই ভূমিকম্প দু’টি হয় ৷ এই কম্পন দু’টির গভীরতা ছিল যথাক্রমে 15 কিমি ও 10 কিমি ৷ এ দিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের তীর্থস্থান জোশিমঠের 206 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে 284 কিলোমিটার উত্তরে ।

এক মিনিটের ব্যবধানে পর দু’বার ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে নয়াদিল্লি, জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চল ৷ উত্তর ভারতের আরও অনেক জায়গায় কম্পন অনুভূত হয় ৷ ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ থেকে সরকারি আমলা, এমনকী মন্ত্রীদের মধ্যেও ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বেরিয়ে আসেন নয়াদিল্লির নির্মাণ ভবন থেকে ৷ তাঁর সঙ্গে মন্ত্রকের অন্য আধিকারিকরাও সেই সময় বাইরে চলে আসেন ৷

  • #WATCH | Delhi | Union Health Minister Mansukh Mandaviya stepped out of Nirman Bhawan, along with others, as strong tremors hit different parts of north India. pic.twitter.com/8EbNFX4b46

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া হিসেব অনুযায়ী মঙ্গলবার আরও দু’টি ভূমিকম্প হয়েছে ৷ একটি হয়েছে বেলা 11টা 6 মিনিট 3 সেকেন্ডে ৷ এর এপিসেন্টার ছিল হরিয়ানার সোনিপত ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 2.7 ৷ মাটি থেকে 8 কিলোমিটার গভীরে এই কম্পন হয় ৷

আরও একটি ভূমিকম্প হয় অসমের কার্বি আলংয়ে ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.0 ৷ ভূস্পৃষ্ঠ থেকে 27 কিলোমিটার গভীরে এই কম্পন হয়েছে ৷ এ দিন দুপুর 1টা 18 মিনিট 46 সেকেন্ডে এই কম্পন হয় ৷

পিটিআই ইনপুট-সহ

আরও পড়ুন: তুরস্কে বালিকার প্রাণ বাঁচাল রোমিও-জুলি, আলাপ করুন এনডিআরএফ-এর দুই সদস্যের সঙ্গে

Last Updated : Oct 3, 2023, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.