ETV Bharat / bharat

মোদির মন্ত্রিসভা থেকে সুপ্রিম কোর্ট, ফোনে আড়ি পাতা নিয়ে সরগরম দিল্লি - ইজরায়েলি সংস্থা

নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি (Tapping Phones) পাতছে ইজরায়েলি সংস্থা পেগাসাস (Pegasus) ৷ অভিযোগ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর (Subramanian Swamy) ৷ একই সুর শোনা গিয়েছে কংগ্রেস ও তৃণমূলের কথাতেও ৷

strong-rumours-that-pegasus-tapping-phones-of-ministers-rss-leaders-and-sc-judges-swamy-tweets
মোদির মন্ত্রিসভা থেকে সুপ্রিম কোর্ট, ফোনে আড়ি পাতা নিয়ে সরগরম দিল্লি
author img

By

Published : Jul 18, 2021, 5:41 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: ফের মাথাচাড়া দিয়ে উঠল পেগাসাস বিতর্ক ৷ রবিবার বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) টুইটে অভিযোগ করেছেন যে, নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি (Tapping Phones) পাতছে ইজরায়েলি সংস্থা পেগাসাস (Pegasus) ৷ তিনি বলেছেন, খুব শিগগিরই পশ্চিমি সংবাদমাধ্যম এ ব্যাপারে একটি রিপোর্টও প্রকাশ করবে বলে শক্তিশালী গুজব রটেছে ৷ তাঁর কথারই সম্মতি মিলেছে তৃণমূল ও কংগ্রেসের গলাতেও ৷

রবিবার সকালে টুইটে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, "ইজরায়েলি সংস্থা পেগাসাস মোদির মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে ৷ শক্তিশালী গুজব রটেছে যে, ভারতীয় সময় আজ সন্ধেয় ওয়াশিংটন পোস্ট ও লন্ডন গার্ডিয়ানে এই বিষয়টি তুলে ধরা হবে ৷ আমি নিশ্চিত তালিকা হাতে পেলে তা প্রকাশ করব ৷"

strong-rumours-that-pegasus-tapping-phones-of-ministers-rss-leaders-and-sc-judges-swamy-tweets
সুব্রহ্মণ্যম স্বামীর টুইট

বিজেপি সাংসদের কথাতেই সায় দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ তাঁর অভিযোগ, বিরোধী দলের নেতাদেরও ফোনে আড়ি পাতা হয়েছে ৷

একই সুরে গেয়ে শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম টুইটে লিখেছেন, পেগাসাস একটা বিস্ফোরণ ঘটাতে চলেছে ৷

ইজরায়েলি সাইবার সিকিউরিটি কোম্পানি এনএসও গ্রুপের একটি স্পাইওয়্যার (Israeli Made Sypware) হল পেগাসাস ৷ অ্যাপেল ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এটি ইনস্টল করা যেতে পারে ৷ অন্য ডিভাইসের মেসেজ পড়া, কল ট্র্যাক করা, জিমেইল ভাইবার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্কাইপ ও অন্যান্য অ্যাপের থেকে তথ্য সংগ্রহ করতে পারে পেগাসাস ৷

2019 সালে এনএসও-র বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হোয়াটসঅ্যাপ ৷ তাদের অভিযোগ ছিল, ভারতের সমাজকর্মী, সাংবাদিক ও আমলা-সহ 1400 গ্রাহককে নিশানা করার জন্য মেসেজিং অ্যাপকে ব্যবহার করা হয়েছে ৷

নয়াদিল্লি, 18 জুলাই: ফের মাথাচাড়া দিয়ে উঠল পেগাসাস বিতর্ক ৷ রবিবার বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) টুইটে অভিযোগ করেছেন যে, নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি (Tapping Phones) পাতছে ইজরায়েলি সংস্থা পেগাসাস (Pegasus) ৷ তিনি বলেছেন, খুব শিগগিরই পশ্চিমি সংবাদমাধ্যম এ ব্যাপারে একটি রিপোর্টও প্রকাশ করবে বলে শক্তিশালী গুজব রটেছে ৷ তাঁর কথারই সম্মতি মিলেছে তৃণমূল ও কংগ্রেসের গলাতেও ৷

রবিবার সকালে টুইটে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, "ইজরায়েলি সংস্থা পেগাসাস মোদির মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে ৷ শক্তিশালী গুজব রটেছে যে, ভারতীয় সময় আজ সন্ধেয় ওয়াশিংটন পোস্ট ও লন্ডন গার্ডিয়ানে এই বিষয়টি তুলে ধরা হবে ৷ আমি নিশ্চিত তালিকা হাতে পেলে তা প্রকাশ করব ৷"

strong-rumours-that-pegasus-tapping-phones-of-ministers-rss-leaders-and-sc-judges-swamy-tweets
সুব্রহ্মণ্যম স্বামীর টুইট

বিজেপি সাংসদের কথাতেই সায় দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ তাঁর অভিযোগ, বিরোধী দলের নেতাদেরও ফোনে আড়ি পাতা হয়েছে ৷

একই সুরে গেয়ে শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম টুইটে লিখেছেন, পেগাসাস একটা বিস্ফোরণ ঘটাতে চলেছে ৷

ইজরায়েলি সাইবার সিকিউরিটি কোম্পানি এনএসও গ্রুপের একটি স্পাইওয়্যার (Israeli Made Sypware) হল পেগাসাস ৷ অ্যাপেল ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এটি ইনস্টল করা যেতে পারে ৷ অন্য ডিভাইসের মেসেজ পড়া, কল ট্র্যাক করা, জিমেইল ভাইবার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্কাইপ ও অন্যান্য অ্যাপের থেকে তথ্য সংগ্রহ করতে পারে পেগাসাস ৷

2019 সালে এনএসও-র বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হোয়াটসঅ্যাপ ৷ তাদের অভিযোগ ছিল, ভারতের সমাজকর্মী, সাংবাদিক ও আমলা-সহ 1400 গ্রাহককে নিশানা করার জন্য মেসেজিং অ্যাপকে ব্যবহার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.