ETV Bharat / bharat

Stone Pelting Allegation: আদিত্য ঠাকরের কনভয়ে পাথর হামলা ! অস্বীকার পুলিশের - আদিত্য ঠাকরে

ঔরঙ্গাবাদে আদিত্য ঠাকরের কনভয় লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ (Stone Pelting on Aaditya Thackeray Convoy) উঠল ৷ ঠিক কী ঘটেছিল ?

Stone Pelting Allegations on Aaditya Thackeray Convoy in Aurangabad
পাথর হামলার অভিযোগ
author img

By

Published : Feb 8, 2023, 5:00 PM IST

ঔরঙ্গাবাদ, 8 ফেব্রুয়ারি: শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা তথা বিধায়ক আদিত্য ঠাকরের কনভয় লক্ষ্য করে ছোড়া হল পাথর (Stone Pelting on Aaditya Thackeray Convoy) ৷ মঙ্গলবার সন্ধেয় দলের তরফে আয়োজিত কর্মসূচি শিব সংবাদ যাত্রায় সামিল হন আদিত্য ৷ ঔরঙ্গাবাদের (Aurangabad) বীজাপুরে এই অনুষ্ঠান চলছিল ৷ সেই সময়েই অনভিপ্রেত ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷ দলের এক নেতা জানিয়েছেন, মঙ্গলবারের কর্মসূচিতে আদিত্য ঠাকরে যখন বক্তব্য পেশ করছিলেন, তখনই প্রথম হামলা শুরু হয় ৷

এই ঘটনায় আদিত্য ঠাকরের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ৷ সংগঠনের পক্ষ থেকে আম্বাদাস দানাওয়ে মহারাষ্ট্র পুলিশের ডিজিকে সরাসরি চিঠি লিখে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে আইন অনুসারে শাস্তি দিতে হবে ৷ প্রয়োজনে ডিজিপি যাতে সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ করেন, সেই আবেদনও করেছেন আম্বাদাস ৷ বিষয়টি নিয়ে টুইটারেও সরব হয়েছেন তিনি ৷

আরও পড়ুন: রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাৎ আদানির, বৈঠক শেষ হতেই ফড়নবীশের কাছে এমএনএস প্রধান

এ নিয়ে প্রশ্ন করা হলে জেলার পুলিশ সুপার মণীশ কলওয়ানিয়া অবশ্য সংবাদ সংস্থা পিটিআইকে অন্য কথা বলেন ৷ তিনি জানান, শিবসেনার উদ্ধব গোষ্ঠীর অনুষ্ঠান চলাকালীন সেই জায়গাতেই স্থানীয় দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তবে, পাথর ছোড়ার কোনও ঘটনা ঘটেনি !

যদিও পুলিশ সুপারের এই দাবি মানতে নারাজ শিবসেনার উদ্ধব অনুগামীরা ৷ আম্বাদাস জানিয়েছেন, তিনি নিজে অনুষ্ঠানস্থলের দিকে পাথর 'উড়ে' আসতে দেখেছেন ৷ তাঁর দাবি, আদিত্য যখন বক্তব্য পেশ করছিলেন এবং পরে যখন তিনি অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাচ্ছিলেন, ওই দুই সময়েই পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷

এই প্রসঙ্গে আম্বাদাস দানাওয়ের বক্তব্য হল, "সংখ্যগরিষ্ঠদের সঙ্গে দলিতদের বিবাদে জড়িয়ে দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে ৷ মারমুখী ভিড় থেকে স্থানীয় বিধায়ক রমেশ বোরনারের সমর্থনে স্লোগান দেওয়া হচ্ছিল ৷ জনতার ভিড়ে মিশে থাকা সমাজবিরোধীরাই এই কাণ্ড ঘটিয়েছে ৷ হামলাকারীরা দুই ভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি করার চেষ্টা করছিল ৷"

এই ঘটনায় পুলিশ প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন আম্বাদাস দানাওয়ে ৷ তাঁর অভিযোগ, পুলিশের ঢিলেমির জন্যই আদিত্য ঠাকরের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে ৷ এর জন্য পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি তুলেছেন তিনি ৷

ঔরঙ্গাবাদ, 8 ফেব্রুয়ারি: শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা তথা বিধায়ক আদিত্য ঠাকরের কনভয় লক্ষ্য করে ছোড়া হল পাথর (Stone Pelting on Aaditya Thackeray Convoy) ৷ মঙ্গলবার সন্ধেয় দলের তরফে আয়োজিত কর্মসূচি শিব সংবাদ যাত্রায় সামিল হন আদিত্য ৷ ঔরঙ্গাবাদের (Aurangabad) বীজাপুরে এই অনুষ্ঠান চলছিল ৷ সেই সময়েই অনভিপ্রেত ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷ দলের এক নেতা জানিয়েছেন, মঙ্গলবারের কর্মসূচিতে আদিত্য ঠাকরে যখন বক্তব্য পেশ করছিলেন, তখনই প্রথম হামলা শুরু হয় ৷

এই ঘটনায় আদিত্য ঠাকরের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ৷ সংগঠনের পক্ষ থেকে আম্বাদাস দানাওয়ে মহারাষ্ট্র পুলিশের ডিজিকে সরাসরি চিঠি লিখে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে আইন অনুসারে শাস্তি দিতে হবে ৷ প্রয়োজনে ডিজিপি যাতে সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ করেন, সেই আবেদনও করেছেন আম্বাদাস ৷ বিষয়টি নিয়ে টুইটারেও সরব হয়েছেন তিনি ৷

আরও পড়ুন: রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাৎ আদানির, বৈঠক শেষ হতেই ফড়নবীশের কাছে এমএনএস প্রধান

এ নিয়ে প্রশ্ন করা হলে জেলার পুলিশ সুপার মণীশ কলওয়ানিয়া অবশ্য সংবাদ সংস্থা পিটিআইকে অন্য কথা বলেন ৷ তিনি জানান, শিবসেনার উদ্ধব গোষ্ঠীর অনুষ্ঠান চলাকালীন সেই জায়গাতেই স্থানীয় দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তবে, পাথর ছোড়ার কোনও ঘটনা ঘটেনি !

যদিও পুলিশ সুপারের এই দাবি মানতে নারাজ শিবসেনার উদ্ধব অনুগামীরা ৷ আম্বাদাস জানিয়েছেন, তিনি নিজে অনুষ্ঠানস্থলের দিকে পাথর 'উড়ে' আসতে দেখেছেন ৷ তাঁর দাবি, আদিত্য যখন বক্তব্য পেশ করছিলেন এবং পরে যখন তিনি অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাচ্ছিলেন, ওই দুই সময়েই পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷

এই প্রসঙ্গে আম্বাদাস দানাওয়ের বক্তব্য হল, "সংখ্যগরিষ্ঠদের সঙ্গে দলিতদের বিবাদে জড়িয়ে দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে ৷ মারমুখী ভিড় থেকে স্থানীয় বিধায়ক রমেশ বোরনারের সমর্থনে স্লোগান দেওয়া হচ্ছিল ৷ জনতার ভিড়ে মিশে থাকা সমাজবিরোধীরাই এই কাণ্ড ঘটিয়েছে ৷ হামলাকারীরা দুই ভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি করার চেষ্টা করছিল ৷"

এই ঘটনায় পুলিশ প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন আম্বাদাস দানাওয়ে ৷ তাঁর অভিযোগ, পুলিশের ঢিলেমির জন্যই আদিত্য ঠাকরের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে ৷ এর জন্য পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি তুলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.