ETV Bharat / bharat

Stepfather Killed Minor: 2 বছরের শিশুকন্যাকে আছড়ে খুনের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে - Uttar Pradesh Crime

Stepdaughter Brutally Killed by Father in Uttar Pradesh: স্ত্রীর প্রথমপক্ষে দুই কন্যাসন্তান ৷ তাদের খরচ বহন করা নিয়ে আপত্তি ৷ আর সেই কারণেই এক শিশুকন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের সম্বলের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 10:14 PM IST

সম্বল (উত্তরপ্রদেশ), 10 নভেম্বর: মদ্যপ অবস্থায় 2 বছরের শিশুকন্যাকে আছাড় মেরে হত্যার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলার হায়াতনগরে ৷ অভিযোগ ওই ব্যক্তি নিজের গর্ভবতী স্ত্রী এবং আরেক মেয়েকেও মারধর করেন ৷ বৃহস্পতিবার রাতের এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ মৃত শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আক্রান্ত মহিলা শায়েস্তার বোন নুরজাহান জানান, 5 বছর আগে তাঁর বোনের বিয়ে হয়েছিল ৷ 6 মাস আগে তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ৷ এরপর শায়েস্তা স্থানীয় এক ব্যক্তি মুন্না ওরফে আশরাফকে বিয়ে করেন ৷ প্রথম স্বামীর থেকে শায়েস্তার দুই কন্যা সন্তান রয়েছে ৷ তাদের মধ্যে বড় মেয়ের 3 বছর বয়স এবং ছোট মেয়ের 2 বছর ৷ কিন্তু, বিয়ের পর থেকেই আশরাফ এবং তাঁর পরিবার শায়েস্তাতে উত্যক্ত করতে শুরু করে বলে অভিযোগ ৷ অভিযোগ দুই মেয়েকে রাখতে চাননি আশরাফ ৷ তাঁদের দাবি ছিল, দুই মেয়েকে বড় করতে অনেক খরচ এবং তাঁদের বিয়ে দিতে আরও খরচ হবে ৷

এ নিয়ে শায়েস্তা এবং আশরাফের মধ্যে প্রায়ই বচসা হত ৷ বৃহস্পতিবার রাতে আশরাফ মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে শায়েস্তার সঙ্গে অশান্তি শুরু করে ৷ অভিযোগ তিনি গর্ভবতী শায়েস্তা এবং তাঁর বড় মেয়েকে মারধর পর্যন্ত করেন ৷ এর পর স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন এবং দুই মেয়েকে ঘরে আটকে রাখেন ৷ ঘটনায় ভয় পেয়ে দুই শিশুকন্যা কাঁদতে শুরু করে ৷ অভিযোগ এর পরেই ঘরে ঢুকে ছোট মেয়েকে মাটিতে আছাড় মারেন আশরাফ ৷ ঘটনায় স্থানীয়রা সেখানে চলে আসে ৷ তাঁরাই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করায় ৷

হাসপাতালে শায়েস্তার ছোট মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ তাঁর বড় মেয়ে হাসপাতালে ভরতি রয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ আশরাফকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সম্বল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, মূল অভিযুক্ত আশরাফকে গ্রেফতার করা হয়েছে ৷ মৃত শিশুর মায়ের অভিযোগের নিরিখে পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. ভেড়ির জলে পড়েছিল চুম্বক, খুঁজতে নামলে চোর সন্দেহে মারধর, তাতেই শেষ বছর সাতের সাহাদ
  2. স্ত্রীর উপর রাগে 8 বছরের মেয়েকে গলা কেটে খুন বাবার !

সম্বল (উত্তরপ্রদেশ), 10 নভেম্বর: মদ্যপ অবস্থায় 2 বছরের শিশুকন্যাকে আছাড় মেরে হত্যার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলার হায়াতনগরে ৷ অভিযোগ ওই ব্যক্তি নিজের গর্ভবতী স্ত্রী এবং আরেক মেয়েকেও মারধর করেন ৷ বৃহস্পতিবার রাতের এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ মৃত শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আক্রান্ত মহিলা শায়েস্তার বোন নুরজাহান জানান, 5 বছর আগে তাঁর বোনের বিয়ে হয়েছিল ৷ 6 মাস আগে তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ৷ এরপর শায়েস্তা স্থানীয় এক ব্যক্তি মুন্না ওরফে আশরাফকে বিয়ে করেন ৷ প্রথম স্বামীর থেকে শায়েস্তার দুই কন্যা সন্তান রয়েছে ৷ তাদের মধ্যে বড় মেয়ের 3 বছর বয়স এবং ছোট মেয়ের 2 বছর ৷ কিন্তু, বিয়ের পর থেকেই আশরাফ এবং তাঁর পরিবার শায়েস্তাতে উত্যক্ত করতে শুরু করে বলে অভিযোগ ৷ অভিযোগ দুই মেয়েকে রাখতে চাননি আশরাফ ৷ তাঁদের দাবি ছিল, দুই মেয়েকে বড় করতে অনেক খরচ এবং তাঁদের বিয়ে দিতে আরও খরচ হবে ৷

এ নিয়ে শায়েস্তা এবং আশরাফের মধ্যে প্রায়ই বচসা হত ৷ বৃহস্পতিবার রাতে আশরাফ মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে শায়েস্তার সঙ্গে অশান্তি শুরু করে ৷ অভিযোগ তিনি গর্ভবতী শায়েস্তা এবং তাঁর বড় মেয়েকে মারধর পর্যন্ত করেন ৷ এর পর স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন এবং দুই মেয়েকে ঘরে আটকে রাখেন ৷ ঘটনায় ভয় পেয়ে দুই শিশুকন্যা কাঁদতে শুরু করে ৷ অভিযোগ এর পরেই ঘরে ঢুকে ছোট মেয়েকে মাটিতে আছাড় মারেন আশরাফ ৷ ঘটনায় স্থানীয়রা সেখানে চলে আসে ৷ তাঁরাই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করায় ৷

হাসপাতালে শায়েস্তার ছোট মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ তাঁর বড় মেয়ে হাসপাতালে ভরতি রয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ আশরাফকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সম্বল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, মূল অভিযুক্ত আশরাফকে গ্রেফতার করা হয়েছে ৷ মৃত শিশুর মায়ের অভিযোগের নিরিখে পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. ভেড়ির জলে পড়েছিল চুম্বক, খুঁজতে নামলে চোর সন্দেহে মারধর, তাতেই শেষ বছর সাতের সাহাদ
  2. স্ত্রীর উপর রাগে 8 বছরের মেয়েকে গলা কেটে খুন বাবার !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.