মাদুরাই, 26 অগস্ট: শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে একটি ট্রেনে আগুন লেগে মৃত্যু হয়েছে 9 জনের ৷ ট্রেনটির যে দুটি বগিতে এদিন আগুন লাগে তার একটিতেই সওয়ার ছিলেন শিব প্রতাপ সিং চৌহান নামে এক যাত্রী ৷ ট্রেনের এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী ও শ্যালক ৷ স্বজনহারানোর এই শোকের মাঝেই অসীম সাহস ও মানবিকতার পরিচয় দিয়ে 5 সহযাত্রীর প্রাণ বাঁচিয়েছেন শিব প্রতাপ ৷
আতঙ্কের ওই মুহূর্তের কথা স্মরণ করে শিব প্রতাপ বলেছেন, "এলপিজি গ্যাস সিলিন্ডারে ওই বিস্ফোরণ হওয়ার পর কয়েক মুহূর্তের মধ্যে ট্রেনের বগিতে আগুন ধরে যায় ৷ প্রাণের ঝুঁকি নিয়েই আমি 4-5 জন সহযাত্রীকে ওই আগুনের গ্রাস থেকে বাঁচাতে সক্ষম হই ৷ পরে প্রবল ধোঁয়ার চোটে আমি অজ্ঞান হয়ে যাই ৷ কিন্তু আমি আমার স্ত্রী ও শ্যালককে উদ্ধার করতে পারিনি ৷"
তিনি জানিয়েছেন, তীর্থযাত্রীদের এই ট্রেন সফরের আয়োজনের দায়িত্বে ছিল লখনউয়ের সীতাপুরের ভাসিন ট্রাভেলস ৷ 17 অগস্ট যাত্রা শুরু হয় ৷ বেঙ্গালুরু ও যশবন্তপুরের সফর সেরে মাদুরাইয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ মাদুরাইয়ে ঢোকার কিছুক্ষণ আগে ওই অগ্নিকাণ্ড ঘটে ট্রেনে ৷ পরিবার পরিজনকে খুইয়ে রেল কর্তৃপক্ষের কাছে শিব প্রতাপের আর্জি, "আমরা সরকারের থেকে কোনও আর্থিক সাহায্য চাই না ৷ আমার পরিজনদের যাতে ঠিক মতো শেষকৃত্য ও শেষ বিদায় জানাতে পারি তা নিশ্চিত করা হোক ৷"
আরও পড়ুন: প্রাইভেট বগিতে কীভাবে গ্যাস সিলিন্ডার ? প্রশ্নের মুখে দক্ষিণ রেলের নিরাপত্তা
তবে এই ঘটনার প্রথমিক তদন্তে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ ট্রেনের কামরায় গ্যাস সিলিন্ডার বহন করা হচ্ছিল ৷ যার জেরেই ওই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ৷ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ এই ঘটনা ট্রেনের নিরাপত্তা ও ট্রেন আধিকারিকদের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে ৷ ট্রেনে এলপিজি সিলিন্ডার বহনের অনুমতি কীভাবে দেওয়া হল সেই প্রশ্ন উঠেছে ৷