ETV Bharat / bharat

মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী - বোম্বে হাইকোর্ট

মারা গেলেন এলগার পরিষদ ও মাওবাদী যোগসাজশ মামলায় অভিযুক্ত ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্য়ান স্বামী ৷ সোমবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি ৷ করোনা পরবর্তী সমস্যা এবং পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন তিনি ৷

Stan Swamy an accused in the Elgar Parishad-Maoist links case has died at hospital in mumbai
মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী
author img

By

Published : Jul 5, 2021, 5:28 PM IST

Updated : Jul 5, 2021, 5:51 PM IST

মুম্বই, 5 জুলাই : মারা গেলেন এলগার পরিষদ ও মাওবাদী যোগসাজশ (Elgar Parishad-Maoist links) মামলায় অভিযুক্ত ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্যান স্বামী (Stan Swamy) ৷ মুম্বইয়ের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানকার কর্তৃপক্ষ আজ বোম্বে হাইকোর্টকে এই খবর জানিয়েছে ৷ গত 29 মে থেকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন স্ট্যান স্বামী ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনি পোস্ট কোভিড এবং পারকিনসন রোগের কারণে মারা গিয়েছেন ৷ গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তখন তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় ৷ আজ বেলা দেড়টার সময় স্ট্যান স্বামীর মৃত্যু হয়েছে ৷

2020 সালের 8 অক্টোবর এলগার পরিষদের সঙ্গে মাওবাদী যোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে স্ট্যান স্বামীকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ তখন থেকেই মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি ছিলেন তিনি ৷ সেখানেই করোনা আক্রান্ত হন ৷ সেই সময় স্ট্যান স্বামী চিকিৎসার আবেদন জানিয়ে বোম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ৷ তাঁর আবেদন মেনে আদালত তালোজা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় স্ট্যান স্বামীকে হাসপাতালে ভর্তি করতে ৷ সেই নির্দেশ মেনে 29 মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

আজ বোম্বে হাইকোর্টে স্ট্যান স্বামীর মৃত্যুর কারণ নিয়ে হাসপাতালের তরফে তাঁর চিকিৎসক ইয়ান ডি’সুজা জানিয়েছেন, তিনি রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন ৷ তার জেরে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয় ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি ৷ আজ দুপুর দেড়টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্যান স্বামীর ৷ অন্যদিকে, স্ট্যান স্বামীর মৃত্যু নিয়ে তালোজা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ বোম্বে হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন তাঁর আইনজীবী ৷ তিনি অভিযোগ করেন, জেল কর্তৃপক্ষ স্ট্য়ান স্বামীর চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দেয়নি ৷ এমনকি দ্রুততার সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি ৷

আরও পড়ুন : জামিনের পর অবশেষে হাসপাতাল থেকে মুক্ত ভারভারা রাও

গতমাসে শারীরিক অসুস্থতার কারণে স্বামীর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী মিহির দেশাই ৷ এনআইএ’র তরফে সেই জামিনের আবেদনের বিরোধিতা করা হয় ৷ সেখানে বলা হয়েছিল, এলগার পরিষদ ও মাওবাদী যোগসাজোশ মামলায় অভিযুক্ত স্বামীর শারীরিক অবস্থা এমন কিছু খারাপ নয়, যার জন্য তাঁকে জামিনে মুক্ত দিতে হবে ৷ তবে, সেই মামলা শুনানি এখনও চলছিল ৷ জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষের আগেই মারা গেলেন স্ট্যান স্বামী ৷

আরও পড়ুন : ভীমা কোরেগাঁও মামলায় স্টান স্বামীর জেল হেপাজত

2017 সালে 31 ডিসেম্বর পুণেতে এক সম্মেলেনে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনার পর পুণেতে অবস্থিত ভীমা-কোরেগাঁও যুদ্ধ স্মারকের কাছে হিংসার ঘটনা ঘটে ৷ যে মামলায় প্রখ্যাত কবি ভারভারা রাও সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এনআইএ ৷ ওই হিংসার ঘটনায় মাওবাদী যোগ উঠে আসে ৷ এরপর তদন্তে স্ট্যান স্বামীর বিরুদ্ধে মাও যোগের অভিযোগ আনে পুলিশ ৷ 2020 সালে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁকে গ্রেফতার করে ৷

মুম্বই, 5 জুলাই : মারা গেলেন এলগার পরিষদ ও মাওবাদী যোগসাজশ (Elgar Parishad-Maoist links) মামলায় অভিযুক্ত ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্যান স্বামী (Stan Swamy) ৷ মুম্বইয়ের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানকার কর্তৃপক্ষ আজ বোম্বে হাইকোর্টকে এই খবর জানিয়েছে ৷ গত 29 মে থেকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন স্ট্যান স্বামী ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনি পোস্ট কোভিড এবং পারকিনসন রোগের কারণে মারা গিয়েছেন ৷ গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তখন তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় ৷ আজ বেলা দেড়টার সময় স্ট্যান স্বামীর মৃত্যু হয়েছে ৷

2020 সালের 8 অক্টোবর এলগার পরিষদের সঙ্গে মাওবাদী যোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে স্ট্যান স্বামীকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ তখন থেকেই মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি ছিলেন তিনি ৷ সেখানেই করোনা আক্রান্ত হন ৷ সেই সময় স্ট্যান স্বামী চিকিৎসার আবেদন জানিয়ে বোম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ৷ তাঁর আবেদন মেনে আদালত তালোজা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় স্ট্যান স্বামীকে হাসপাতালে ভর্তি করতে ৷ সেই নির্দেশ মেনে 29 মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

আজ বোম্বে হাইকোর্টে স্ট্যান স্বামীর মৃত্যুর কারণ নিয়ে হাসপাতালের তরফে তাঁর চিকিৎসক ইয়ান ডি’সুজা জানিয়েছেন, তিনি রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন ৷ তার জেরে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয় ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি ৷ আজ দুপুর দেড়টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্যান স্বামীর ৷ অন্যদিকে, স্ট্যান স্বামীর মৃত্যু নিয়ে তালোজা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ বোম্বে হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন তাঁর আইনজীবী ৷ তিনি অভিযোগ করেন, জেল কর্তৃপক্ষ স্ট্য়ান স্বামীর চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দেয়নি ৷ এমনকি দ্রুততার সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি ৷

আরও পড়ুন : জামিনের পর অবশেষে হাসপাতাল থেকে মুক্ত ভারভারা রাও

গতমাসে শারীরিক অসুস্থতার কারণে স্বামীর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী মিহির দেশাই ৷ এনআইএ’র তরফে সেই জামিনের আবেদনের বিরোধিতা করা হয় ৷ সেখানে বলা হয়েছিল, এলগার পরিষদ ও মাওবাদী যোগসাজোশ মামলায় অভিযুক্ত স্বামীর শারীরিক অবস্থা এমন কিছু খারাপ নয়, যার জন্য তাঁকে জামিনে মুক্ত দিতে হবে ৷ তবে, সেই মামলা শুনানি এখনও চলছিল ৷ জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষের আগেই মারা গেলেন স্ট্যান স্বামী ৷

আরও পড়ুন : ভীমা কোরেগাঁও মামলায় স্টান স্বামীর জেল হেপাজত

2017 সালে 31 ডিসেম্বর পুণেতে এক সম্মেলেনে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনার পর পুণেতে অবস্থিত ভীমা-কোরেগাঁও যুদ্ধ স্মারকের কাছে হিংসার ঘটনা ঘটে ৷ যে মামলায় প্রখ্যাত কবি ভারভারা রাও সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এনআইএ ৷ ওই হিংসার ঘটনায় মাওবাদী যোগ উঠে আসে ৷ এরপর তদন্তে স্ট্যান স্বামীর বিরুদ্ধে মাও যোগের অভিযোগ আনে পুলিশ ৷ 2020 সালে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁকে গ্রেফতার করে ৷

Last Updated : Jul 5, 2021, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.