শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 30 জানুয়ারি: ফের তুষারপাত কাশ্মীর উপত্যকায় (Jammu and Kashmir Snowfall)৷ যার জেরে সোমবার দূরবর্তী অঞ্চলের রাস্তাগুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, পাহাড়ে ধসের কারণে শ্রীনগর-জম্মু মহাসড়কও সব ধরনের যান চলাচলের জন্য অবরুদ্ধ হয়ে গিয়েছে (Srinagar Jammu Highway Closed)৷ চান্দেরকোট এবং বানিহালের মধ্যে বেশ কয়েকটি জায়গায় কাদা ধসের ঘটনা ঘটেছে ৷ উঁচু এলাকায় ভারী তুষারপাতের জেরে পরিবহণও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
প্রসঙ্গত বলা যায়, কাশ্মীর উপত্যকা 'চিল্লাই কালান' অর্থাৎ শীতের সবচেয়ে কঠোর সময় প্রত্যক্ষ করছে ৷ যা 21 ডিসেম্বর,2022 -এ শুরু হয়েছিল ৷ আবহাওয়া (MET) আধিকারিকদের মতে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকালের মধ্যে জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস আছে ৷ সোমবার সন্ধ্যার পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে ৷ তবে কয়েকটি স্থানে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকতে পারে ৷
প্রবল তুষারপাতের পর শ্রীনগর-সহ উপত্যকার সমতল এলাকা পুরো মুক্তোর মতো সাদা হয়ে গিয়েছে ৷ জম্মু-শ্রীনগর মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছে ৷ যার ফলে শ্রীনগর এবং উপত্যকার অন্যান্য অংশের রাস্তা বন্ধ হওয়ার ফলে সাধারণ জনজীবন আংশিক বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ কারণ এই মহাসড়কটি কাশ্মীর এবং বাকি বিশ্বের মধ্যে সংযোগকারী একমাত্র রাস্তা ৷
শ্রীনগরের জনজীবনও বাধাপ্রাপ্ত হয়েছে ৷ শ্রীনগর মহাসড়ক অবরোধের কারণে উপত্যকায় প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকগুলো আটকে রাখা হয়েছে ৷ পাথর ও কাদা ধস বন্ধ হলে মহাসড়কটি পুনরায় চালু করার জন্য প্রশাসন আবহাওয়ার পূর্বাভাসের উপর কড়া নজর রাখছে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কারণ অতীতে এমন উদাহরণ আছে যেখানে জম্মু-শ্রীনগর মহাসড়কে ভূমিধস এবং পাহাড়ি পাথরের কারণে যানবাহনের ক্ষতি ও প্রাণহানি হয়েছিল ৷
আরও পড়ুন : রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ, পুরু বরফের চাদরে মুড়ল উত্তর ভারত