শ্রীনগর, 23 ডিসেম্বর : বড়দিনের দু’দিন আগে বিশেষ উপহার কাশ্মীরে বসবাসকারী খ্রিস্টান সমাজের জন্য (Kashmir Church opens for prayers) ৷ বুধবার থেকে খুলে গেল শ্রীনগরের একশো বছরের পুরনো গির্জা ৷ তিন দশকের বেশি সময় ধরে বন্ধ থাকার পর বড়দিনের আগে গির্জাটি খোলা হল (Srinagar church opened after 30 years) ৷ 125 বছরের পুরনো এই গির্জাটি সেন্ট লিউক চার্চ নামে পরিচিত ৷ 1896 সালে লাহোরের বিশপ তৈরি করেছিলেন এই গির্জাটি ৷ 1990 সালের পর থেকে কাশ্মীর উপত্যকায় বাড়তে থাকা নাশকতার কারণে গির্জাটি বন্ধ হয়ে যায় (Srinagar Church Reopen) ৷
বুধবার থেকে ফের কাশ্মীর উপত্যকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য গির্জাটিকে নতুন করে খুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে (Kashmir Holy Family Catholic Church) ৷ বুধবার গির্জায় গণপ্রার্থনার আয়োজন করা হয় ৷ মূলত ধন্যবাদ জ্ঞাপন হিসেবে এই প্রার্থনা হয় ৷ তবে, জনগণের জন্য বৃহস্পতিবার থেকে গির্জা খুলে দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা ভার্চুয়ালি গির্জা উদ্বোধন করেন ৷
2020 সালের এপ্রিল মাস থেকে গির্জার সংস্কারের কাজ শুরু হয় ৷ গির্জার পুরনো কারুকার্য এবং কাঠামোকে এক রেখে এই সংস্কার করা হয়েছে ৷ মূলত জম্মু ও কাশ্মীরের স্মার্ট সিটি মিশনের গির্জাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে ৷ এই গির্জাটি ডাল লেক থেকে 500 মিটারের দূরত্বে অবস্থিত ৷