ETV Bharat / bharat

ডেল্টা ভ্যারিয়েন্টকে মাথায় রেখে বাজারে আসছে স্পুটনিক ভি-র দ্বিতীয় ডোজ - Delta Variant

স্পুটনিক ভি-র তরফে খুব শীঘ্রই দ্বিতীয় ডোজ আসছে ৷ করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্য অন্য ভ্যাকসিনের তুলনায় এই ঠিকা বেশি কার্যকারি বলে দাবি তাদের ৷ ভারতের একাধিক শহরে পাওয়া যাবে এই টিকা ৷

ডেল্টা ভ্যারিয়েন্টকে মাথায় রেখে বাজারে আসছে স্পুটনিক
ডেল্টা ভ্যারিয়েন্টকে মাথায় রেখে বাজারে আসছে স্পুটনিক
author img

By

Published : Jun 18, 2021, 5:51 PM IST

নয়াদিল্লি, 18 জুন: স্পুটনিক ভি-র তরফে খুব তাড়াতাড়ি বুস্টার শট বা টিকাকরণের দ্বিতীয় ডোজ সরবরাহ করা হবে, বৃহস্পতিবার রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে এমনটাই বলা হয় ৷ পাশাপাশি তাদের দাবি, এটি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্য অন্য ভ্যাকসিন প্রস্তুতকারকদের তুলনায় বেশি কার্যকরী ৷ একটি টুইটে স্পুটনিক ভি জানায়, তারা খুব শীঘ্রই একটি বুস্টার শট দেবে, যা ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্যে কার্যকরী ৷ পাশাপাশি মঙ্গলবার স্পুটনিক ভি এও জানায় যে, ডেল্টা ভ্যারিয়েন্টে তাদের কার্যকারিতা অন্য যে কোনও টিকার থেকে বেশি ভালো এবং কার্যকরী ।

গামালিয়া সেন্টারের তরফে আন্তর্জাতিক এক জার্নালে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, স্পুটনিক ভি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি কার্যকরী, যা অন্যান্য টিকা প্রস্তুতকারি সংস্থার প্রকাশিত ফলাফলের থেকে এগিয়ে রয়েছে ৷ মঙ্গলবার টুইটে স্পুটনিক ভি জানায়, এপ্রিল মাসে টিকাটি ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে, দেশে এই নিয়ে তৃতীয় টিকা হিসেবে পাওয়া যাচ্ছে স্পুটনিক ভি ৷

  • The #SputnikV vaccine will be available in 9 more cities across India, including Bengaluru, Mumbai, Chennai, Visakhapatnam, Baddi, Kolhapur and Miryalaguda.👇https://t.co/fIuXV2XDJP

    — Sputnik V (@sputnikvaccine) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদের ডাঃ রেড্ডির ল্যাবরেটরি রাশিয়া থেকে এই টিকা আমদানি করবে বলে জানান হয় । পাশাপাশি টিকাটি ভারতেও উৎপাদন করা হচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ডেল্টা ভ্যারিয়েন্ট কনসার্নের চতুর্থ ভ্যারিয়েন্ট হিসাবে তালিকাভুক্ত করা হয় এবং এও বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে এই চতুর্থ ভ্যারিয়েন্টে থেকেই ৷

স্পুটনিক ভি-র টিকা বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, বিশাখাপত্তনম, বাদ্দি, কোলহাপুর এবং মরিয়ালাগুডা-সহ ভারতের আরও নয়টি শহরে পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয় ৷

নয়াদিল্লি, 18 জুন: স্পুটনিক ভি-র তরফে খুব তাড়াতাড়ি বুস্টার শট বা টিকাকরণের দ্বিতীয় ডোজ সরবরাহ করা হবে, বৃহস্পতিবার রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে এমনটাই বলা হয় ৷ পাশাপাশি তাদের দাবি, এটি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্য অন্য ভ্যাকসিন প্রস্তুতকারকদের তুলনায় বেশি কার্যকরী ৷ একটি টুইটে স্পুটনিক ভি জানায়, তারা খুব শীঘ্রই একটি বুস্টার শট দেবে, যা ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্যে কার্যকরী ৷ পাশাপাশি মঙ্গলবার স্পুটনিক ভি এও জানায় যে, ডেল্টা ভ্যারিয়েন্টে তাদের কার্যকারিতা অন্য যে কোনও টিকার থেকে বেশি ভালো এবং কার্যকরী ।

গামালিয়া সেন্টারের তরফে আন্তর্জাতিক এক জার্নালে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, স্পুটনিক ভি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি কার্যকরী, যা অন্যান্য টিকা প্রস্তুতকারি সংস্থার প্রকাশিত ফলাফলের থেকে এগিয়ে রয়েছে ৷ মঙ্গলবার টুইটে স্পুটনিক ভি জানায়, এপ্রিল মাসে টিকাটি ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে, দেশে এই নিয়ে তৃতীয় টিকা হিসেবে পাওয়া যাচ্ছে স্পুটনিক ভি ৷

  • The #SputnikV vaccine will be available in 9 more cities across India, including Bengaluru, Mumbai, Chennai, Visakhapatnam, Baddi, Kolhapur and Miryalaguda.👇https://t.co/fIuXV2XDJP

    — Sputnik V (@sputnikvaccine) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদের ডাঃ রেড্ডির ল্যাবরেটরি রাশিয়া থেকে এই টিকা আমদানি করবে বলে জানান হয় । পাশাপাশি টিকাটি ভারতেও উৎপাদন করা হচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ডেল্টা ভ্যারিয়েন্ট কনসার্নের চতুর্থ ভ্যারিয়েন্ট হিসাবে তালিকাভুক্ত করা হয় এবং এও বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে এই চতুর্থ ভ্যারিয়েন্টে থেকেই ৷

স্পুটনিক ভি-র টিকা বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, বিশাখাপত্তনম, বাদ্দি, কোলহাপুর এবং মরিয়ালাগুডা-সহ ভারতের আরও নয়টি শহরে পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.