ETV Bharat / bharat

ভারতে এসে পৌঁছাল করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি’র 30 লক্ষ ডোজ

রাশিয়ার তৈরি করোনার ভ্য়াকসিন স্পুটনিক ভি’র 30 লক্ষ ডোজ ভারতে এল ৷ আজ ভোর রাতে হায়দরাবাদ বিমানবন্দরে বিশেষ কার্গো বিমানে ভ্যাকসিনগুলি এসে পৌঁছায় ৷

sputnik-v-consignment-of-30-lakh-doses-lands-in-hyderabad
ভারতে এসে পৌঁছাল করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি’র 30 লক্ষ ডোজ
author img

By

Published : Jun 1, 2021, 6:01 PM IST

হায়দরাবাদ, 1 জুন : মঙ্গলবার ভোররাতে ভারতে এসে পৌঁছাল রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) ৷ আজ 3টে 43 মিনিটে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কার্গো বিমানে 30 লক্ষ ডোজ ভারতে এসে পৌঁছেছে ৷ জিএমআর হায়দরাবাদ এয়ার কার্গোর (GHAC) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷

জিএমআর হায়দরাবাদ এয়ার কার্গোর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ইতিমধ্যেই জিএইচএসি (GHAC) ভ্যাকসিনের একাধিক শিপমেন্ট রিসিভ করেছে ৷ আজ 56.6 টন ওজনের একটি ভ্যাকসিনের শিপমেন্ট রিসিভ করেছে ৷ যা করোনার ভ্যাকসিনের সবচেয়ে বড় রফতানি হয়ে আসা একটি শিপমেন্ট, যা এখনও পর্যন্ত ভারতের হাতে এসেছে ৷ আর এই শিপমেন্ট সব প্রক্রিয়া শেষ করে এবং তা পাঠাতে 90 মিনিটেরও কম সময় লেগেছে’’ ৷

আরও পড়ুন : ভারতে এলি লিলি-এর ওষুধ ব্যবহারে ছাড়পত্র

স্পুটনিক ভি ভ্য়াকসিন বিশেষজ্ঞ দ্বারা হ্যান্ডেল এবং স্টোর করতে হয় ৷ সেই সঙ্গে রাশিয়ান এই ভ্যাকসিন মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোর করতে হয় ৷ তাই কাস্টমার সাপ্লাই চেনের সঙ্গে যৌথ উদ্যোগে জিএইচএসি (GHAC) বিশেষজ্ঞদের নিয়ে এই কাজটি করেছে ৷ সেই সঙ্গে কাস্টমস বিভাগের আধিকারিক সহ অন্যান্য স্টেকহোল্ডাররাও সেখানে ছিলেন ৷

হায়দরাবাদ, 1 জুন : মঙ্গলবার ভোররাতে ভারতে এসে পৌঁছাল রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) ৷ আজ 3টে 43 মিনিটে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কার্গো বিমানে 30 লক্ষ ডোজ ভারতে এসে পৌঁছেছে ৷ জিএমআর হায়দরাবাদ এয়ার কার্গোর (GHAC) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷

জিএমআর হায়দরাবাদ এয়ার কার্গোর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ইতিমধ্যেই জিএইচএসি (GHAC) ভ্যাকসিনের একাধিক শিপমেন্ট রিসিভ করেছে ৷ আজ 56.6 টন ওজনের একটি ভ্যাকসিনের শিপমেন্ট রিসিভ করেছে ৷ যা করোনার ভ্যাকসিনের সবচেয়ে বড় রফতানি হয়ে আসা একটি শিপমেন্ট, যা এখনও পর্যন্ত ভারতের হাতে এসেছে ৷ আর এই শিপমেন্ট সব প্রক্রিয়া শেষ করে এবং তা পাঠাতে 90 মিনিটেরও কম সময় লেগেছে’’ ৷

আরও পড়ুন : ভারতে এলি লিলি-এর ওষুধ ব্যবহারে ছাড়পত্র

স্পুটনিক ভি ভ্য়াকসিন বিশেষজ্ঞ দ্বারা হ্যান্ডেল এবং স্টোর করতে হয় ৷ সেই সঙ্গে রাশিয়ান এই ভ্যাকসিন মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোর করতে হয় ৷ তাই কাস্টমার সাপ্লাই চেনের সঙ্গে যৌথ উদ্যোগে জিএইচএসি (GHAC) বিশেষজ্ঞদের নিয়ে এই কাজটি করেছে ৷ সেই সঙ্গে কাস্টমস বিভাগের আধিকারিক সহ অন্যান্য স্টেকহোল্ডাররাও সেখানে ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.