ETV Bharat / bharat

Anurag cancels China Visit: উশু খেলোয়াড়দের সঙ্গে বৈষম্য, প্রতিবাদে চিনে এশিয়ান গেমসে যাচ্ছেন না অনুরাগ

চলতি বছরের জুলাই মাসেও তিন খেলোয়াড়ের সঙ্গে একই ঘটনা ঘটেছিল ৷ বিশ্ববিদ্যালয় গেমসে যাওয়ার সময়ও ভিসা দেওয়া হয়নি তাঁদের ৷ এবার প্রতিবাদে চিন সফর বাতিল করলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:54 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: 19তম এশিয়ান গেমসে ভিসা পাননি ভারতের তিন উশু (এক ধরনের মার্শাল আর্ট) খেলোয়াড় ৷ ওই তিন খেলোয়াড়ই অরুণাচল প্রদেশের বাসিন্দা ৷ তার কয়েকঘণ্টা পরেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি বিবৃতি জারি করেছেন । এবার প্রতিবাদে চিন সফর বাতিল করলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷ জানা গিয়েছে, ভারতীয় ক্রীড়াবিদদের উপর বৈষম্যের প্রতিবাদেই পড়শি দেশে যাচ্ছেন না অনুরাগ ৷

এশিয়ান গেমসে 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের উশু দলের খেলা ৷ তাতে অংশ নিতেই এদিন নয়াদিল্লি বিমানবন্দর থেকে হ্যাংঝো’র উদ্দেশ্যে রওয়া দিচ্ছিল ভারতীয় দল ৷ সেখানেই ভিসা সমস্যায় আটকে দেওয়া হয় অরুণাচলের ওই তিন উশু খেলোয়াড়কে ৷ চলতি বছরের জুলাই মাসেও তিন খেলোয়াড়ের সঙ্গে একই ঘটনা ঘটেছিল ৷ বিশ্ববিদ্যালয় গেমসে যাওয়ার সময়ও ভিসা দেওয়া হয়নি তাঁদের ৷ পরে অবশ্য টালবাহানার পর তাৎক্ষণিক ভিসা দেওয়ায় বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নেন তাঁরা ৷ এবার ফের একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ নয়াদিল্লি ৷

অরিন্দম বাগচি বলেন, ‘‘চিনা কর্তৃপক্ষ বৈষম্যমূলক পদ্ধতিতে অরুণাচল প্রদেশের কিছু ক্রীড়াবিদদের জন্য গেমসে প্রবেশ প্রত্যাখ্যান করেছে । ভারত জাতির বা বর্ণের ওপর ভিত্তি করে কোনও নাগরিককে বিচার করে না ৷ অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ । ভারত সরকার জানতে পেরেছে যে চিন অরুণাচল প্রদেশের ক্রীড়াবিদদের হ্যাংঝোতে 19তম এশিয়ান গেমসে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করে বৈষম্যমূলক আচরণ করেছে ৷’’

এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লিও ৷ কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে ভারত সরকারের তরফে ৷ এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘দেশের কিছু ক্রীড়াবিদদের প্রতি চিনের বৈষম্যমূলক মনোভাব ইচ্ছাকৃত ৷ নয়াদিল্লি এবং বেজিংয়ের দূতাবাস ঘটনার প্রতিবাদ করছে ৷ চিনের এহেন পদক্ষেপ মৃল্যবোধ ও এশিয়ান গেমসের নিয়ম লঙ্ঘন করেছে ৷’’

আরও পড়ুন: এশিয়ান গেমসে 'অসাধারণ' ফল করবে ভারত, আশাবাদী অনুরাগ

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: 19তম এশিয়ান গেমসে ভিসা পাননি ভারতের তিন উশু (এক ধরনের মার্শাল আর্ট) খেলোয়াড় ৷ ওই তিন খেলোয়াড়ই অরুণাচল প্রদেশের বাসিন্দা ৷ তার কয়েকঘণ্টা পরেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি বিবৃতি জারি করেছেন । এবার প্রতিবাদে চিন সফর বাতিল করলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷ জানা গিয়েছে, ভারতীয় ক্রীড়াবিদদের উপর বৈষম্যের প্রতিবাদেই পড়শি দেশে যাচ্ছেন না অনুরাগ ৷

এশিয়ান গেমসে 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের উশু দলের খেলা ৷ তাতে অংশ নিতেই এদিন নয়াদিল্লি বিমানবন্দর থেকে হ্যাংঝো’র উদ্দেশ্যে রওয়া দিচ্ছিল ভারতীয় দল ৷ সেখানেই ভিসা সমস্যায় আটকে দেওয়া হয় অরুণাচলের ওই তিন উশু খেলোয়াড়কে ৷ চলতি বছরের জুলাই মাসেও তিন খেলোয়াড়ের সঙ্গে একই ঘটনা ঘটেছিল ৷ বিশ্ববিদ্যালয় গেমসে যাওয়ার সময়ও ভিসা দেওয়া হয়নি তাঁদের ৷ পরে অবশ্য টালবাহানার পর তাৎক্ষণিক ভিসা দেওয়ায় বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নেন তাঁরা ৷ এবার ফের একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ নয়াদিল্লি ৷

অরিন্দম বাগচি বলেন, ‘‘চিনা কর্তৃপক্ষ বৈষম্যমূলক পদ্ধতিতে অরুণাচল প্রদেশের কিছু ক্রীড়াবিদদের জন্য গেমসে প্রবেশ প্রত্যাখ্যান করেছে । ভারত জাতির বা বর্ণের ওপর ভিত্তি করে কোনও নাগরিককে বিচার করে না ৷ অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ । ভারত সরকার জানতে পেরেছে যে চিন অরুণাচল প্রদেশের ক্রীড়াবিদদের হ্যাংঝোতে 19তম এশিয়ান গেমসে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করে বৈষম্যমূলক আচরণ করেছে ৷’’

এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লিও ৷ কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে ভারত সরকারের তরফে ৷ এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘দেশের কিছু ক্রীড়াবিদদের প্রতি চিনের বৈষম্যমূলক মনোভাব ইচ্ছাকৃত ৷ নয়াদিল্লি এবং বেজিংয়ের দূতাবাস ঘটনার প্রতিবাদ করছে ৷ চিনের এহেন পদক্ষেপ মৃল্যবোধ ও এশিয়ান গেমসের নিয়ম লঙ্ঘন করেছে ৷’’

আরও পড়ুন: এশিয়ান গেমসে 'অসাধারণ' ফল করবে ভারত, আশাবাদী অনুরাগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.