ইটানগর, 18 নভেম্বর: অরুণাচল প্রদেশের কামলে জেলায় ভূমিধসের নীচে চাপা পড়ে এক আধ্যাত্মিক গুরু এবং তাঁর তিনজন সহযোগীর মৃত্যু হয়েছে শনিবার ৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার কামলে জেলায় নির্মাণাধীন 'ট্রান্স অরুণাচল হাইওয়ে' (প্যাকেজ-5)-এ ঘটনাটি ঘটেছে ৷
একই সঙ্গে, জেলা পুলিশ সুপার থুটান জাম্বা জানিয়েছেন, আধ্যাত্মিক ওই গুরু পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে এসেছিলেন ৷ তাঁর সহযোগীরা অসম থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এরা সকলেই আপার সুবানসিরি জেলার ডুমপোরিজোতে তিন দিনের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ইটানগরের দিকে যাচ্ছিলেন।
শুক্রবার রাত ন'টার দিকে রাগা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। (পিটিআই)