নয়াদিল্লি, 1 জুলাই : করোনা পরিস্থিতিতে কোপ পড়েছে বিমান পরিষেবায় ৷ ক্ষতির মুখ দেখতে হচ্ছে বিমান সংস্থাগুলিকে ৷ স্পাইসজেট (SpiceJet) 2021-এর শেষার্ধে 235 কোটি টাকা ক্ষতি মুখ দেখে ফেলেছে ৷ দ্বিতীয় ঢেউ সামলে এবার তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত ৷ এর প্রভাব বিমান পরিষেবায় অব্যাহত থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷
স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, 2021-এর চতুর্থ ভাগে সংস্থাকে 235 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ৷ বুধবার স্পাইসজেটের তরফে প্রকাশ করা বাজেটে এই ক্ষতির কথা হলা হয়েছে ৷ আগের বছরের একই ভাবে সংস্থাকে 807.1 কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয় ৷ কোভিড পরিস্থিতিতে 2021 সালে মোট 998.3 কোটি টাকা লোকসানের কথা জানিয়েছে স্পাইসজেট ।
একই অবস্থা কলকাতা বিমান বন্দরেরও ৷ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট (Netaji Subhash Chandra Bose International Airport)-এর তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বিমান বন্দরে যাত্রী সংখ্যা কমেছে 50 শতাংশ ৷
এই পরিস্থিতিতে বিভিন্ন স্কিম চালু করার দিকে ঝুঁকেছে বিমান সংস্থাগুলি ৷ এর মধ্যে স্পাইসজেটের তরফে ঘোষণা করা হয়েছে বিশেষ মনসুন সেল ৷ ইন্ডিগোর (IndiGo) তরফে ভ্যাকসিন নেওয়া থাকলে ভাড়ায় 10 শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে ৷
আরও পড়ুন : টিকা নিলেই ইন্ডিগোর বিমান যাত্রায় 10 শতাংশ পর্যন্ত ছাড়