করাচি, 6 ডিসেম্বর: বিমানের মধ্যে হঠাতই অসুস্থ যাত্রী ৷ করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল দুবাইগামী বিমান ৷ স্পাইসজেটের বিমান বোয়িং 737 আমেদাবাদ থেকে রওনা হওয়ার পর মঙ্গলবার রাত 9টা 30 মিনিটে করাচি বিমানবন্দরে অবতরণ করে ৷
বেসরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার নির্দিষ্ট সময়েই আমেদাবাদ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি ৷ কিন্তু উড়ানের কিছু সময় পড়েই এক যাত্রী অসুস্থ হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে ৷ 27 বছর বয়সি ওই অসুস্থ যাত্রীর নাম ধারওয়াল দারমেশ ৷ হঠাৎই তিনি হৃদযন্ত্রে সমস্যা অনুভব করায় বোয়িং-737 বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহণ সংস্থার তরফে।
সিভিল অ্যাভিয়েশন অথরিটির মুখপাত্র জানায়, ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝতে পেরেই জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয় ৷ প্রাথমিক পরীক্ষার পর দেখা যায় তাঁর রক্তে শর্করার মাত্রা অত্যন্ত কমে গিয়েছে এবং তাঁর দ্রুত শ্বাস-প্রশ্বাস চলছে ৷ প্রয়োজনীয় চিকিৎসার পর ওই যাত্রী সুস্থ হলে আবারও বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে বেসরকারি সংস্থার এক মুখ্য়পাত্র ৷ ওই যাত্রী সুস্থ হওয়ার পর বিমানটি যে আবারও তার গন্তব্যে রওনা দিয়েছে বলে জানিয়েছেন ওই বেসরকারি বিমান সংস্থার কর্মী ৷ হঠাৎ ওই যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছুক্ষণ বিমান চলাচলে ব্যাঘাত ঘটে ৷
আরও পড়ুন: