ETV Bharat / bharat

Judge Found Hanging: কটকে বিশেষ পকসো আদালতের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার - Subash Kumar Bihari

স্পেশাল পকসো কোর্টের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ (Special POCSO Court Judge Found Hanging) ৷ ওড়িশার কটকের ঘটনা । প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের ৷ মৃত বিচারকের নাম সুবাস কুমার বিহারি ৷

Special POCSO Court Judge Found Hanging at His House in Cuttack
Special POCSO Court Judge Found Hanging at His House in Cuttack
author img

By

Published : Sep 3, 2022, 8:34 AM IST

Updated : Sep 3, 2022, 9:26 AM IST

কটক, 3 সেপ্টেম্বর: ওড়িশার কটকে পকসো আদালতের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর সরকারি বাসভবন থেকে (Special POCSO Court Judge Found Hanging) ৷ মৃত বিচারকের নাম সুবাস কুমার বিহারি (Subash Kumar Bihari) ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন কটক জোন-3 অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার তাপস চন্দ্র প্রধান ৷ তবে নেপথ্যে কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, 2 দিনের ছুটির পর শুক্রবার বিচারক সুবাস কুমার বিহারির কাজে ফেরার কথা ছিল ৷ কিন্তু, সকাল 10টা নাগাদ তাঁর স্টেনোগ্রাফার আরএন মহাপাত্রকে ফোন করে শুক্রবারও ছুটির আবেদন করে দিতে বলেন বিচারক ৷ এরপর তাঁর দেহ উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে আসে । ঘটনায় সময় বাড়িতে আর কেউ ছিলেন না বলে জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন: মায়ের সঙ্গে মনোমালিন্য, বেহালায় বন্ধ ঘরে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন ৷ তবে, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ৷ বিচারকের কোনও মানসিক অবসাদ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁর ভাই সুবোধ বিহারি জানিয়েছেন, মূলত কাজের ব্যস্ততার কারণেই বিচারক সুবাস কুমার বিহারির সঙ্গে খুব একটা বেশি কথা হত না তাঁর ৷ ফলে, পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা, তা তিনি জানেনা ৷ এ নিয়ে মৃত বিচারকের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ৷

কটক, 3 সেপ্টেম্বর: ওড়িশার কটকে পকসো আদালতের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর সরকারি বাসভবন থেকে (Special POCSO Court Judge Found Hanging) ৷ মৃত বিচারকের নাম সুবাস কুমার বিহারি (Subash Kumar Bihari) ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন কটক জোন-3 অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার তাপস চন্দ্র প্রধান ৷ তবে নেপথ্যে কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, 2 দিনের ছুটির পর শুক্রবার বিচারক সুবাস কুমার বিহারির কাজে ফেরার কথা ছিল ৷ কিন্তু, সকাল 10টা নাগাদ তাঁর স্টেনোগ্রাফার আরএন মহাপাত্রকে ফোন করে শুক্রবারও ছুটির আবেদন করে দিতে বলেন বিচারক ৷ এরপর তাঁর দেহ উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে আসে । ঘটনায় সময় বাড়িতে আর কেউ ছিলেন না বলে জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন: মায়ের সঙ্গে মনোমালিন্য, বেহালায় বন্ধ ঘরে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন ৷ তবে, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ৷ বিচারকের কোনও মানসিক অবসাদ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁর ভাই সুবোধ বিহারি জানিয়েছেন, মূলত কাজের ব্যস্ততার কারণেই বিচারক সুবাস কুমার বিহারির সঙ্গে খুব একটা বেশি কথা হত না তাঁর ৷ ফলে, পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা, তা তিনি জানেনা ৷ এ নিয়ে মৃত বিচারকের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ৷

Last Updated : Sep 3, 2022, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.