নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: নতুন সংসদ ভবনেই বসছে বিশেষ অধিবেশন ! সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী 18 সেপ্টেম্বর ৷ চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত ৷ পুরনো ভবনে অধিবেশন শুরু হলেও পরে গণেশ চতুর্থী উপলক্ষে আগামী 19 সেপ্টেম্বর থেকে সংসদের নতুন ভবনে অধিবেশন স্থানান্তরিত হবে বলে সূত্র মারফৎ খবর ৷
কেন্দ্রীয় সরকার আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছে। এদিকে, 'ইন্ডিয়া' জোটের 26টি দল 18 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের এই বিশেষ অধিবেশনে অংশ নিতে সম্মত হয়েছে বলেই খবর। 'ইন্ডিয়া' জোটের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর ৷ কংগ্রেস সংসদীয় দলের (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়েছেন, বিরোধীরা এই অধিবেশনে অংশ নেবে ৷ একই সঙ্গে, এই বিশেষ অধিবেশনে আলোচনার জন্য ন'টি ইস্যুও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সোনিয়া ৷
সোমবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জোটের দলগুলির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ৷ সূত্রের খবর, সংসদের বিশেষ অধিবেশনে বিরোধী দলগুলি যে বিষয়গুলি উত্থাপন করবে তা ওই বৈঠকেই চূড়ান্ত হয়েছে। যা এদিন সরকারকে লিখিতভাবে জানিয়েছেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধি ৷ গত সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী 18 থেকে22 সেপ্টেম্বর পর্যন্ত সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনের কথা জানিয়েছিলেন। যদিও বিশেষ অধিবেশনের আলোচ্য সূচি এখনও প্রকাশ করা হয়নি সরকারের তরফে। যা নিয়েও প্রধানমন্ত্রীকে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন সোনিয়া ৷
আরও পড়ুন: মোদিকে চিঠি সোনিয়ার, বিশেষ অধিবেশনে ন'টি ইস্যুতে আলোচনার দাবি
প্রসঙ্গত, চলতি বছরের 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর গত মাসে শেষ হওয়া সংসদের বাদল অধিবেশন অবশ্য পুরনো সংসদ ভবনেই অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং নতুন সংসদ ভবনে আদৌ কবে অধিবেশন বসবে তা নিয়ে জল্পনা ছিল ৷
(এএনআই সংবাদ সংস্থা সূত্রে খবর)