ETV Bharat / bharat

ICMR-VCRC Special Mosquitoes: মশার মিলনে হারবে ডেঙ্গি-চিকুনগুনিয়া, বিশেষ প্রযুক্তি আইসিএমআর-ভিসিআরসির

মশার বিরুদ্ধে মশা ৷ হ্যাঁ, ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো দ্রুত ভাইরাল হওয়া রোগগুলি ঠেকাতে এবার বিশেষ ধরনের মশা উৎপাদন করেছে পুদুচেরির আইসিএমআর-ভিসিআরসি ৷ কীভাবে (ICMR-VCRC Special Mosquitoes) ?

Special Mosquitoes
বিশেষ ধরনের মশা
author img

By

Published : Jul 7, 2022, 8:43 AM IST

পুদুচেরি, 7 জুলাই: মশার আক্রমণ থেকে রেহাই পেতে অস্ত্র মশা ৷ তেমন মশার প্রজনন করেছে পুদুচেরির আইসিএমআর-ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার ৷ তারা একটি বিশেষ ধরনের স্ত্রী মশা তৈরি করেছে ৷ এই মশাগুলি পুরুষ মশার সঙ্গে মিলিত হয়ে লার্ভার জন্ম দেবে ৷ আর এই লার্ভাগুলি ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার ভাইরাস বহন করবে না (ICMR-VCRC develops special mosquitoes to control Dengue, Chikungunya) ৷

ভিসিআরসি বিগত চার বছর ধরে ওয়লবাচিয়া (Wolbachia Mosquitoes) মশাদের নিয়ে গবেষণা করছে ৷ এই প্রজেক্টটি রূপায়িত হতে একাধিক সরকারি মনোনয়নের মধ্যে দিয়ে যেতে হবে ৷

আইসিএমআর-ভিসিআরসি-র ডিরেক্টর ডাঃ অশ্বিনী কুমার সংবাদসংস্থাকে বলেন, "আমরা ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মশাদের ধ্বংস করতে অন্য ধরনের মশার উৎপাদন করেছি ৷ আমরা স্ত্রী মশা ছেড়ে দেব ৷ তারা পুরুষ মশার সঙ্গে মিলিত হয়ে লার্ভার জন্ম দেবে এবং তাতে কোনও ভাইরাস থাকবে না ৷ মশা এবং তাদের ডিম তৈরি আছে ৷ যে কোনও সময় তাদের ছেড়ে দেওয়া যায় ৷"

আরও পড়ুন: হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক কিশোরের

সরকারি ছাড়পত্র প্রসঙ্গে তিনি বলেন, "এই প্রযুক্তি সম্ভাবনাময় ৷ এই গবেষণাটা চার বছর আগে শুরু হয়েছিল ৷ এখন সরকারি অনুমোদনের জন্য পড়ে রয়েছে ৷"

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, ডেঙ্গি অন্যতম দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণ ৷ একই সঙ্গে বর্তমানে মশা থেকে যে সব রোগ ছড়িয়ে পড়ে, তার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি ভাইরাল হয় ডেঙ্গি ৷

পুদুচেরি, 7 জুলাই: মশার আক্রমণ থেকে রেহাই পেতে অস্ত্র মশা ৷ তেমন মশার প্রজনন করেছে পুদুচেরির আইসিএমআর-ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার ৷ তারা একটি বিশেষ ধরনের স্ত্রী মশা তৈরি করেছে ৷ এই মশাগুলি পুরুষ মশার সঙ্গে মিলিত হয়ে লার্ভার জন্ম দেবে ৷ আর এই লার্ভাগুলি ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার ভাইরাস বহন করবে না (ICMR-VCRC develops special mosquitoes to control Dengue, Chikungunya) ৷

ভিসিআরসি বিগত চার বছর ধরে ওয়লবাচিয়া (Wolbachia Mosquitoes) মশাদের নিয়ে গবেষণা করছে ৷ এই প্রজেক্টটি রূপায়িত হতে একাধিক সরকারি মনোনয়নের মধ্যে দিয়ে যেতে হবে ৷

আইসিএমআর-ভিসিআরসি-র ডিরেক্টর ডাঃ অশ্বিনী কুমার সংবাদসংস্থাকে বলেন, "আমরা ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মশাদের ধ্বংস করতে অন্য ধরনের মশার উৎপাদন করেছি ৷ আমরা স্ত্রী মশা ছেড়ে দেব ৷ তারা পুরুষ মশার সঙ্গে মিলিত হয়ে লার্ভার জন্ম দেবে এবং তাতে কোনও ভাইরাস থাকবে না ৷ মশা এবং তাদের ডিম তৈরি আছে ৷ যে কোনও সময় তাদের ছেড়ে দেওয়া যায় ৷"

আরও পড়ুন: হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক কিশোরের

সরকারি ছাড়পত্র প্রসঙ্গে তিনি বলেন, "এই প্রযুক্তি সম্ভাবনাময় ৷ এই গবেষণাটা চার বছর আগে শুরু হয়েছিল ৷ এখন সরকারি অনুমোদনের জন্য পড়ে রয়েছে ৷"

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, ডেঙ্গি অন্যতম দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণ ৷ একই সঙ্গে বর্তমানে মশা থেকে যে সব রোগ ছড়িয়ে পড়ে, তার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি ভাইরাল হয় ডেঙ্গি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.