ETV Bharat / bharat

Kiranmoy Nanda meeting with Mamata Banerjee : মঙ্গলে কালীঘাটে মমতার সঙ্গে বৈঠক কিরণময়ের - উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন 2022

মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ (SP Leader Kiranmoy Nanda meeting with Mamata Banerjee) ৷ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের (UP Assembly Election 2022) আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

sp leader kiranmoy nanda will meet mamata banerjee at kalighat on tuesday
Kiranmoy Nanda meeting with Mamata Banerjee : মঙ্গলে কালীঘাটে মমতার সঙ্গে বৈঠক কিরণময়ের
author img

By

Published : Jan 17, 2022, 7:25 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসবেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ (SP Leader Kiranmoy Nanda meeting with Mamata Banerjee) ৷ সূত্রের খবর, আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে (UP Assembly Election 2022) সপার হয়ে প্রচারে নামবেন মমতা ৷ সেই প্রচার কৌশল নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় কালীঘাটে বৈঠকে বসবেন মমতা ও কিরণময় ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : ভোটের আগে দলিত কর্মীর বাড়িতে খিচুড়ি সহযোগে মধ্যাহ্নভোজ যোগী আদিত্যনাথের

আসন্ন উত্তরপ্রদেশ ভোটে সরাসরি প্রার্থী না দিলেও প্রকাশ্য়েই সমাজবাদী পার্টিকে সমর্থন করার কথা জানিয়েছেন মমতা ৷ উল্লেখ্য, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনেও একইভাবে মমতার দলকে সমর্থন করেছিলেন অখিলেশ যাদব ৷ মমতা এবং অখিলেশ, দু’জনেই আপাতত একযোগে বিজেপি এবং কংগ্রেসের বিরোধিতা করে চলেছেন ৷ উত্তরপ্রদেশেও কংগ্রেস ও বিজেপির পরাজয় তাঁদের কাম্য ৷ সেই কারণেই যোগী রাজ্যে একজোট হয়ে রাজনৈতিক লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ও অখিলেশ ৷ সূত্রের খবর, উত্তরপ্রদেশে মোদি-শাহ কিংবা রাহুল-প্রিয়াঙ্কার মতো হেভিওয়েটদের টক্কর দিতে মমতাকে প্রচারে নামানোর কথা ভাবছেন সমাজবাদী পাটির নেতারা ৷ মঙ্গলবারের বৈঠকে তা নিয়েই মমতার সঙ্গে আলোচনা হতে পারে কিরণময়ের ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

বাম জমানায় টানা 30 বছর রাজ্যের মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় নন্দ ৷ সেই সময় তিনি ছিলেন সোশ্য়ালিস্ট পার্টির নেতা ৷ 2011 সালে পশ্চিমবঙ্গে বাম দুর্গের পতনের পর বাংলার রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন কিরণময় ৷ বদলে উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে তাঁর আগ্রহ বাড়ে ৷ যোগ দেন সমাজবাদী পার্টিতে ৷ এমনকী, সপার টিকিটে রাজ্যসভার সাংসদও হন তিনি ৷ তখন থেকেই মমতা বন্দোপাধ্যায়-সহ তৃণমূলের নেতা-নেত্রীদের সঙ্গে তাঁর সখ্য বাড়তে শুরু করে ৷ পরবর্তীতে সপা ও তৃণমূলের সম্পর্ক স্থাপনে কার্যত প্রধান সেতু হয়ে ওঠেন তিনি ৷

কলকাতা, 17 জানুয়ারি : মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসবেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ (SP Leader Kiranmoy Nanda meeting with Mamata Banerjee) ৷ সূত্রের খবর, আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে (UP Assembly Election 2022) সপার হয়ে প্রচারে নামবেন মমতা ৷ সেই প্রচার কৌশল নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় কালীঘাটে বৈঠকে বসবেন মমতা ও কিরণময় ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : ভোটের আগে দলিত কর্মীর বাড়িতে খিচুড়ি সহযোগে মধ্যাহ্নভোজ যোগী আদিত্যনাথের

আসন্ন উত্তরপ্রদেশ ভোটে সরাসরি প্রার্থী না দিলেও প্রকাশ্য়েই সমাজবাদী পার্টিকে সমর্থন করার কথা জানিয়েছেন মমতা ৷ উল্লেখ্য, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনেও একইভাবে মমতার দলকে সমর্থন করেছিলেন অখিলেশ যাদব ৷ মমতা এবং অখিলেশ, দু’জনেই আপাতত একযোগে বিজেপি এবং কংগ্রেসের বিরোধিতা করে চলেছেন ৷ উত্তরপ্রদেশেও কংগ্রেস ও বিজেপির পরাজয় তাঁদের কাম্য ৷ সেই কারণেই যোগী রাজ্যে একজোট হয়ে রাজনৈতিক লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ও অখিলেশ ৷ সূত্রের খবর, উত্তরপ্রদেশে মোদি-শাহ কিংবা রাহুল-প্রিয়াঙ্কার মতো হেভিওয়েটদের টক্কর দিতে মমতাকে প্রচারে নামানোর কথা ভাবছেন সমাজবাদী পাটির নেতারা ৷ মঙ্গলবারের বৈঠকে তা নিয়েই মমতার সঙ্গে আলোচনা হতে পারে কিরণময়ের ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

বাম জমানায় টানা 30 বছর রাজ্যের মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় নন্দ ৷ সেই সময় তিনি ছিলেন সোশ্য়ালিস্ট পার্টির নেতা ৷ 2011 সালে পশ্চিমবঙ্গে বাম দুর্গের পতনের পর বাংলার রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন কিরণময় ৷ বদলে উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে তাঁর আগ্রহ বাড়ে ৷ যোগ দেন সমাজবাদী পার্টিতে ৷ এমনকী, সপার টিকিটে রাজ্যসভার সাংসদও হন তিনি ৷ তখন থেকেই মমতা বন্দোপাধ্যায়-সহ তৃণমূলের নেতা-নেত্রীদের সঙ্গে তাঁর সখ্য বাড়তে শুরু করে ৷ পরবর্তীতে সপা ও তৃণমূলের সম্পর্ক স্থাপনে কার্যত প্রধান সেতু হয়ে ওঠেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.