ETV Bharat / bharat

Rain in Kerala: 'বিপর্যয়' পেরিয়ে কেরলে ঢুকল বর্ষা, বাংলায় বৃষ্টি কবে; জানাল মৌসম ভবন

author img

By

Published : Jun 8, 2023, 3:51 PM IST

Updated : Jun 8, 2023, 4:08 PM IST

8 জুন বৃহস্পতিবার অবশেষে কেরলে ঢুকেছে বর্ষা ৷ 1 জুন বর্ষা কেরলে ঢোকার স্বাভাবিক সময় হলেও এই বারে এক সপ্তাহ দেরিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে কেরলে ৷

Rain in Kerala
'বিপর্যয়' পেরিয়ে কেরলে ঢুকল বর্ষা

নয়াদিল্লি, 8 জুন: সাতদিন দেরিতে হলেও শেষমেশ কেরলে ঢুকল বর্ষা ৷ বৃহস্পতিবার মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, কেরলে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে 8 জুন থেকেই ৷ আগামী পাঁচদিন বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাস ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে হলেও প্রবেশ করল অবশেষে। স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ পরে কেরলে ঢুকে পড়ল বহু প্রতীক্ষিত বর্ষা। কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। এবার অফিসিয়ালি বর্ষা শুরু হল ভারত ভূখণ্ডে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' বর্ষার বৃষ্টিকে প্রভাবিত করবে। অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হবে শুরুতে। একটি বিবৃতিতে আইএমডি জানিয়েছে, "দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, বৃহস্পতিবার 8 জুন কেরলে প্রবেশ করেছে।"

সাধারণত 1 জুন কেরলে প্রবেশ করে বর্ষা। মে মাসের মাঝামাঝি সময়ে, আইএমডি পূর্বাভাসে জানায়, 4 জুনের মধ্যে কেরলে বর্ষা আসতে পারে। কিন্তু তারপরেও কয়েকদিন দেরি হয় ৷ এরপরই তিরুবন্তপুরমের একাধিক জায়গায় প্রাক বর্ষা শুরু হয়। এরপরই আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয় স্বাভাবিকের থেকে এক সপ্তাহ বাদে কেরলে বর্ষা শুরু হতে চলছে বৃহস্পতিবার থেকেই।

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্ষা 8 জুন থেকে প্রথমে শুরু হবে দক্ষিণ আরব সাগর ও মধ্য আরব সাগরের বেশ কিছু অংশে , সম্পূর্ণ লাক্ষাদ্বীপ এলাকা, কেরলের বেশিরভাগ অংশে, দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ এলাকা, কোমোরিন এলাকার কিছু অংশ, মান্নারের উপকূল এলাকা এবং বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব অঞ্চলে। আশা করা হচ্ছে এবার স্বাভাবিক বৃষ্টিই হবে।

Southwest Monsoon has advanced into remaining parts of south Arabian Sea and some parts of central Arabian Sea, entire Lakshadweep area, most parts of Kerala, most parts of south Tamil Nadu, remaining parts of Comorin area, Gulf of Mannar and some more parts of southwest, central… pic.twitter.com/2mdN41v1zu

— ANI (@ANI) June 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বঙ্গে বর্ষা প্রবেশে বাধা 'বিপর্যয়', দক্ষিণে অব্যাহত তাপপ্রবাহ পরিস্থিতি

অন্যদিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে। তবে কেরলে বর্ষা ঢোকায় আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে বর্ষা প্রবেশ করবে বাংলায় ৷

নয়াদিল্লি, 8 জুন: সাতদিন দেরিতে হলেও শেষমেশ কেরলে ঢুকল বর্ষা ৷ বৃহস্পতিবার মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, কেরলে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে 8 জুন থেকেই ৷ আগামী পাঁচদিন বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাস ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে হলেও প্রবেশ করল অবশেষে। স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ পরে কেরলে ঢুকে পড়ল বহু প্রতীক্ষিত বর্ষা। কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। এবার অফিসিয়ালি বর্ষা শুরু হল ভারত ভূখণ্ডে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' বর্ষার বৃষ্টিকে প্রভাবিত করবে। অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হবে শুরুতে। একটি বিবৃতিতে আইএমডি জানিয়েছে, "দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, বৃহস্পতিবার 8 জুন কেরলে প্রবেশ করেছে।"

সাধারণত 1 জুন কেরলে প্রবেশ করে বর্ষা। মে মাসের মাঝামাঝি সময়ে, আইএমডি পূর্বাভাসে জানায়, 4 জুনের মধ্যে কেরলে বর্ষা আসতে পারে। কিন্তু তারপরেও কয়েকদিন দেরি হয় ৷ এরপরই তিরুবন্তপুরমের একাধিক জায়গায় প্রাক বর্ষা শুরু হয়। এরপরই আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয় স্বাভাবিকের থেকে এক সপ্তাহ বাদে কেরলে বর্ষা শুরু হতে চলছে বৃহস্পতিবার থেকেই।

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্ষা 8 জুন থেকে প্রথমে শুরু হবে দক্ষিণ আরব সাগর ও মধ্য আরব সাগরের বেশ কিছু অংশে , সম্পূর্ণ লাক্ষাদ্বীপ এলাকা, কেরলের বেশিরভাগ অংশে, দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ এলাকা, কোমোরিন এলাকার কিছু অংশ, মান্নারের উপকূল এলাকা এবং বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব অঞ্চলে। আশা করা হচ্ছে এবার স্বাভাবিক বৃষ্টিই হবে।

  • Southwest Monsoon has advanced into remaining parts of south Arabian Sea and some parts of central Arabian Sea, entire Lakshadweep area, most parts of Kerala, most parts of south Tamil Nadu, remaining parts of Comorin area, Gulf of Mannar and some more parts of southwest, central… pic.twitter.com/2mdN41v1zu

    — ANI (@ANI) June 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বঙ্গে বর্ষা প্রবেশে বাধা 'বিপর্যয়', দক্ষিণে অব্যাহত তাপপ্রবাহ পরিস্থিতি

অন্যদিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে। তবে কেরলে বর্ষা ঢোকায় আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে বর্ষা প্রবেশ করবে বাংলায় ৷

Last Updated : Jun 8, 2023, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.