ETV Bharat / bharat

Monsoon in Andaman and Nicobar : আগাম বর্ষা এল আন্দামানে, দেশের মূল ভূ-খণ্ডে কবে ? - Monsoon in Andaman and Nicobar

অন্যান্য বছর সাধারণত 22 মে বর্ষা প্রবেশ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Monsoon in Andaman and Nicobar) ৷ এবছর তার এক সপ্তাহ আগেই চলে এল বর্ষা ৷

Southwest Monsoon advances
আগাম বর্ষা এল আন্দামানে
author img

By

Published : May 16, 2022, 9:34 PM IST

নয়াদিল্লি, 16 মে : নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সোমবার দিল্লির মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সৌজন্যে এদিনই বর্ষা প্রবেশ করেছে আন্দামান-নিকোবরে ৷ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশেও সক্রিয় রয়েছে বর্ষা ৷ হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল এবছর সময়ের আগেই বর্ষা আসবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সেই পূর্বাভাস অনুযায়ী 15 মে দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছনোর কথা ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ৷ কিন্তু আন্দামানে বর্ষা এল তার একদিন পরে ৷ অন্যান্য বছর সাধারণত 22 মে বর্ষা প্রবেশ করে এখানে (Monsoon in Andaman and Nicobar) ৷

আরও পড়ুন : সন্ধ্যায় বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, সময়ের আগেই কি বঙ্গে বর্ষা ?

তবে, আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশ করে গেলেও এখনই বর্ষা আসছে না দেশের মূল ভূ-খণ্ডে ৷ কেরল হয়েই দেশে বর্ষার আগমন হয় ৷ সাধারাণত 1 জুন বর্ষা আসে কেরলে ৷ এবছর তা সময়ের আগেই আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এবছর 27 মে থেকে কেরলে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে ৷

আগামী 5 দিন আন্দামানে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ ঘণ্টায় 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে য যা সর্বোচ্চ 60 কিমি প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে ৷

নয়াদিল্লি, 16 মে : নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সোমবার দিল্লির মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সৌজন্যে এদিনই বর্ষা প্রবেশ করেছে আন্দামান-নিকোবরে ৷ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশেও সক্রিয় রয়েছে বর্ষা ৷ হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল এবছর সময়ের আগেই বর্ষা আসবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সেই পূর্বাভাস অনুযায়ী 15 মে দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছনোর কথা ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ৷ কিন্তু আন্দামানে বর্ষা এল তার একদিন পরে ৷ অন্যান্য বছর সাধারণত 22 মে বর্ষা প্রবেশ করে এখানে (Monsoon in Andaman and Nicobar) ৷

আরও পড়ুন : সন্ধ্যায় বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, সময়ের আগেই কি বঙ্গে বর্ষা ?

তবে, আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশ করে গেলেও এখনই বর্ষা আসছে না দেশের মূল ভূ-খণ্ডে ৷ কেরল হয়েই দেশে বর্ষার আগমন হয় ৷ সাধারাণত 1 জুন বর্ষা আসে কেরলে ৷ এবছর তা সময়ের আগেই আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এবছর 27 মে থেকে কেরলে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে ৷

আগামী 5 দিন আন্দামানে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ ঘণ্টায় 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে য যা সর্বোচ্চ 60 কিমি প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.