ETV Bharat / bharat

South Eastern Railways : অলাভজনক রুট, বাংলা-সহ তিন রাজ্যের 16টি ট্রেন বন্ধ করল দক্ষিণ-পূর্ব রেল

করোনাকালে যাত্রী না হওয়ার কারণে বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে মোট 16টি ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল ৷ সাম্প্রতিক অতীতে দক্ষিণ-পূর্ব রেলে এমন পুরোপুরি ট্রেন বন্ধের নজির নেই বললেই চলে ৷

author img

By

Published : Oct 24, 2021, 7:48 AM IST

South-Eastern Railway
South-Eastern Railway

হাওড়া, 24 অক্টোবর : কোভিড পরিস্থিতিতে যাত্রী হচ্ছে না ট্রেনে । এই কারণ দেখিয়ে কয়েকটি অলাভজনক রুটে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল । বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে মোট 16টি ট্রেন স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে । কোভিডের কারণে ট্রেনগুলোতে যাত্রী হচ্ছিল না বলেই দাবি দক্ষিণ-পূর্ব রেলের ।

বাতিল হওয়া ট্রেনগুলি হল - 18633 রাঁচি-পাটনা এসি এক্সপ্রেস, 18634 পাটনা-রাঁচি এসি এক্সপ্রেস, 12865 হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, 12866 পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, 22875 খড়্গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, 22876 পুরুলিয়া-খড়্গপুর ইন্টারসিটি এক্সপ্রেস, 22886 টাটা-লোকমান্য তিলক অন্ত্যদ্য়য় এক্সপ্রেস, 22885 লোকমান্য তিলক-টাটা অন্ত্যদ্যয় এক্সপ্রেস, 22861 শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস, 22862 আদ্রা-শালিমার রাজ্যরানি এক্সপ্রেস, 18113 টাটা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, 18114 রাঁচি-টাটা ইন্টারসিটি এক্সপ্রেস, 22821 ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস, 22822 পুরুলিয়া-ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস, 68643 খড়্গপুর-হিজলি ইমু প্যাসেঞ্জার ও 68644 হিজলি-খড়্গপুর ইমু প্যাসেঞ্জার ৷

2020 সালের মে মাসে হাজারিবাগ টাউন রেলস্টেশনকে দেশের ছয় হাজারতম ওয়াই-ফাই পরিষেবাযুক্ত স্টেশন হিসাবে ঘোষণা করেছিল রেল । কিন্তু তারপর থেকে একটি ট্রেনও এই স্টেশনে যায়নি । এর আগেও কোভিডের কারণে বহু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের সময়সূচি বদল করা হয়েছিল । কিন্তু যাত্রী না হওয়ার দরুণ এভাবে স্থায়ী ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের সাম্প্রতিক অতীতে নেই বললেই চলে ।

হাওড়া, 24 অক্টোবর : কোভিড পরিস্থিতিতে যাত্রী হচ্ছে না ট্রেনে । এই কারণ দেখিয়ে কয়েকটি অলাভজনক রুটে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল । বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে মোট 16টি ট্রেন স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে । কোভিডের কারণে ট্রেনগুলোতে যাত্রী হচ্ছিল না বলেই দাবি দক্ষিণ-পূর্ব রেলের ।

বাতিল হওয়া ট্রেনগুলি হল - 18633 রাঁচি-পাটনা এসি এক্সপ্রেস, 18634 পাটনা-রাঁচি এসি এক্সপ্রেস, 12865 হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, 12866 পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, 22875 খড়্গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, 22876 পুরুলিয়া-খড়্গপুর ইন্টারসিটি এক্সপ্রেস, 22886 টাটা-লোকমান্য তিলক অন্ত্যদ্য়য় এক্সপ্রেস, 22885 লোকমান্য তিলক-টাটা অন্ত্যদ্যয় এক্সপ্রেস, 22861 শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস, 22862 আদ্রা-শালিমার রাজ্যরানি এক্সপ্রেস, 18113 টাটা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, 18114 রাঁচি-টাটা ইন্টারসিটি এক্সপ্রেস, 22821 ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস, 22822 পুরুলিয়া-ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস, 68643 খড়্গপুর-হিজলি ইমু প্যাসেঞ্জার ও 68644 হিজলি-খড়্গপুর ইমু প্যাসেঞ্জার ৷

2020 সালের মে মাসে হাজারিবাগ টাউন রেলস্টেশনকে দেশের ছয় হাজারতম ওয়াই-ফাই পরিষেবাযুক্ত স্টেশন হিসাবে ঘোষণা করেছিল রেল । কিন্তু তারপর থেকে একটি ট্রেনও এই স্টেশনে যায়নি । এর আগেও কোভিডের কারণে বহু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের সময়সূচি বদল করা হয়েছিল । কিন্তু যাত্রী না হওয়ার দরুণ এভাবে স্থায়ী ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের সাম্প্রতিক অতীতে নেই বললেই চলে ।

আরও পড়ুন : Kolkata Metro : চিরতরে ছুটি হল কলকাতা মেট্রোর নন-এসি রেকের, থাকল শুধু নস্ট্যালজিয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.