নয়াদিল্লি, 28 নভেম্বর: স্কুলে বোমাতঙ্ক (Bomb Threat) ৷ ইমেল মারফত স্কুলে বোমা রাখার বিষয়টি জানানো হয় বলে সোমবার দিল্লি পুলিশের (Delhi Police) তরফে জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, ইমেলে জানানো হয় যে দক্ষিণ দিল্লির ইন্ডিয়ান পাবলিক স্কুলে (Indian Public School) বোমা রাখা হয়েছে ৷
বিষয়টি নজরে আসতে তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ ৷ সঙ্গে সঙ্গে স্কুলে পাঠানো হয় বম্ব স্কোয়াড (Bomb Disposal Squad) ৷ ডগ স্কোয়াডও (Dog Squad) পাঠানো হয় ঘটনাস্থলে ৷ পুলিশ জানিয়েছে, শেষ পর্যন্ত স্কুলে বোমার সন্ধান মেলেনি ৷
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভুয়ো বোমাতঙ্ক (Hoax Bomb Threat) ছড়ানো হয়েছিল ৷ সেই কারণে এই ইমেল করা হয় ৷ এখন এই ইমেল কে করেছে বা কোথা থেকে করা হয়েছে, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে ৷
এদিকে এই ঘটনায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে আতঙ্কিত অভিভাবকরাও স্কুলের বাইরে জড়ো হতে শুরু করেন ৷ স্কুল থেকে সঙ্গে সঙ্গে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা সহ অন্যদের বের করে আনা হয় ৷ তার পর শুরু হয় তল্লাশি ৷
আরও পড়ুন: প্রথমপক্ষের ছেলেকে নিয়ে স্বামীকে 10 টুকরো করলেন স্ত্রী ! ফের ঘটনাস্থল দিল্লি