নয়াদিল্লি, 20 অগস্ট : কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে ৷ আর এই লড়াইয়ের সময় বিরোধীদের নিজেদের ভেদাভেদ ভুলে যেতে হবে ৷ শুক্রবার সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ডাকা বিরোধীদের বৈঠকে এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷
আজ, সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ডাকা বিরোধীদের ওই বৈঠক ভার্চুয়ালি হয় ৷ সেখানে তৃণমূল কংগ্রেস-সহ 19টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন ৷ কিন্তু সবাইকে ছাপিয়ে মূল আকর্ষণ ছিল তৃণমূল নেত্রীর দিকেই ৷
আরও পড়ুন : Modi-Advani : বহুদিন পর এক ফ্রেমে মোদি-আডবাণী, শুরু রাজনৈতিক জল্পনা
কারণ, নরেন্দ্র মোদির (Narendra Modi) বিজয়রথ যে থামানো যায়, তা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) করে দেখিয়েছেন মমতা ৷ তাঁকে হারাতে মোদি-শাহ (Amit Shah) সহ বিজেপির প্রায় সব কেন্দ্রীয় নেতারা প্রচারে নেমেছিলেন ৷ এমনকী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রচারে এসেছিলেন ৷
তার পরও বিধানসভা ভোটে ডাবল সেঞ্চুরি করেছে মমতার দল তৃণমূল কংগ্রেস ৷ ভোট শতাংশও প্রায় 50-এর কাছাকাছি ৷ ফলে জাতীয় স্তরে মোদি বিরোধী বিকল্প মুখ হিসেবে উঠে এসেছেন মমতা ৷ তৃণমূলের তরফে অন্য রাজ্যে সংগঠন মজবুত করার কাজ চলছে ৷ সেই কারণেই এদিনের মমতা কি বলেন সেই দিকেই তাকিয়েছিল রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : Rahul Gandhi: রাহুল গান্ধির পোস্ট সরাল ইনস্টাগ্রাম-ফেসবুক
সূত্রের খবর, বিরোধীদের একজোট হয়ে লড়াই করার কথা বলেছেন মমতা ৷ পাশাপাশি বিরোধী দলগুলির মধ্যে যে ভেদাভেদ আছে, তাও ভুলে গিয়ে 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) লড়াই করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ এছাড়া কৃষকদের কথাও তিনি বলেছেন ৷
বৈঠকের পর বিরোধীদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে আবার কৃষি আইন (Farm Laws) বাতিলের দাবি করা হয় ৷ কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার কথা বলা হয়েছে ৷ তাছাড়া সিএএ (CAA) বিরোধী বিক্ষোভ ও ভীমা কোরেগাঁও মামলায় ধৃত-সহ সমস্ত রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে ওই বিবৃতিতে ৷ একই সঙ্গে জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে দ্রুত নির্বাচনের দাবি করেছে বিরোধীরা ৷
আরও পড়ুন : PM Modi on Terrorism: ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, পরোক্ষে আফগানিস্তান নিয়ে কড়া বার্তা মোদির