ETV Bharat / bharat

Ghulam Nabi Azad নতুন দল গড়বেন গুলাম নবি, একান্ত সাক্ষাৎকারে দাবি ফারুক আবদুল্লার

আগামী সেপ্টেম্বর মাসেই নতুন দল গঠন করতে পারেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷

Sources Claim Ghulam Nabi Azad likely to float new party
Ghulam Nabi Azad নতুন দল গড়বেন গুলাম, একান্ত সাক্ষাৎকারে দাবি ঘনিষ্ঠ বন্ধুর
author img

By

Published : Aug 27, 2022, 12:47 PM IST

Updated : Aug 27, 2022, 4:54 PM IST

জম্মু, 27 অগস্ট: কংগ্রেসের (Congress) সঙ্গ ত্য়াগ করার পর এবার কি নিজের দল খুলতে চলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ? সূত্রের দাবি অন্তত তেমনটাই ৷ বস্তুত, এই দাবি আরও উসকে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতার ঘনিষ্ঠ বন্ধু ফারুক আবদুল্লার ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেন, "আজাদ কখনই বিজেপি-তে যোগদান করবেন না ৷ অন্য কোনও রাজনৈতিক দলেও তিনি যাবেন না ৷ বরং তিনি নিজের দল তৈরি করবেন ৷" সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসেই নতুন দল গড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গুলাম ৷

তাঁর এই দাবি যে 'কথার কথা' নয়, তা বোঝাতে আরও কিছু তথ্য দিয়েছেন ফারুক ৷ তাঁর দাবি, "কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ নিয়ে কথা চলছে ৷" উল্লেখ্য, গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পরই দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন আরও দুই নেতা ৷ এঁরা হলেন আমিন ভাট (Amin Bhat) এবং আরএস চিব (RS Chib) ৷ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, শুক্রবারই সাধারণ সদস্যপদ-সহ কংগ্রেসের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ইস্তফা দেন গুলাম নবি আজাদ ৷

আরও পড়ুন: রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

কংগ্রেসের ইতিহাসে এখনও পর্যন্ত যে নেতা বা নেত্রীরা সবথেকে জনপ্রিয় ও প্রভাবশালী হিসাবে পরিচিত, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ অন্যতম ৷ বিশেষ করে জম্মু-কাশ্মীরে তাঁর নিজস্ব জনভিত্তি রয়েছে বলে মত রাজনৈতিক মহলের ৷ তাই গুলাম দল ছাড়তেই তাঁর অনুগামীরাও একে একে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করতে শুরু করেন ৷ গুলামের ইস্তফার পর কংগ্রেসের জম্মু-কাশ্মীর শাখা থেকে পদত্যাগ করেন জিএম সরুরি, চৌধুরী মহম্মদ খান, মহম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ এবং হাজি আবদুর রশিদ দর ৷ দল ছেড়ে সরে দাঁড়ান প্রাক্তন মন্ত্রী আরএস চিবও ৷

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো পদত্যাগপত্রে চিব লিখেছেন, জম্মু-কাশ্মীরের ভবিষ্যতের স্বার্থে কংগ্রেসের যে অবদান থাকা দরকার, তার জন্য যে গতিতে কাজ করা দরকার, দল সেই গতি হারিয়ে ফেলেছে ৷ এদিকে, গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়তেই দলের শীর্ষ নেতৃত্ব একটি জরুরি বৈঠকে বসে ৷ জম্মুর শহিদ চৌকে দলের রাজ্য সদর কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকের সভাপতিত্ব করেন জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি রমন বাল্লা ৷ এই বৈঠকের পর রমন বাল্লা সাংবাদিকদের বলেন, গুলাম নবি আজাদের ইস্তফা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে বিভাজনের রাজনীতি করছে ৷ এমন একটা সময় দলে গুলামের মতো নেতার প্রয়োজন ছিল ৷

জম্মু, 27 অগস্ট: কংগ্রেসের (Congress) সঙ্গ ত্য়াগ করার পর এবার কি নিজের দল খুলতে চলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ? সূত্রের দাবি অন্তত তেমনটাই ৷ বস্তুত, এই দাবি আরও উসকে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতার ঘনিষ্ঠ বন্ধু ফারুক আবদুল্লার ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেন, "আজাদ কখনই বিজেপি-তে যোগদান করবেন না ৷ অন্য কোনও রাজনৈতিক দলেও তিনি যাবেন না ৷ বরং তিনি নিজের দল তৈরি করবেন ৷" সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসেই নতুন দল গড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গুলাম ৷

তাঁর এই দাবি যে 'কথার কথা' নয়, তা বোঝাতে আরও কিছু তথ্য দিয়েছেন ফারুক ৷ তাঁর দাবি, "কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ নিয়ে কথা চলছে ৷" উল্লেখ্য, গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পরই দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন আরও দুই নেতা ৷ এঁরা হলেন আমিন ভাট (Amin Bhat) এবং আরএস চিব (RS Chib) ৷ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, শুক্রবারই সাধারণ সদস্যপদ-সহ কংগ্রেসের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ইস্তফা দেন গুলাম নবি আজাদ ৷

আরও পড়ুন: রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

কংগ্রেসের ইতিহাসে এখনও পর্যন্ত যে নেতা বা নেত্রীরা সবথেকে জনপ্রিয় ও প্রভাবশালী হিসাবে পরিচিত, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ অন্যতম ৷ বিশেষ করে জম্মু-কাশ্মীরে তাঁর নিজস্ব জনভিত্তি রয়েছে বলে মত রাজনৈতিক মহলের ৷ তাই গুলাম দল ছাড়তেই তাঁর অনুগামীরাও একে একে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করতে শুরু করেন ৷ গুলামের ইস্তফার পর কংগ্রেসের জম্মু-কাশ্মীর শাখা থেকে পদত্যাগ করেন জিএম সরুরি, চৌধুরী মহম্মদ খান, মহম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ এবং হাজি আবদুর রশিদ দর ৷ দল ছেড়ে সরে দাঁড়ান প্রাক্তন মন্ত্রী আরএস চিবও ৷

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো পদত্যাগপত্রে চিব লিখেছেন, জম্মু-কাশ্মীরের ভবিষ্যতের স্বার্থে কংগ্রেসের যে অবদান থাকা দরকার, তার জন্য যে গতিতে কাজ করা দরকার, দল সেই গতি হারিয়ে ফেলেছে ৷ এদিকে, গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়তেই দলের শীর্ষ নেতৃত্ব একটি জরুরি বৈঠকে বসে ৷ জম্মুর শহিদ চৌকে দলের রাজ্য সদর কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকের সভাপতিত্ব করেন জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি রমন বাল্লা ৷ এই বৈঠকের পর রমন বাল্লা সাংবাদিকদের বলেন, গুলাম নবি আজাদের ইস্তফা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে বিভাজনের রাজনীতি করছে ৷ এমন একটা সময় দলে গুলামের মতো নেতার প্রয়োজন ছিল ৷

Last Updated : Aug 27, 2022, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.