ETV Bharat / bharat

Congress on Power: শিন্ডেকে গদিচ্যুুত করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন আজিত পাওয়ার, দাবি কংগ্রেস নেতার - উপমুখ্যমন্ত্রী

অজিত পাওয়ারকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের আশ্বাস দিয়েই তাঁকে দলে টেনেছে বিজেপি, খুব দ্রুত শিন্ডে গদিচ্যুত হবেন, কংগ্রেসের প্রবীণ নেতার বক্তব্য ঘিরে জল্পনা ৷

মহারাষ্ট্র
Ajit Pawar
author img

By

Published : Jul 3, 2023, 5:19 PM IST

মুম্বই, 3 জুলাই: ''অজিত পাওয়ার খুব তাড়াতাড়ি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন"- বিস্ফোরক মন্তব্য কংগ্রেসের প্রবীণ নেতা পৃথ্বীরাজ চৌহানের। তাঁর দাবি, অজিত পাওয়ারকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েই তাঁকে দলে টেনেছে বিজেপি। সেই দিন আর দূরে নেই, যেদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ খোয়াবেন একনাথ শিন্ডে। এমনই দাবি করলেন পৃথ্বীরাজ চৌহান।

রবিবার মহারাষ্ট্রের রাজনীতি ফের বড়সড় পরিবর্তনের সাক্ষী হয়েছে । অজিত পাওয়ার-সহ মোট নয় জন বিধায়ক এনসিপি ছেড়ে বিজেপি-শিবসেনা জোট সরকারে যোগ দিয়েছেন ৷ একেবারে শপথ নিয়ে শিন্ডের ক্যাবিনেটেও প্রবেশও করেছেন তাঁরা । পাওয়ার নিজে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন । বাকি আট জনও মন্ত্রী পদে শপথ নিয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকারের অংশ হয়েছেন । কংগ্রেসের দাবি, অজিত পাওয়ার এখানেই থেমে থাকবেন না। শিন্ডেকে গদিচ্যুত করাই তাঁর লক্ষ্য।

প্রশ্ন উঠছে, ঠিক কোন পথে এগোচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক ছবি ? সেই নিয়েও মুখ খুলেছেন কংগ্রেসের প্রবীণ নেতা চৌহান। পিটিআইকে তিনি জানান, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বিরোধী জোটের অন্যতম মুখ । তিনি বিরোধী ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বেঙ্গালুরুতেও বিরোধী বৈঠকে অংশ নেবেন তিনি । মহারাষ্ট্রের রাজনীতিতেও শরদ পাওয়ার বড় ফ্যাক্টর । যেখানে উদ্ধবের মহা বিকাশ আগাড়ি ফের ক্ষমতায় আসবে বলেই মনে করছেন চৌহান । তাঁর দাবি, শিন্ডে ও বিজেপির বিরুদ্ধে উদ্ধবের পাশে এক জোটেই থাকবে কংগ্রেস ও এনসিপি ।

আরও পড়ুন: সাম্প্রদায়িক বিভাজন রুখতে ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজন, পাওয়ারের নিশানায় বিজেপি

সংবাদসংস্থাকে এদিন পৃথ্বীরাজ চৌহান জানিয়েছেন, অগাস্টের মধ্যে বড়সড় বদল হবে মহারাষ্ট্রে ৷ তাঁর দাবি, একনাথ শিন্ডে-সহ মোট 16 জন শিবসেনা বিধায়কের পদ বিধানসভার স্পিকার বাতিল করলেই সরকার গঠনের পথ প্রশস্ত করবেন অজিত পাওয়ার ৷ এমনটাই নাকি তাঁকে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷ চৌহানের কথায়,"বিধানসভার স্পিকার শিন্ডে সহ 16 জন শিবসেনা বিধায়ককে বাতিল করতে বাধ্য হবেন ।" সরকার বাঁচাতে শিন্ডেকে সরতেই হবে বলে বারবার দাবি করেছেন চৌহান। সুতরাং, অজিত পাওয়ার মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কি না, তা নিয়ে সংশয় থাকলেও ময়দানে যে উদ্ধব ঠাকরে-সহ কংগ্রেস-এনসিপিও আছে তা প্রায় স্পষ্ট করলেন চৌহান।

মুম্বই, 3 জুলাই: ''অজিত পাওয়ার খুব তাড়াতাড়ি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন"- বিস্ফোরক মন্তব্য কংগ্রেসের প্রবীণ নেতা পৃথ্বীরাজ চৌহানের। তাঁর দাবি, অজিত পাওয়ারকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েই তাঁকে দলে টেনেছে বিজেপি। সেই দিন আর দূরে নেই, যেদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ খোয়াবেন একনাথ শিন্ডে। এমনই দাবি করলেন পৃথ্বীরাজ চৌহান।

রবিবার মহারাষ্ট্রের রাজনীতি ফের বড়সড় পরিবর্তনের সাক্ষী হয়েছে । অজিত পাওয়ার-সহ মোট নয় জন বিধায়ক এনসিপি ছেড়ে বিজেপি-শিবসেনা জোট সরকারে যোগ দিয়েছেন ৷ একেবারে শপথ নিয়ে শিন্ডের ক্যাবিনেটেও প্রবেশও করেছেন তাঁরা । পাওয়ার নিজে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন । বাকি আট জনও মন্ত্রী পদে শপথ নিয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকারের অংশ হয়েছেন । কংগ্রেসের দাবি, অজিত পাওয়ার এখানেই থেমে থাকবেন না। শিন্ডেকে গদিচ্যুত করাই তাঁর লক্ষ্য।

প্রশ্ন উঠছে, ঠিক কোন পথে এগোচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক ছবি ? সেই নিয়েও মুখ খুলেছেন কংগ্রেসের প্রবীণ নেতা চৌহান। পিটিআইকে তিনি জানান, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বিরোধী জোটের অন্যতম মুখ । তিনি বিরোধী ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বেঙ্গালুরুতেও বিরোধী বৈঠকে অংশ নেবেন তিনি । মহারাষ্ট্রের রাজনীতিতেও শরদ পাওয়ার বড় ফ্যাক্টর । যেখানে উদ্ধবের মহা বিকাশ আগাড়ি ফের ক্ষমতায় আসবে বলেই মনে করছেন চৌহান । তাঁর দাবি, শিন্ডে ও বিজেপির বিরুদ্ধে উদ্ধবের পাশে এক জোটেই থাকবে কংগ্রেস ও এনসিপি ।

আরও পড়ুন: সাম্প্রদায়িক বিভাজন রুখতে ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজন, পাওয়ারের নিশানায় বিজেপি

সংবাদসংস্থাকে এদিন পৃথ্বীরাজ চৌহান জানিয়েছেন, অগাস্টের মধ্যে বড়সড় বদল হবে মহারাষ্ট্রে ৷ তাঁর দাবি, একনাথ শিন্ডে-সহ মোট 16 জন শিবসেনা বিধায়কের পদ বিধানসভার স্পিকার বাতিল করলেই সরকার গঠনের পথ প্রশস্ত করবেন অজিত পাওয়ার ৷ এমনটাই নাকি তাঁকে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷ চৌহানের কথায়,"বিধানসভার স্পিকার শিন্ডে সহ 16 জন শিবসেনা বিধায়ককে বাতিল করতে বাধ্য হবেন ।" সরকার বাঁচাতে শিন্ডেকে সরতেই হবে বলে বারবার দাবি করেছেন চৌহান। সুতরাং, অজিত পাওয়ার মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কি না, তা নিয়ে সংশয় থাকলেও ময়দানে যে উদ্ধব ঠাকরে-সহ কংগ্রেস-এনসিপিও আছে তা প্রায় স্পষ্ট করলেন চৌহান।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.