নয়াদিল্লি, 22 মে : দেশজুড়ে বাড়ছে মিউকোমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ৷ এমন পরিস্থিতিতে রোগীদের যাতে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তা নিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷
চিঠিতে সোনিয়া উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত এই নয়া রোগটিকে আয়ুষ্মান ভারত-সহ কোনও স্বাস্থ্যবিমার আওতাভুক্ত করা হয়নি ৷ যা আক্রান্তদের বাড়তি সমস্য়ায় ফেলছে ৷ ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত হলে তাঁরা কেউই বিমার সুরক্ষা বা সুবিধা পাচ্ছেন না ৷
তাঁর চিঠিতে সোনিয়া লিখেছেন, ‘‘ভারত সরকার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা মিউকোমাইকোসিসকে মহামারি আইনের আওতায় এনে মহামারি হিসাবে ঘোষণা করে ৷ সেক্ষেত্রে প্রথমত এই রোগের চিকিৎসার জন্য ব্য়বহৃত ওষুধের পর্যাপ্ত উৎপাদন এবং বণ্টন অব্য়াহত থাকা দরকার ৷ দ্বিতীয়ত, আক্রান্তদের যাতে বিনামূল্যে চিকিৎসা করা যায় তার ব্য়বস্থাও হওয়া উচিত ৷’’
আরও পড়ুন : দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে
ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ হলে রোগীকে সুস্থ করতে লিপোসোমাল অ্য়াম্ফোটেরিসিন-বি ওষুধটি দিতে হয় ৷ কিন্তু ইতিমধ্যেই বাজার থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে সেই ওষুধ ৷ উঠছে কালোবাজারির অভিযোগও ৷ তাঁর চিঠিতে এই বিষয়টিও উল্লেখ করেছেন সোনিয়া ৷ তাঁর আশঙ্কা, যেহেতু মিউকোমাইকোসিস এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত বা অন্য কোনও স্বাস্থ্যবিমার আওতাভুক্ত নয়, তাই করোনা আবহে এবং লকডাউন পরিস্থিতিতে রোগীর চিকিৎসা করাতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে আত্মীয়দের ৷ এই সমস্যা যাতে অবিলম্বে মেটানো হয় প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদনও করেছেন সোনিয়া ৷