ETV Bharat / bharat

Sonia over Karnataka: 'পাঁচটি প্রতিশ্রুতি পূরণ করবে কংগ্রেস', ভিডিয়ো বার্তায় আশ্বাস সোনিয়ার - Congress five poll guarantees

20 মে কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠা নিয়ে সরকার গড়ল কংগ্রেস ৷ বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে উপচে পড়া ভিড় ৷ অন্যদিকে মঞ্চে বিজেপি-বিরোধী শিবির ৷ রাহুলের সঙ্গে হাত মেলালেন ইয়েচুরি, নীতীশ, সোরেন ৷ এই অনুষ্ঠানে ছিলেন না সোনিয়া গান্ধি ৷ তবে তিনি ভিডিয়োয় কর্ণাটকবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা দিয়েছেন ৷

ETV Bharat
সোনিয়া গান্ধি
author img

By

Published : May 21, 2023, 8:25 AM IST

Updated : May 21, 2023, 8:58 AM IST

নয়াদিল্লি, 21 মে: "জনতা ঐতিহাসিক রায় দিয়েছে", বললেন সোনিয়া গান্ধি ৷ শনিবার কর্ণাটকে সরকার গড়েছে কংগ্রেস ৷ সেই মঞ্চে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল-প্রিয়াঙ্কা উপস্থিত থাকলেও কংগ্রেসের প্রাক্তন সভাপতি হাজির হতে পারেননি ৷ তবে ভিডিয়ো বার্তায় মাধ্যমে সবাইকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া ৷

এদিন কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ভিডিয়ো বার্তায় জানান, "আমি আমার হৃদয় থেকে আন্তরিক ভাবে কর্ণাটকের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ তারা বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে কংগ্রেসের সমর্থনে ঐতিহাসিক রায় দিয়েছে ৷ আমি ফের আশ্বাস দিচ্ছি, কংগ্রেস সরকার কথা রাখবে ৷" মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পাঁচটি গ্যারাটি পূরণের কথা দিয়েছেন ৷ এ প্রসঙ্গে সোনিয়া বলেন, "আমি গর্বিত এর মধ্যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আমাদের পাঁচটি গ্যারান্টি কার্যকর করার বিষয়টি ছাড়পত্র পেয়েছে ৷ কংগ্রেস কর্ণাটকের সমৃদ্ধি, শান্তি এবং উন্নতির জন্য দায়বদ্ধ ৷"

  • From my heart, I wish to thank the people of Karnataka for giving the Congress party a historic mandate.

    I would like to reassure the people of Karnataka that the Congress government will stand by its commitment to implement the promises it made to them. I am proud that the… pic.twitter.com/7S30Siw5ZM

    — Congress (@INCIndia) May 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ৷ এছাড়া খাড়গে-পুত্র সমেত আরও 8জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ এদিন মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি, বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ প্রবীণ বাম নেতা ইয়েচুরি টুইট করে লেখেন, "কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে তাদের বিশাল ভিড় ৷"

শপথগ্রহণ শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ভোটের আগে পাঁচটি প্রতিশ্রুতি পূরণ করতে হলে রাজ্যের কোষাগারে 50 হাজার কোটি টাকার ভার বহন করতে হবে ৷ কংগ্রেসের পাঁচটি গ্যারান্টি- 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, প্রতিটি পরিবারের প্রধান মহিলা সদস্যকে 2 হাজার টাকা আর্থিক সাহায্য, বিপিএল তালিকাভুক্ত পরিবারের প্রত্যেক সদস্যপিছু 10 কিলো চাল দেওয়া হবে ৷ 18-25 বছর বয়সি স্নাতক উত্তীর্ণ বেকারদের মাসে 3 হাজার টাকা এবং ডিপ্লোমাধারী বেকারদের 1 হাজার 500 টাকা করে সাহায্য দেবে কংগ্রেস সরকার ৷ তবে এই সাহায্য় মিলবে 2 বছর পর্যন্ত ৷ রাজ্যে বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না ৷

আরও পড়ুন: বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার 500, কর্ণাটকে গৃহলক্ষ্মীতে 2000 টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, 21 মে: "জনতা ঐতিহাসিক রায় দিয়েছে", বললেন সোনিয়া গান্ধি ৷ শনিবার কর্ণাটকে সরকার গড়েছে কংগ্রেস ৷ সেই মঞ্চে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল-প্রিয়াঙ্কা উপস্থিত থাকলেও কংগ্রেসের প্রাক্তন সভাপতি হাজির হতে পারেননি ৷ তবে ভিডিয়ো বার্তায় মাধ্যমে সবাইকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া ৷

এদিন কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ভিডিয়ো বার্তায় জানান, "আমি আমার হৃদয় থেকে আন্তরিক ভাবে কর্ণাটকের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ তারা বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে কংগ্রেসের সমর্থনে ঐতিহাসিক রায় দিয়েছে ৷ আমি ফের আশ্বাস দিচ্ছি, কংগ্রেস সরকার কথা রাখবে ৷" মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পাঁচটি গ্যারাটি পূরণের কথা দিয়েছেন ৷ এ প্রসঙ্গে সোনিয়া বলেন, "আমি গর্বিত এর মধ্যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আমাদের পাঁচটি গ্যারান্টি কার্যকর করার বিষয়টি ছাড়পত্র পেয়েছে ৷ কংগ্রেস কর্ণাটকের সমৃদ্ধি, শান্তি এবং উন্নতির জন্য দায়বদ্ধ ৷"

  • From my heart, I wish to thank the people of Karnataka for giving the Congress party a historic mandate.

    I would like to reassure the people of Karnataka that the Congress government will stand by its commitment to implement the promises it made to them. I am proud that the… pic.twitter.com/7S30Siw5ZM

    — Congress (@INCIndia) May 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ৷ এছাড়া খাড়গে-পুত্র সমেত আরও 8জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ এদিন মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি, বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ প্রবীণ বাম নেতা ইয়েচুরি টুইট করে লেখেন, "কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে তাদের বিশাল ভিড় ৷"

শপথগ্রহণ শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ভোটের আগে পাঁচটি প্রতিশ্রুতি পূরণ করতে হলে রাজ্যের কোষাগারে 50 হাজার কোটি টাকার ভার বহন করতে হবে ৷ কংগ্রেসের পাঁচটি গ্যারান্টি- 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, প্রতিটি পরিবারের প্রধান মহিলা সদস্যকে 2 হাজার টাকা আর্থিক সাহায্য, বিপিএল তালিকাভুক্ত পরিবারের প্রত্যেক সদস্যপিছু 10 কিলো চাল দেওয়া হবে ৷ 18-25 বছর বয়সি স্নাতক উত্তীর্ণ বেকারদের মাসে 3 হাজার টাকা এবং ডিপ্লোমাধারী বেকারদের 1 হাজার 500 টাকা করে সাহায্য দেবে কংগ্রেস সরকার ৷ তবে এই সাহায্য় মিলবে 2 বছর পর্যন্ত ৷ রাজ্যে বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না ৷

আরও পড়ুন: বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার 500, কর্ণাটকে গৃহলক্ষ্মীতে 2000 টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated : May 21, 2023, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.