ETV Bharat / bharat

Congress President Election: উলটো সুর বিদ্রোহীদের, সোনিয়ার কড়া অবস্থানে বেকায়দায় গেহলত - অশোক গেহলত

কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election 2022) নিয়ে সোনিয়া গান্ধির কড়া অবস্থান সংকটে ফেলে দিয়েছে অশোক গেহলতকে (Ashok Gehlot)৷

Sonia Gandhi tough stand put Ashok Gehlot in troubled waters
উলটো সুর বিদ্রোহীদের, সোনিয়ার কড়া অবস্থানে বেকায়দায় গেহলত
author img

By

Published : Sep 27, 2022, 4:43 PM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election 2022) নিয়ে রাজস্থানের দলীয় সমর্থকদের বিদ্রোহে কড়া অবস্থান নিয়েছেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ আর তার ফলে বেশ বেকায়দায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot)৷ কারণ সে রাজ্যে তাঁর ঘনিষ্ঠ দলীয় বিধায়করাই এখন এআইসিসি-র পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন ৷ মঙ্গলবার দলীয় একটি সূত্র এমনই দাবি করেছে ।

রাজস্থানে দলের সংকট মোকাবিলার দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এআইসিসি-র শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, "কংগ্রেস সভানেত্রীর কড়া অবস্থানের ফল মিলছে ৷ বিদ্রোহী বিধায়কদের অনেকেই এআইসিসি-র দেখানো পথেই হাঁটতে চাইছেন ৷ সব শেষে তাঁরা তো দলেরই বিধায়ক ৷"

দলের পরবর্তী প্রধান পদের প্রার্থী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গেহলতের বিকল্প খুঁজতে সোনিয়া গান্ধির প্ল্যান বি নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের এই মুহূর্তে যথেষ্ট কাঠখড় পোড়াতে হচ্ছে ৷ এ দিকে, গেহলতের ঘনিষ্ঠ ও শীর্ষ মন্ত্রী শান্তি ধারিওয়াল (Shanti Dhariwal) 24 ঘণ্টা কাটতে না কাটতেই সম্পূর্ণ উলটো সুরে গেয়েছেন ৷

আরও পড়ুন: শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী চাইছেন না গেহলত শিবির, জানালেন অজয় মাকেন

গেহলতকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে এআইসিসি-র যে প্রচেষ্টা, রবিবারই তার বিপক্ষে সওয়াল করেছেন ধারিওয়াল ৷ তবে আজ তিনি বলেছেন, এই সংকট কাটাতে সোনিয়া গান্ধির দেখানো পথ অবলম্বন করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ রাজস্থানে কংগ্রেসের এই সংকট মোকাবিলার দায়িত্বে থাকা সিডব্লিউসি-র এক সদস্য জানিয়েছেন, "বিদ্রোহী নেতা যদি এত দ্রুত তাঁর অবস্থান বদল করেন, তাহলে অন্যরাও তাঁর দেখানো পথেই হাঁটবেন ৷ দিনের শেষে তাঁরা দলের নেতা ও কংগ্রেসের টিকিটেই তাঁরা নির্বাচিত হয়েছেন ৷ আর তাঁদের এটাও মনে রাখা উচিত যে যখন সবাই শচীন পাইলটের কথা বলছিলেন, তখন গেহলতকেই রাজস্থানের মুখ্যমন্ত্রী করেছিলেন সোনিয়া গান্ধি ৷"

কংগ্রেসের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তাই তাঁর পরিবর্তে রাজস্থানের সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে ৷ এই পরিস্থিতিতে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে শচীন পাইলটকে না বসানোর দাবিতে সরব হয়েছে গেহলত শিবির ৷ সোমবার এ কথা জানিয়েছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন ৷

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election 2022) নিয়ে রাজস্থানের দলীয় সমর্থকদের বিদ্রোহে কড়া অবস্থান নিয়েছেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ আর তার ফলে বেশ বেকায়দায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot)৷ কারণ সে রাজ্যে তাঁর ঘনিষ্ঠ দলীয় বিধায়করাই এখন এআইসিসি-র পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন ৷ মঙ্গলবার দলীয় একটি সূত্র এমনই দাবি করেছে ।

রাজস্থানে দলের সংকট মোকাবিলার দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এআইসিসি-র শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, "কংগ্রেস সভানেত্রীর কড়া অবস্থানের ফল মিলছে ৷ বিদ্রোহী বিধায়কদের অনেকেই এআইসিসি-র দেখানো পথেই হাঁটতে চাইছেন ৷ সব শেষে তাঁরা তো দলেরই বিধায়ক ৷"

দলের পরবর্তী প্রধান পদের প্রার্থী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গেহলতের বিকল্প খুঁজতে সোনিয়া গান্ধির প্ল্যান বি নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের এই মুহূর্তে যথেষ্ট কাঠখড় পোড়াতে হচ্ছে ৷ এ দিকে, গেহলতের ঘনিষ্ঠ ও শীর্ষ মন্ত্রী শান্তি ধারিওয়াল (Shanti Dhariwal) 24 ঘণ্টা কাটতে না কাটতেই সম্পূর্ণ উলটো সুরে গেয়েছেন ৷

আরও পড়ুন: শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী চাইছেন না গেহলত শিবির, জানালেন অজয় মাকেন

গেহলতকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে এআইসিসি-র যে প্রচেষ্টা, রবিবারই তার বিপক্ষে সওয়াল করেছেন ধারিওয়াল ৷ তবে আজ তিনি বলেছেন, এই সংকট কাটাতে সোনিয়া গান্ধির দেখানো পথ অবলম্বন করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ রাজস্থানে কংগ্রেসের এই সংকট মোকাবিলার দায়িত্বে থাকা সিডব্লিউসি-র এক সদস্য জানিয়েছেন, "বিদ্রোহী নেতা যদি এত দ্রুত তাঁর অবস্থান বদল করেন, তাহলে অন্যরাও তাঁর দেখানো পথেই হাঁটবেন ৷ দিনের শেষে তাঁরা দলের নেতা ও কংগ্রেসের টিকিটেই তাঁরা নির্বাচিত হয়েছেন ৷ আর তাঁদের এটাও মনে রাখা উচিত যে যখন সবাই শচীন পাইলটের কথা বলছিলেন, তখন গেহলতকেই রাজস্থানের মুখ্যমন্ত্রী করেছিলেন সোনিয়া গান্ধি ৷"

কংগ্রেসের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তাই তাঁর পরিবর্তে রাজস্থানের সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে ৷ এই পরিস্থিতিতে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে শচীন পাইলটকে না বসানোর দাবিতে সরব হয়েছে গেহলত শিবির ৷ সোমবার এ কথা জানিয়েছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.