নয়াদিল্লি, 28 জুলাই: লোকসভায় তর্কে জড়ালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেন অধীর রঞ্জন চৌধুরী । সেই নিয়েই কার্যত উত্তাল হয়ে ওঠে লোকসভা । প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সাংসদরা । কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী দাবি করেন, ক্ষমা চাইতে হবে কংগ্রেস সভানেত্রীকে । তারপরেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্মৃতি-সোনিয়া (Sonia Gandhi Smriti Irani face-off) ৷ তখনই স্মৃতিকে লক্ষ্য করে সোনিয়া বলেন, 'ডোন্ট টক টু মি' ৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ৷ দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী । এনডিএ সমর্থিত দ্রৌপদী মুর্মুকে এহেন সম্বোধন করায় ক্ষেপে ওঠেন পদ্মশিবিরের সাংসদরা ৷ ঠিক সেসময়েই বিজেপি সাংসদদের সঙ্গে কথা বলতে যান সোনিয়া ৷ রমা দেবীরে দিকে এগোলেও মাঝপথে স্মৃতি ইরানি কথা বলতে ঢুকতেই চটে যান সোনিয়া ৷ প্রথমে অমেঠির সাংসদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে পারেননি আপাত 'শান্ত' হিসেবে পরিচিত সোনিয়া ৷ স্মৃতিকে লক্ষ্য করে বলে বসেন, 'আমার সঙ্গে একদম কথা বলবে না' ৷
আরও পড়ুন : সাঁওতাল ও পাশতুন, 2 উপজাতির উজ্জ্বল অধ্যায়ের মুখ মুর্মু-মালালা