ETV Bharat / bharat

Sonia seeks report on PMs security lapse : পঞ্জাব মুখ্যমন্ত্রীর কাছে মোদি সফরের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট তলব সোনিয়ার - Sonia Gandhi seeks report from Charanjit Singh Channi over pms security lapse in Punjab

পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা লঙ্ঘন (PMs security lapse in Punjab) বড় বিতর্কে পরিণত হয়েছে ৷ সেই বিষয়েই পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির কাছে রিপোর্ট তলব করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি (Sonia Gandhi seeks report from Punjab Chief Minister)। সূত্রের খবর, বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে বলে সোনিয়াকে জানিয়েছেন চান্নি ৷

PM Modis security lapse in Punjab
পঞ্জাবে মোদি সফরের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট তলব সোনিয়ার
author img

By

Published : Jan 6, 2022, 11:06 PM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি : ভাটিন্ডায় ফ্লাইওভারে মিনিট কুড়ি আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় (PM Modi was stuck on a flyover in Bathinda) ৷ পঞ্জাবে মোদির সফর চলাকালীন নিরাপত্তা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রীর নিরাপত্তা গলদ থেকে গিয়েছে বলে অভিযোগও করা হয়েছে ৷ তারপরই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব করলেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি (Sonia Gandhi seeks report from Punjab Chief Minister) ৷ তবে এনিয়ে তদন্ত করতে কমিশন তৈরি করা হয়েছে বলে সোনিয়াকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ৷

বুধবার ফিরোজপুরে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে যাওয়ার সময়ই পথে ভাটিন্ডায় ফ্লাইওভারে মিনিট কুড়ি তাঁর কনভয় আটকে যায় ৷ কৃষকদের পথ অবরোধের কারণে ঘটে বিপত্তি ৷ সেখান থেকে ভাটিন্ডা বিমানবন্দরে যেতে হয় মোদিকে ৷ সেখানে আধিকারিকদের তিনি বলেন, "ভাটিন্ডা থেকে বেঁচে ফিরতে পেরেছি ৷ এর জন্য আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন ৷" এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের কোপের মুখে পড়তে হয়েছে পঞ্জাব সরকারকে ৷

সেই ঘটনার পরের দিন অর্থাৎ আজ চান্নির থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করে পাঠিয়েছেন সোনিয়া গান্ধি ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ সূত্রের খবর, চান্নির তরফে দলীয় নেত্রীকে জানানো হয়েছে, এনিয়ে তদন্তের জন্য যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে ৷ কমিশনে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান সচিব অনুরাগ ভার্মা ৷

তবে গোটা ঘটনায় কংগ্রেসের তরফেও দোষ চাপানো হচ্ছে মোদির উপর ৷ বলা হচ্ছে, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তিনি ঘটনাটিকে ব্যবহার করছেন ৷

আরও পড়ুন : PM Modi Convoy Stuck: মানা হয়নি এসপিজি গাইডলাইন, পঞ্জাবে প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তায় গলদ দেখছে কেন্দ্র

নয়াদিল্লি, 6 জানুয়ারি : ভাটিন্ডায় ফ্লাইওভারে মিনিট কুড়ি আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় (PM Modi was stuck on a flyover in Bathinda) ৷ পঞ্জাবে মোদির সফর চলাকালীন নিরাপত্তা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রীর নিরাপত্তা গলদ থেকে গিয়েছে বলে অভিযোগও করা হয়েছে ৷ তারপরই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব করলেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি (Sonia Gandhi seeks report from Punjab Chief Minister) ৷ তবে এনিয়ে তদন্ত করতে কমিশন তৈরি করা হয়েছে বলে সোনিয়াকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ৷

বুধবার ফিরোজপুরে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে যাওয়ার সময়ই পথে ভাটিন্ডায় ফ্লাইওভারে মিনিট কুড়ি তাঁর কনভয় আটকে যায় ৷ কৃষকদের পথ অবরোধের কারণে ঘটে বিপত্তি ৷ সেখান থেকে ভাটিন্ডা বিমানবন্দরে যেতে হয় মোদিকে ৷ সেখানে আধিকারিকদের তিনি বলেন, "ভাটিন্ডা থেকে বেঁচে ফিরতে পেরেছি ৷ এর জন্য আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন ৷" এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের কোপের মুখে পড়তে হয়েছে পঞ্জাব সরকারকে ৷

সেই ঘটনার পরের দিন অর্থাৎ আজ চান্নির থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করে পাঠিয়েছেন সোনিয়া গান্ধি ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ সূত্রের খবর, চান্নির তরফে দলীয় নেত্রীকে জানানো হয়েছে, এনিয়ে তদন্তের জন্য যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে ৷ কমিশনে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান সচিব অনুরাগ ভার্মা ৷

তবে গোটা ঘটনায় কংগ্রেসের তরফেও দোষ চাপানো হচ্ছে মোদির উপর ৷ বলা হচ্ছে, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তিনি ঘটনাটিকে ব্যবহার করছেন ৷

আরও পড়ুন : PM Modi Convoy Stuck: মানা হয়নি এসপিজি গাইডলাইন, পঞ্জাবে প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তায় গলদ দেখছে কেন্দ্র

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.