ETV Bharat / bharat

কৃষক আন্দোলনে পাশে দাঁড়িয়ে জন্মদিন পালনে সোনিয়ার না - কৃষক

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী দলের সবস্তরের নেতৃত্বকে একটি বার্তাও দিয়েছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার এবং কেন্দ্র সরকারের কঠোর আচরণের মধ্য়েই কৃষকরা রাস্তায় নেমেছেন ৷ তাই কংগ্রেস নেতাদের উদ্দেশ্য়ে তাঁর অনুরোধ, তাঁরা যেন এই দিনটিকে উদযাপনের বদলে, কৃষকদের আন্দোলনের সমর্থনে পাশে গিয়ে দাঁড়ান ৷

sonia-gandhi-not-to-celebrate-birthday-in-view-of-pandemic-farmers-agitation
কৃষক আন্দোলনে পাশে দাঁড়িয়ে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সোনিয়া গান্ধীর
author img

By

Published : Dec 8, 2020, 10:25 AM IST

দিল্লি, 9 ডিসেম্বর : কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে এবং কোরোনা অতিমারির কারণে এ বছর নিজের জন্মদিন পালন করবেন না কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ কংগ্রেস সাধারণ সম্পাদক সংগঠনের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্ব এবং সব প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ৷ প্রসঙ্গত, 9 ডিসেম্বর, বুধবার সোনিয়া গান্ধির 74 বছর পূর্ণ করবেন ৷ সূত্রের খবর, কংগ্রেসের তরফে নির্দেশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যাতে কংগ্রেস সভানেত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্য়েই যেন কেক কাটা বা অন্য় কোনও কর্মসূচি না নেওয়া হয় ৷

এনিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী দলের সবস্তরের নেতৃত্বকে একটি বার্তাও দিয়েছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, খারাপ আবহাওয়া এবং কেন্দ্র সরকারের কঠোর আচরণের মধ্য়েই কৃষকরা রাস্তায় নেমেছেন ৷ তাই কংগ্রেস নেতাদের উদ্দেশ্য়ে তাঁর অনুরোধ, তাঁরা যেন এই দিনটিকে উদযাপনের বদলে, কৃষকদের আন্দোলনের সমর্থনে পাশে গিয়ে দাঁড়ান ৷ কংগ্রেস সাধারণ সম্পাদক সংগঠনের তরফে এ নিয়ে জারি করা নির্দেশিকায় কোরোনা অতিমারির কারণও উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : কৃষি আইনের বিরোধিতায় আজ ভারত বনধ , জরুরি পরিষেবায় ছাড়

সোনিয়ার জন্মদিন পালন না করার নির্দেশ দিয়ে, কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সব প্রদেশ কংগ্রেস সভাপতিদের একটি চিঠিও পাঠিয়েছেন ৷ অন্য়দিকে, নয়া কৃষি আইনের প্রতিবাদে আজ কৃষক সংগঠনের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷

দিল্লি, 9 ডিসেম্বর : কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে এবং কোরোনা অতিমারির কারণে এ বছর নিজের জন্মদিন পালন করবেন না কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ কংগ্রেস সাধারণ সম্পাদক সংগঠনের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্ব এবং সব প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ৷ প্রসঙ্গত, 9 ডিসেম্বর, বুধবার সোনিয়া গান্ধির 74 বছর পূর্ণ করবেন ৷ সূত্রের খবর, কংগ্রেসের তরফে নির্দেশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যাতে কংগ্রেস সভানেত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্য়েই যেন কেক কাটা বা অন্য় কোনও কর্মসূচি না নেওয়া হয় ৷

এনিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী দলের সবস্তরের নেতৃত্বকে একটি বার্তাও দিয়েছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, খারাপ আবহাওয়া এবং কেন্দ্র সরকারের কঠোর আচরণের মধ্য়েই কৃষকরা রাস্তায় নেমেছেন ৷ তাই কংগ্রেস নেতাদের উদ্দেশ্য়ে তাঁর অনুরোধ, তাঁরা যেন এই দিনটিকে উদযাপনের বদলে, কৃষকদের আন্দোলনের সমর্থনে পাশে গিয়ে দাঁড়ান ৷ কংগ্রেস সাধারণ সম্পাদক সংগঠনের তরফে এ নিয়ে জারি করা নির্দেশিকায় কোরোনা অতিমারির কারণও উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : কৃষি আইনের বিরোধিতায় আজ ভারত বনধ , জরুরি পরিষেবায় ছাড়

সোনিয়ার জন্মদিন পালন না করার নির্দেশ দিয়ে, কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সব প্রদেশ কংগ্রেস সভাপতিদের একটি চিঠিও পাঠিয়েছেন ৷ অন্য়দিকে, নয়া কৃষি আইনের প্রতিবাদে আজ কৃষক সংগঠনের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.