ETV Bharat / bharat

Sonia Gandhi slams Modi Government : মোদি সরকার কৃষক আর সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল, আক্রমণ সোনিয়ার

author img

By

Published : Dec 8, 2021, 11:15 AM IST

Updated : Dec 8, 2021, 12:27 PM IST

সংসদে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর এই প্রথম সংসদে এলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি ৷ দলের সংসদীয় বৈঠকে মোদি সরকারকে তুলোধনা করলেন ৷ আর চাষিদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করলেন সবাইকে (Sonia Gandhi at CCP meeting) ৷

Sonia Gandhi at CCP meeting
কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি

নয়া দিল্লি, 8 ডিসেম্বর : কৃষক আন্দোলনে মৃত 700 জন কৃষকের আত্মত্যাগের জন্য তাঁদের শ্রদ্ধা জানান, এই আবেদন জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী (Congress interim president) সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ পাশাপাশি বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "মোদি সরকার কৃষক এবং সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল ৷ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে ৷ প্রত্যেকটি পরিবারের মাসের খরচে আগুন লেগেছে ৷" বুধবার কংগ্রেসের সংসদীয় বৈঠকে (Congress Parliamentary Party meeting) মোদি সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী (Sonia Gandhi at CCP meeting) ৷

শীতকালীন অধিবেশনে আজই প্রথম সংসদে এলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সংসদের সেন্ট্রাল হলে দলের সংসদীয় বৈঠকে সংসদে সীমান্ত বিষয়ে (border issues) বিস্তারিত আলোচনার দাবি জানান কংগ্রেস সুপ্রিমো ৷ এর সঙ্গে 12 জন সাংসদ বহিষ্কারের (suspension of 12 MPs) ঘটনাকে "অভাবনীয় এবং গ্রহণযোগ্য নয়" (unprecedented & unacceptable) বলেন সোনিয়া গান্ধি ৷

আরও পড়ুন : Shivasena may join UPA : রাহুলের সঙ্গে বৈঠকের পরই ইউপিএ-তে যোগদানের ইঙ্গিত শিবসেনার

সংসদের বাদল অধিবেশনের (monsoon session of parliament) শেষ দিনে রাজ্যসভায় 'উচ্ছৃঙ্খল আচরণের' (unruly conduct) জন্য শীতকালীন অধিবেশনের (Winter Parliament Session 2021) প্রথম দিনে 12 জন সাংসদকে বহিষ্কার (suspension of 12 MPs) করা হয় ৷ এ নিয়ে প্রতিদিনই তোলপাড় চলছে সংসদে ৷ পাশাপাশি গান্ধি মূর্তির পাদদেশে বহিষ্কৃত সাংসদদের সঙ্গে লাগাতার ধরনায় বসেছেন বিভিন্ন দলের সাংসদরা ৷ আজ সেই ঘটনার প্রতিবাদে বৈঠকে যোগ দিতে সংসদে এসেছেন সোনিয়া গান্ধি ৷ বহিষ্কৃত সাংসদদের সমবেদনা জানাতে কংগ্রেস সবসময় তাঁদের পাশে রয়েছে, জানান কংগ্রেস নেত্রী ৷

বহিষ্কৃত সাংসদদের মধ্যে কংগ্রেসের ফুলো দেবী নেতাম (Phulo Devi Netam), ছায়া বার্মা (Chhaya Verma), রিপুন বোরা (Ripun Bora), (Rajamani Patel), সৈয়দ নাসির হুসেন (Syed Nasir Hussain) এবং অখিলেশ প্রসাদ সিং (Akhilesh Prasad Singh), তৃণমূল কংগ্রেস এবং শিব সেনার 2 জন, সিপিআই ও সিপিআইএম-এর একজন সাংসদ রয়েছেন ৷

কৃষক মৃত্যু, দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি ছাড়াও সোনিয়া গান্ধি অভিযোগ করেন, মোদি সরকার দেশের সম্পত্তি (selling assets) বিক্রি করে দিচ্ছে ৷ ক'দিন ধরে সরকারের প্রতিনিধিরা বলে বেড়াচ্ছেন দেশ খুব দ্রুতগতিতে অর্থনৈতিক উন্নতি (Economy Speedy Recovery) দিকে এগিয়ে যাচ্ছে ৷ এই বিষয়ে তিনি বলেন, "এই অর্থনৈতিক পুনরুদ্ধার কাদের জন্য, এটাই আসল প্রশ্ন ?"

তিনি জানান, দেশের কয়েকটা বড় কোম্পানি লাভ করছে অথবা স্টক মার্কেটে তাঁদের শেয়ারের দাম বাড়ছে (stock market rising), এর মানে সমগ্র দেশের অর্থনৈতিক উন্নতি, এটা হতে পারে না ৷ আর যদি সমাজের প্রান্তিক শ্রেণির শ্রমিকেরা (shedding labourers) লাভ করেও থাকেন, সমাজে এর মূল্য (social value) কী ?

আরও পড়ুন : Mimi Nusrat Absent in TMC Protest : দিল্লিতে সাংসদদের ধর্নায় অনুপস্থিত মিমি-নুসরত, ক্ষুব্ধ তৃণমূল

সিসিপি মিটিংয়ে বাদ যায়নি সাম্প্রতিক কোভিড-19 ভ্যারিয়্যান্ট ওমিক্রন (Omicron) ৷ কংগ্রেস সুপ্রিমো বলেন, "এখন ওমিক্রন আমাদের দেশে চলে এসেছে ৷ এই বদলাতে থাকা সময়ের সঙ্গে মানিয়ে নিতে আমরা কতটা প্রস্তুত, তার পরীক্ষা হয়ে গিয়েছে ৷ আশা করি, সরকার এর আগে কোভিড-19 এর একাধিক ধাক্কা থেকে শিক্ষা নিয়েছে ৷ আর এই নতুন ভ্যারিয়্যান্টের আক্রমণ রুখতে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে ৷"

কংগ্রেস নেত্রী দলের সাংসদদের (Congress MPs) সংসদীয় অধিবেশনে (Parliament) পুরোপরি উপস্থিত থাকা এবং সক্রিয় অংশগ্রহণ করার কথা জানান ৷

নয়া দিল্লি, 8 ডিসেম্বর : কৃষক আন্দোলনে মৃত 700 জন কৃষকের আত্মত্যাগের জন্য তাঁদের শ্রদ্ধা জানান, এই আবেদন জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী (Congress interim president) সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ পাশাপাশি বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "মোদি সরকার কৃষক এবং সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল ৷ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে ৷ প্রত্যেকটি পরিবারের মাসের খরচে আগুন লেগেছে ৷" বুধবার কংগ্রেসের সংসদীয় বৈঠকে (Congress Parliamentary Party meeting) মোদি সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী (Sonia Gandhi at CCP meeting) ৷

শীতকালীন অধিবেশনে আজই প্রথম সংসদে এলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সংসদের সেন্ট্রাল হলে দলের সংসদীয় বৈঠকে সংসদে সীমান্ত বিষয়ে (border issues) বিস্তারিত আলোচনার দাবি জানান কংগ্রেস সুপ্রিমো ৷ এর সঙ্গে 12 জন সাংসদ বহিষ্কারের (suspension of 12 MPs) ঘটনাকে "অভাবনীয় এবং গ্রহণযোগ্য নয়" (unprecedented & unacceptable) বলেন সোনিয়া গান্ধি ৷

আরও পড়ুন : Shivasena may join UPA : রাহুলের সঙ্গে বৈঠকের পরই ইউপিএ-তে যোগদানের ইঙ্গিত শিবসেনার

সংসদের বাদল অধিবেশনের (monsoon session of parliament) শেষ দিনে রাজ্যসভায় 'উচ্ছৃঙ্খল আচরণের' (unruly conduct) জন্য শীতকালীন অধিবেশনের (Winter Parliament Session 2021) প্রথম দিনে 12 জন সাংসদকে বহিষ্কার (suspension of 12 MPs) করা হয় ৷ এ নিয়ে প্রতিদিনই তোলপাড় চলছে সংসদে ৷ পাশাপাশি গান্ধি মূর্তির পাদদেশে বহিষ্কৃত সাংসদদের সঙ্গে লাগাতার ধরনায় বসেছেন বিভিন্ন দলের সাংসদরা ৷ আজ সেই ঘটনার প্রতিবাদে বৈঠকে যোগ দিতে সংসদে এসেছেন সোনিয়া গান্ধি ৷ বহিষ্কৃত সাংসদদের সমবেদনা জানাতে কংগ্রেস সবসময় তাঁদের পাশে রয়েছে, জানান কংগ্রেস নেত্রী ৷

বহিষ্কৃত সাংসদদের মধ্যে কংগ্রেসের ফুলো দেবী নেতাম (Phulo Devi Netam), ছায়া বার্মা (Chhaya Verma), রিপুন বোরা (Ripun Bora), (Rajamani Patel), সৈয়দ নাসির হুসেন (Syed Nasir Hussain) এবং অখিলেশ প্রসাদ সিং (Akhilesh Prasad Singh), তৃণমূল কংগ্রেস এবং শিব সেনার 2 জন, সিপিআই ও সিপিআইএম-এর একজন সাংসদ রয়েছেন ৷

কৃষক মৃত্যু, দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি ছাড়াও সোনিয়া গান্ধি অভিযোগ করেন, মোদি সরকার দেশের সম্পত্তি (selling assets) বিক্রি করে দিচ্ছে ৷ ক'দিন ধরে সরকারের প্রতিনিধিরা বলে বেড়াচ্ছেন দেশ খুব দ্রুতগতিতে অর্থনৈতিক উন্নতি (Economy Speedy Recovery) দিকে এগিয়ে যাচ্ছে ৷ এই বিষয়ে তিনি বলেন, "এই অর্থনৈতিক পুনরুদ্ধার কাদের জন্য, এটাই আসল প্রশ্ন ?"

তিনি জানান, দেশের কয়েকটা বড় কোম্পানি লাভ করছে অথবা স্টক মার্কেটে তাঁদের শেয়ারের দাম বাড়ছে (stock market rising), এর মানে সমগ্র দেশের অর্থনৈতিক উন্নতি, এটা হতে পারে না ৷ আর যদি সমাজের প্রান্তিক শ্রেণির শ্রমিকেরা (shedding labourers) লাভ করেও থাকেন, সমাজে এর মূল্য (social value) কী ?

আরও পড়ুন : Mimi Nusrat Absent in TMC Protest : দিল্লিতে সাংসদদের ধর্নায় অনুপস্থিত মিমি-নুসরত, ক্ষুব্ধ তৃণমূল

সিসিপি মিটিংয়ে বাদ যায়নি সাম্প্রতিক কোভিড-19 ভ্যারিয়্যান্ট ওমিক্রন (Omicron) ৷ কংগ্রেস সুপ্রিমো বলেন, "এখন ওমিক্রন আমাদের দেশে চলে এসেছে ৷ এই বদলাতে থাকা সময়ের সঙ্গে মানিয়ে নিতে আমরা কতটা প্রস্তুত, তার পরীক্ষা হয়ে গিয়েছে ৷ আশা করি, সরকার এর আগে কোভিড-19 এর একাধিক ধাক্কা থেকে শিক্ষা নিয়েছে ৷ আর এই নতুন ভ্যারিয়্যান্টের আক্রমণ রুখতে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে ৷"

কংগ্রেস নেত্রী দলের সাংসদদের (Congress MPs) সংসদীয় অধিবেশনে (Parliament) পুরোপরি উপস্থিত থাকা এবং সক্রিয় অংশগ্রহণ করার কথা জানান ৷

Last Updated : Dec 8, 2021, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.