ETV Bharat / bharat

Sonia Gandhi Hospitalized: জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া, কেমন আছেন রাজীব-জায়া ? - জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া

হাসপাতালে ভরতি হয়েছেন সোনিয়া গান্ধি ৷ রবিবার সকালে এই খবর দিয়েছে সংবাদসংস্থা এএনআই, পিটিআই ৷

ETV Bharat
সোনিয়া গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 11:27 AM IST

Updated : Sep 3, 2023, 12:35 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: অসুস্থ সোনিয়া গান্ধি ৷ রবিবার সকালে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সংসদীয় পার্টির চেরায়পার্সনের জ্বর হয়েছে ৷ 76 বছর বয়সি প্রাক্তন কংগ্রেস সভাপতি দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত স্থিতিশীল রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ তবে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ৷

সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলেছেন এক প্রবীণ চিকিৎসক। তিনি জানান, শনিবার বিকেলে প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধিকে গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ওই চিকিৎসক সংবাদসংস্থাকে বলেন, "তাঁর হালকা জ্বর আছে ৷ কিন্তু তিনি ভালো আছেন ৷ সোনিয়া গান্ধির চিকিৎসায় একটি দল গঠন করা হয়েছে ৷ দলটি তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছে ৷"

  • Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been admitted to Delhi's Sir Gangaram Hospital with symptoms of mild fever. She is under doctors' observation and is currently stable: Sources pic.twitter.com/9uuZz8n4ra

    — ANI (@ANI) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

31 অগস্ট থেকে মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের মেগা বৈঠক হয় ৷ দু'দিনের এই বৈঠক শেষ হয় 1 সেপ্টেম্বর ৷ দু'দিনই তাঁকে বৈঠকে দেখা গিয়েছে ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং পুত্র রাহুল গান্ধি ৷ তারপর আজ সকালেই তাঁর অসুস্থতার খবর সামনে এল ৷ 17-18 জুলাই কর্ণাটকে 26টি বিরোধী দলের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন ৷ সেখানেই জোটের নামকরণ হয় 'ইন্ডিয়া' ৷ এর আগে বছরের শুরুতে 4 জানুয়ারি শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ তার আগে 24 ডিসেম্বর ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মিলিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন: শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধি ৷ 2022 সালের জুন মাসে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার আর্থিক প্রতারণা মামলায় তাঁকে ও রাহুল গান্ধিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ 8 জুন ইডি তলবের আগে 2 জুন তিনি কোভিডে আক্রান্ত হন ৷ জুলাই মাসের শেষে ইডির সদর কার্যালয়ে যান বর্ষীয়ান কংগ্রেস সাংসদ ৷ সেবার রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকেও জেরা করে ইডি ৷

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: অসুস্থ সোনিয়া গান্ধি ৷ রবিবার সকালে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সংসদীয় পার্টির চেরায়পার্সনের জ্বর হয়েছে ৷ 76 বছর বয়সি প্রাক্তন কংগ্রেস সভাপতি দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত স্থিতিশীল রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ তবে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ৷

সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলেছেন এক প্রবীণ চিকিৎসক। তিনি জানান, শনিবার বিকেলে প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধিকে গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ওই চিকিৎসক সংবাদসংস্থাকে বলেন, "তাঁর হালকা জ্বর আছে ৷ কিন্তু তিনি ভালো আছেন ৷ সোনিয়া গান্ধির চিকিৎসায় একটি দল গঠন করা হয়েছে ৷ দলটি তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছে ৷"

  • Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been admitted to Delhi's Sir Gangaram Hospital with symptoms of mild fever. She is under doctors' observation and is currently stable: Sources pic.twitter.com/9uuZz8n4ra

    — ANI (@ANI) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

31 অগস্ট থেকে মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের মেগা বৈঠক হয় ৷ দু'দিনের এই বৈঠক শেষ হয় 1 সেপ্টেম্বর ৷ দু'দিনই তাঁকে বৈঠকে দেখা গিয়েছে ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং পুত্র রাহুল গান্ধি ৷ তারপর আজ সকালেই তাঁর অসুস্থতার খবর সামনে এল ৷ 17-18 জুলাই কর্ণাটকে 26টি বিরোধী দলের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন ৷ সেখানেই জোটের নামকরণ হয় 'ইন্ডিয়া' ৷ এর আগে বছরের শুরুতে 4 জানুয়ারি শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ তার আগে 24 ডিসেম্বর ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মিলিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন: শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধি ৷ 2022 সালের জুন মাসে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার আর্থিক প্রতারণা মামলায় তাঁকে ও রাহুল গান্ধিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ 8 জুন ইডি তলবের আগে 2 জুন তিনি কোভিডে আক্রান্ত হন ৷ জুলাই মাসের শেষে ইডির সদর কার্যালয়ে যান বর্ষীয়ান কংগ্রেস সাংসদ ৷ সেবার রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকেও জেরা করে ইডি ৷

Last Updated : Sep 3, 2023, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.