চেন্নাই, 15 অক্টোবর: নারী সংরক্ষণ আইন অনুযায়ী মহিলাদের আসন সংরক্ষণ বাস্তবায়িত করতে লড়বে 'ইন্ডিয়া' জোট । এমনটাই বললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি ৷ শনিবার তামিলনাড়ুতে মহিলাদের অধিকার সম্পর্কিত একটি আলোচনাসভার আয়োজন করে ডিএমকে ৷ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-সহ বিভিন্ন রাজ্যের একাধিক দলের প্রতিনিধিরা হাজির ছিলেন ৷ এই সভায় হাজির হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কথাও মনে করিয়ে দেন সোনিয়া ৷ পাশাপাশি জানিয়ে দেন পুরুষদের পছন্দ হোক আর না হোক মহিলারা সংরক্ষণ নিয়ে নিজেদের লড়াই চালাবেন।
এই বিল নিয়ে সোনিয়া গান্ধি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ৷ এদিন তিনি বলেন, "নরেন্দ্র মোদির সরকার পুরষতান্ত্রিক সমাজে মহিলাদের একটা ধরাবাঁধা এবং চিরাচরিত ভূমিকায় আবদ্ধ রাখার চেষ্টা চালিয়ে গিয়েছে ৷ শুধুমাত্র একটা নিয়ন্ত্রিত ক্ষেত্রে তাঁদের প্রশংসা করা হয়েছে ৷ গত ন'বছরে মহিলারা একটা প্রতীকে পরিণত হয়েছে ৷"
লোকসভা এবং বিধানসভাগুলিতে 33 শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার ভাবনা নতুন নয় ৷ এই প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেন, "পঞ্চায়েতে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ৷ এই পদক্ষেপ করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ সংসদের ভিতরে এবং বাইরে এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা আগেই কার্যকর করেছে কংগ্রেস ৷ এবার শেষমেশ আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে নারী সংরক্ষণ বিলটি পাশ হয়েছে ৷ তবে আমরা জানি, এখনও এই বিল কার্যকর হতে অনেকটা রাস্তা বাকি ৷"
আরও পড়ুন: নির্বাচনে মহিলা সংরক্ষণ কার্যকর করতে মমতাই আদর্শ, বিজেপিকে কটাক্ষ মহুয়ার
প্রায় 3 দশক সময় পর সংসদের বিশেষ অধিবেশনে নারী সংরক্ষণ বিল পাশ হয়েছে ৷ 30 সেপ্টেম্বর ওই বিলটিতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন বিলটি আইনে পরিণত হয় ৷ এর ফলে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ অর্থাৎ এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে ৷ তবে আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে এই আইন কার্যকর হবে না ৷ পরিস্থিতি যা তাতে 2029 সালের লোকসভা নির্বাচনে এই আইনের বাস্তব প্রতিফলন দেখা যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
বিল পাশ হয়ে আইন হলেও কবে থেকে মহিলারা সংরক্ষণ পাবেন, সেই প্রশ্ন থেকেই যায় ৷ এই প্রসঙ্গে সোনিয়া গান্ধি বলেন, "আমাদের কোনও ধারণা নেই, কবে এই মহিলাদের সংরক্ষণের বিষয়টি কার্যকর হবে ৷ এই আইন নিয়ে আপনারা কয়েকজন আনন্দিত ৷ কিন্তু আমরা নই, আমরা মহিলারা নই ৷"
তবে তিনি জানান, ইন্ডিয়া জোট মহিলাদের সংরক্ষণ আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করা যায় তার জন্য লড়বে ৷ সোনিয়া বলেন, "আমরা যতক্ষণ না এটা কার্যকর করতে পারছি ততক্ষণ আমাদের লড়াই চলবে ৷ আপনারা পুরুষরা এটা পছন্দ করুন বা না করুন ৷" কংগ্রেসের নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ জমানায় রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল ৷ কিন্তু লোকসভায় মতানৈক্যের জেরে তা চূড়ান্ত ছাড়পত্র পায়নি ৷ সেই কাজটাই করে দেখিয়েছে বিজেপি।
আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিলে স্বাক্ষর ধনকড়ের, চূড়ান্ত সম্মতি পেতে যাবে রাষ্ট্রপতির কাছে