ETV Bharat / bharat

Son kills Mother: অতিরিক্ত ফোন ব্যবহার নিয়ে বকাঝকা, দেওয়ালে মাথা ঠুকে মা’কে খুন ছেলের

জেন জেড-এর মধ্যে ক্রমশ বাড়ছে মোবাইলের আসক্তি ৷ তার জেরেই নৃশংস ঘটনা ঘটে গেল কেরলের নীলেশ্বরমে ৷ অতিরিক্ত ফোন ব্যবহারে বকা দেওয়ায় রাগের মাথায় দেওয়ালে মায়ের মাথা ঠুকে দেয় ছেলে ৷ শেষ পর্যন্ত হাসপাতালেই মারা যান মা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 4:36 PM IST

নীলেশ্বরম (কেরল), 14 অক্টোবর: সবসময় ফোনে ডুবে থাকত ছেলে ৷ আর পাঁচজন মায়ের মতো সেকথা বলে ছেলেকে সাবধান করে দিতে গিয়েছিলেন রুগমিনি ৷ কিন্তু তারপরের পরিনতিটা যে এত ভয়ঙ্কর তা আঁচ করতে পারেননি কেরলের কাসারাগড়ের বছর তেষট্টির বৃদ্ধা ৷ অতিরিক্ত ফোন ব্যবহারের কথা বলতেই তাঁকে ধরে মারতে শুরু করে গুণধর ছেলে ৷ শেষ পর্যন্ত হাসপাতালে ভরতি করা হয় আহত রুগমিনিকে ৷ সেখানেই মারা যান তিনি ৷

ঘটনাটি ঘটেছে কেরলের কানিচিরার কাসারাগড় জেলার নীলেশ্বরমে ৷ ঘটনায় নীলেশ্বরম থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীরা জানিয়েছেন, রাগের মাথায় দেওয়ালে মায়ের মাথা ঠুকে দেয় ছেলে ৷ তারপরেই রক্তক্ষরণ শুরু হয় রুগমিনির ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত হাসপাতালেই তিনি মারা যান ৷

স্থানীয়রা জানিয়েছেন, সারাদিন ফোনে ডুবে থাকত ছেলেটি ৷ তা নিয়েই মা-ছেলের যাবতীয় সমস্যা ৷ এনিয়ে প্রায়ই মা-ছেলের মধ্যে বচসা চলতে থাকত ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ পাওয়ার পরেই ছেলেকে গ্রেফতার করা হয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়েছে, ছেলের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ যদিও পুলিশের কাছে সে জানিয়েছে, প্রায়ই তার অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ে মা খিটখিট করত ৷ মাথা ঠিক রাখতে না-পেরেই সে এই ঘটনা ঘটিয়েছে ৷

মোবাইলের আসক্তি বদলে যাচ্ছে নৃশংসতায়:

জেন জেড-এর মধ্যে ক্রমশ বাড়ছে মোবাইলের আসক্তি ৷ যা ভয়ঙ্কর পরিস্থিতর দিকে নিয়ে যাচ্ছে প্রজন্মকে ৷ 2021 সালের সেপ্টেম্বরেও একটি 17-বছর বয়সি ছেলে তার বাবাকে খুন করে । ক্রমাগত মোবাইলে গেম খেলার জন্য বকাঝকা করতেন বাবা, তার ফলে রাগের মাথায় বাবাকে হত্যা করে ছেলে ৷ ঘটনাটি ঘটেছিল সুরাতের হাজিরায় ।

আরও পড়ুন: মোবাইল ল্যাপটপের রেডিয়েশন ত্বকের ক্ষতি করে, মুক্তির উপায় কী?

নীলেশ্বরম (কেরল), 14 অক্টোবর: সবসময় ফোনে ডুবে থাকত ছেলে ৷ আর পাঁচজন মায়ের মতো সেকথা বলে ছেলেকে সাবধান করে দিতে গিয়েছিলেন রুগমিনি ৷ কিন্তু তারপরের পরিনতিটা যে এত ভয়ঙ্কর তা আঁচ করতে পারেননি কেরলের কাসারাগড়ের বছর তেষট্টির বৃদ্ধা ৷ অতিরিক্ত ফোন ব্যবহারের কথা বলতেই তাঁকে ধরে মারতে শুরু করে গুণধর ছেলে ৷ শেষ পর্যন্ত হাসপাতালে ভরতি করা হয় আহত রুগমিনিকে ৷ সেখানেই মারা যান তিনি ৷

ঘটনাটি ঘটেছে কেরলের কানিচিরার কাসারাগড় জেলার নীলেশ্বরমে ৷ ঘটনায় নীলেশ্বরম থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীরা জানিয়েছেন, রাগের মাথায় দেওয়ালে মায়ের মাথা ঠুকে দেয় ছেলে ৷ তারপরেই রক্তক্ষরণ শুরু হয় রুগমিনির ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত হাসপাতালেই তিনি মারা যান ৷

স্থানীয়রা জানিয়েছেন, সারাদিন ফোনে ডুবে থাকত ছেলেটি ৷ তা নিয়েই মা-ছেলের যাবতীয় সমস্যা ৷ এনিয়ে প্রায়ই মা-ছেলের মধ্যে বচসা চলতে থাকত ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ পাওয়ার পরেই ছেলেকে গ্রেফতার করা হয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়েছে, ছেলের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ যদিও পুলিশের কাছে সে জানিয়েছে, প্রায়ই তার অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ে মা খিটখিট করত ৷ মাথা ঠিক রাখতে না-পেরেই সে এই ঘটনা ঘটিয়েছে ৷

মোবাইলের আসক্তি বদলে যাচ্ছে নৃশংসতায়:

জেন জেড-এর মধ্যে ক্রমশ বাড়ছে মোবাইলের আসক্তি ৷ যা ভয়ঙ্কর পরিস্থিতর দিকে নিয়ে যাচ্ছে প্রজন্মকে ৷ 2021 সালের সেপ্টেম্বরেও একটি 17-বছর বয়সি ছেলে তার বাবাকে খুন করে । ক্রমাগত মোবাইলে গেম খেলার জন্য বকাঝকা করতেন বাবা, তার ফলে রাগের মাথায় বাবাকে হত্যা করে ছেলে ৷ ঘটনাটি ঘটেছিল সুরাতের হাজিরায় ।

আরও পড়ুন: মোবাইল ল্যাপটপের রেডিয়েশন ত্বকের ক্ষতি করে, মুক্তির উপায় কী?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.