নয়াদিল্লি, 16 মার্চ: 70টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ বৃদ্ধা ৷ শেষমেশ ছেলের হাতেই খুন হতে হল মা'কে ৷ পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হওয়ার চেষ্টা করেও ব্যর্থ বৃদ্ধা মা'কে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে (Son killed his own mother in Delhi) । পরে নিজেও সিলিং ফ্যান থেকে ঝুলে, ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ছেলে ৷ কিন্তু শেষপর্যন্ত সে সাহস জুগিয়ে উঠতে পারেনি বলে জানা গিয়েছে। এমনকী, হোয়াটসঅ্যাপে মেসেজ করে মামাকে আত্মহত্যার চেষ্টার কথা জানায় ছেলেটি। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা সেক্টরের 23 এলাকায় ৷
বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তদন্তের সময় পুলিশ ঘরের দেওয়ালে একটি সুইসাইড নোট পায়, তাতে মা ও ছেলের স্বাক্ষর ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে মা এবং ছেলে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন । এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে ৷ অভিযুক্ত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
দ্বারকা জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত মহিলার নাম বাসবি বিশ্বাস (65) ৷ তিনি তাঁর ছেলে অনির্বাণ (33)-এর সঙ্গে দ্বারকা সেক্টরের 22 হিমালয় অ্যাপার্টমেন্টে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। গত বছর তাঁর স্বামী মারা যান ৷ এরপর পরিবারের আর্থিক অবস্থার অবনতি হতে থাকে ৷ ফলত মা ও ছেলে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এই কারণে দু'জনেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে পুলিশের অনুমান। বৃদ্ধার ভাই দিল্লি সরকারের ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে ৷ তিনি করোনার সময় ভিআরএস নিয়েছেন । তাঁকেই হোয়াটসঅ্যাপ মেসেজ করে আত্মহত্যার কথা জানিয়েছিলেন অনির্বাণ ।
ঘটনার খবর পেয়ে তিনি বোনের বাড়িতে পৌঁছে পুলিশে খবর দেন বৃদ্ধার ভাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা খোলা অবস্থায় দেখতে পায় এবং মহিলাকে তাঁর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় । সেইসঙ্গে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। বাড়ির ছাদে এক কোণায় বসে ছিল বৃদ্ধার ছেলে । তিনি পুলিশকে জানিয়েছেন, সোমবার রাতে তাঁর মা প্রায় 70টি ঘুমের ওষুধ খেয়েছিলেন ৷ কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত তিনি সচেতন ছিলেন । যদিও মহিলা কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন। এমন অবস্থায় মায়ের নির্দেশেই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে। এমনটাই দাবি ছেলে অনির্বাণের ৷
পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ৷ কিন্তু সাহস সঞ্চয় করতে পারেননি বলে জানা গিয়েছে । তদন্তের সময় ঘটনাস্থলে একটি কালো টাই পড়ে থাকতে দেখে পুলিশ। একই সঙ্গে বৃদ্ধার গলায়ও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে । পুলিশ অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করেছে । এই ঘটনায় দ্বারকা সেক্টর 23 থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
আরও পড়ুন: মহিলাকে খুনের পর দেহ টুকরো করল কাঠমিস্ত্রি, বদগাঁওয়ের ঘটনায় শিউরে উঠছে দেশ