ETV Bharat / bharat

Ganesh Chaturthi 2022: সিদ্ধিদাতার আরাধনা পর্বে দেখে নেওয়া যাক দেশের বিখ্যাত কিছু গণেশ মূর্তি ও মণ্ডপ - Ganesh Galli Cha Raja

গণেশ চতুর্থীতে দেশজুড়ে সিদ্ধিদাতার আহ্বান চলছে (Ganesh Chaturthi) ৷ একঝলকে দেখে নেওয়া যাক কিছু জনপ্রিয় গণেশ পুজো ও মণ্ডপের তথ্য (Ganesh Puja And Pandals) ৷

Ganesh Chaturthi 2022
ETV Bharat
author img

By

Published : Sep 4, 2022, 5:35 PM IST

Updated : Sep 4, 2022, 5:44 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম ৷ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উপলক্ষে বিভিন্ন রাজ্যে চলছে পার্বতী পুত্রের আরাধনা ৷ দশদিন ধরে চলবে গণেশ বন্দনা ৷ গণেশ উৎসবের জন্য বিখ্যাত মহারাষ্ট্রের মুম্বই, পুনের মতো শহরগুলি ৷ এছাড়াও দেশের অন্যান্য প্রান্তেও বেশকিছু গণেশ পুজো তার প্রতিমা ও প্যান্ডেলের জন্য জনপ্রিয়তা পেয়েছে ৷ এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু নামকরা গণেশ পুজোর বিষয়ে কয়েকটি তথ্য (Ganesh Puja And Pandals) ৷

লালবাগচা রাজা: মুম্বইয়ের জনপ্রিয় গণেশ পুজোগুলির মধ্যে অন্যতম লালবাগের পুজো ৷ সেন্ট্রাল মুম্বইয়ের এই পুজো 'লালবাগচা রাজা' নামেই বিখ্যাত (Lalbaugcha Raja) ৷ এখানকার গণেশ মূর্তি ও প্যান্ডেল সেগুলির উচ্চতার জন্য বিখ্যাত ৷ এই পুজো দেখার জন্য লম্বা লাইন পড়ে ৷ গণেশ চতুর্থীর সময় এই মণ্ডপে প্রতিদিন প্রায় 15 লক্ষ মানুষ ভিড় করেন ৷ এবছর 89 বছরে পড়ছে এই পুজো ৷ এবারের মণ্ডপের থিম অযোধ্যার রাম মন্দির ৷ গণেশ মূর্তির উচ্চতা 14 ফুট ৷

ETV Bharat
লালবাগচা রাজা

খেতওয়াড়িচা গণরাজ: গণেশ উৎসবে মুম্বইয়ের অন্যতম আকর্ষণ শহরের দক্ষিণ প্রান্তের খেতওয়াড়ির পুজো ৷ এই গণেশ পুজো বিখ্যাত সিদ্ধিদাতার মূর্তির উচ্চতার জন্য ৷ এখানকার গণেশ মূর্তির উচ্চতা প্রায় 38 ফুট ৷ পরশুরাম অবতারে এবার এখানে ধরা দেবেন সিদ্ধিদাতা ৷ সোনা ও হিরে দিয়ে সাজানো হয় এখানকার গণেশ মূর্তি (Khetvadi Cha Ganraj)৷

ETV Bharat
খেতওয়াড়িচা গণরাজ

আরও পড়ুন : নিজামের শহরে নজর কাড়ছে 17 হাজার নারকেলের তৈরি গণেশ

জিএসবি সেবা মণ্ডল গণপতি: এখানকার গণেশ 'মহা গণপতি' নামে প্রসিদ্ধ (GSB Seva Mandal Ganpati) ৷ পরিবেশ বান্ধব পদ্ধতিতে এখানকার মূর্তি তৈরি করা হয় ৷ প্রায় 300 কিলোগ্রাম রূপো ও 60 কেজি সোনার গয়না পরানো হয় এই গণেশ মূর্তিকে ৷ এখানকার পুজোর খরচ সব থেকে বেশি ৷ এবছর 316 কোটি টাকার বিমা করা হয়েছে এই পুজোর জন্য ৷

ETV Bharat
জিএসবি সেবা মণ্ডল গণপতি

গণেশ গলি মুম্বইচা রাজা:'লালবাগচা রাজা'র পুজোর কয়েকটি গলি পরেই হয় এই পুজো (Ganesh Galli Cha Raja) ৷ এটি গণেশ গলির গণেশ উৎসব বলে জনপ্রিয়তা পেয়েছে ৷ 1928 সালে এই পুজোর সূচনা হয় ৷ এই বছর এখানকার মণ্ডপ তৈরি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে ৷ এই পুজোর খরচ প্রায় 40 লাখ ৷ মূর্তির উচ্চতা 22 ফুট ৷

ETV Bharat
গণেশ গলি মুম্বইচা রাজা

আরও পড়ুন : গজাননকে খুশি করতে বানান ফ্লেভারড ম্যাঙ্গো মোদক

আন্ধেরিচা রাজা: 1966 সালে সূচনা হয় এই পুজোর ৷ বিপুল জনসমাগম হয় এই পুজোয় (Andhericha Raja) ৷ আসেন বলিউড সেলিব্রিটিরাও৷ অন্যান্য বছরের মতো এবছরও নির্দিষ্ট পোশাক বিধি থাকছে এখানকার পুজোয় ৷ এখানকার গণেশকে সোনার মুকুট পরানো হয় ৷ পরানো হয় সাড়ে 5 কেজি ওজনের পুরনো সোনার হার ৷ 5.70 কোটি টাকার বিমা এবছর করিয়েছেন এই পুজোর উদ্যোক্তারা ৷

ETV Bharat
অন্ধেরিচা রাজা

এছাড়াও গণেশ পুজোর জন্য প্রসিদ্ধ পুনের দাগাদুশেঠ হালওয়াই গণপতি মন্দির, কেশরিওয়ালা গণপতি মন্দির, কসবা গণপতি মন্দির, তুলসিবাগ গণপতি মন্দির, গুরুজি তালিম গণপতি মন্দির ৷ মুম্বই ও পুণের বাইরে হায়দরাবাদেও বেশকিছু জনপ্রিয় গণেশ পুজো হয় ৷ এগুলির মধ্যে খইরতাবাদের পুজো অন্যতম (Khairatabad Ganesh) ৷ এখানে এবারে গণেশ মূর্তির উচ্চতা 50 ফুট ৷ প্রায় 500 কেজির লাড্ডু ভোগ দেওয়া হয় এখানে ৷

ETV Bharat
খইরতাবাদের গণেশ মূর্তি

আরও পড়ুন : গণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

কলকাতা, 4 সেপ্টেম্বর: দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম ৷ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উপলক্ষে বিভিন্ন রাজ্যে চলছে পার্বতী পুত্রের আরাধনা ৷ দশদিন ধরে চলবে গণেশ বন্দনা ৷ গণেশ উৎসবের জন্য বিখ্যাত মহারাষ্ট্রের মুম্বই, পুনের মতো শহরগুলি ৷ এছাড়াও দেশের অন্যান্য প্রান্তেও বেশকিছু গণেশ পুজো তার প্রতিমা ও প্যান্ডেলের জন্য জনপ্রিয়তা পেয়েছে ৷ এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু নামকরা গণেশ পুজোর বিষয়ে কয়েকটি তথ্য (Ganesh Puja And Pandals) ৷

লালবাগচা রাজা: মুম্বইয়ের জনপ্রিয় গণেশ পুজোগুলির মধ্যে অন্যতম লালবাগের পুজো ৷ সেন্ট্রাল মুম্বইয়ের এই পুজো 'লালবাগচা রাজা' নামেই বিখ্যাত (Lalbaugcha Raja) ৷ এখানকার গণেশ মূর্তি ও প্যান্ডেল সেগুলির উচ্চতার জন্য বিখ্যাত ৷ এই পুজো দেখার জন্য লম্বা লাইন পড়ে ৷ গণেশ চতুর্থীর সময় এই মণ্ডপে প্রতিদিন প্রায় 15 লক্ষ মানুষ ভিড় করেন ৷ এবছর 89 বছরে পড়ছে এই পুজো ৷ এবারের মণ্ডপের থিম অযোধ্যার রাম মন্দির ৷ গণেশ মূর্তির উচ্চতা 14 ফুট ৷

ETV Bharat
লালবাগচা রাজা

খেতওয়াড়িচা গণরাজ: গণেশ উৎসবে মুম্বইয়ের অন্যতম আকর্ষণ শহরের দক্ষিণ প্রান্তের খেতওয়াড়ির পুজো ৷ এই গণেশ পুজো বিখ্যাত সিদ্ধিদাতার মূর্তির উচ্চতার জন্য ৷ এখানকার গণেশ মূর্তির উচ্চতা প্রায় 38 ফুট ৷ পরশুরাম অবতারে এবার এখানে ধরা দেবেন সিদ্ধিদাতা ৷ সোনা ও হিরে দিয়ে সাজানো হয় এখানকার গণেশ মূর্তি (Khetvadi Cha Ganraj)৷

ETV Bharat
খেতওয়াড়িচা গণরাজ

আরও পড়ুন : নিজামের শহরে নজর কাড়ছে 17 হাজার নারকেলের তৈরি গণেশ

জিএসবি সেবা মণ্ডল গণপতি: এখানকার গণেশ 'মহা গণপতি' নামে প্রসিদ্ধ (GSB Seva Mandal Ganpati) ৷ পরিবেশ বান্ধব পদ্ধতিতে এখানকার মূর্তি তৈরি করা হয় ৷ প্রায় 300 কিলোগ্রাম রূপো ও 60 কেজি সোনার গয়না পরানো হয় এই গণেশ মূর্তিকে ৷ এখানকার পুজোর খরচ সব থেকে বেশি ৷ এবছর 316 কোটি টাকার বিমা করা হয়েছে এই পুজোর জন্য ৷

ETV Bharat
জিএসবি সেবা মণ্ডল গণপতি

গণেশ গলি মুম্বইচা রাজা:'লালবাগচা রাজা'র পুজোর কয়েকটি গলি পরেই হয় এই পুজো (Ganesh Galli Cha Raja) ৷ এটি গণেশ গলির গণেশ উৎসব বলে জনপ্রিয়তা পেয়েছে ৷ 1928 সালে এই পুজোর সূচনা হয় ৷ এই বছর এখানকার মণ্ডপ তৈরি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে ৷ এই পুজোর খরচ প্রায় 40 লাখ ৷ মূর্তির উচ্চতা 22 ফুট ৷

ETV Bharat
গণেশ গলি মুম্বইচা রাজা

আরও পড়ুন : গজাননকে খুশি করতে বানান ফ্লেভারড ম্যাঙ্গো মোদক

আন্ধেরিচা রাজা: 1966 সালে সূচনা হয় এই পুজোর ৷ বিপুল জনসমাগম হয় এই পুজোয় (Andhericha Raja) ৷ আসেন বলিউড সেলিব্রিটিরাও৷ অন্যান্য বছরের মতো এবছরও নির্দিষ্ট পোশাক বিধি থাকছে এখানকার পুজোয় ৷ এখানকার গণেশকে সোনার মুকুট পরানো হয় ৷ পরানো হয় সাড়ে 5 কেজি ওজনের পুরনো সোনার হার ৷ 5.70 কোটি টাকার বিমা এবছর করিয়েছেন এই পুজোর উদ্যোক্তারা ৷

ETV Bharat
অন্ধেরিচা রাজা

এছাড়াও গণেশ পুজোর জন্য প্রসিদ্ধ পুনের দাগাদুশেঠ হালওয়াই গণপতি মন্দির, কেশরিওয়ালা গণপতি মন্দির, কসবা গণপতি মন্দির, তুলসিবাগ গণপতি মন্দির, গুরুজি তালিম গণপতি মন্দির ৷ মুম্বই ও পুণের বাইরে হায়দরাবাদেও বেশকিছু জনপ্রিয় গণেশ পুজো হয় ৷ এগুলির মধ্যে খইরতাবাদের পুজো অন্যতম (Khairatabad Ganesh) ৷ এখানে এবারে গণেশ মূর্তির উচ্চতা 50 ফুট ৷ প্রায় 500 কেজির লাড্ডু ভোগ দেওয়া হয় এখানে ৷

ETV Bharat
খইরতাবাদের গণেশ মূর্তি

আরও পড়ুন : গণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

Last Updated : Sep 4, 2022, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.