ETV Bharat / bharat

PM Modi on Agnipath Scheme : অগ্নিপথ বিতর্কের মধ্যেই মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিতর্কের মাঝেই মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Service chiefs to meet PM Tuesday) ৷ সেখানে উঠতে পারে এই প্রসঙ্গ ৷

PM Narendra Modi
অগ্নিপথ বিতর্কের মাঝেই বার্তা মোদির
author img

By

Published : Jun 20, 2022, 9:10 PM IST

Updated : Jun 20, 2022, 9:41 PM IST

বেঙ্গালুরু, 20 জুন : "আমাদের কিছু উদ্যোগ বর্তমানে তিক্ত মনে হলেও, ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলিই ভাল ফল দেবে ৷ 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে চলতি বিতর্ক ও বিক্ষোভের মাঝেই এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (some decisions may seems bitter but will bear fruits in the coming days says pm modi) ৷ যদিও এদিন সরাসরি এই প্রকল্পের নাম নেননি প্রধানমন্ত্রী ৷ সোমবার কর্নাটকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই মঞ্চ থেকেই এই মন্তব্য করেন তিনি ৷ এরই মাঝে জানা গিয়েছে, মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, সেখানে উঠতে পারে অগ্নিপথ প্রসঙ্গ ৷

এর আগে রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, "আমাদের দেশের দুর্ভাগ্য হল অনেক ভাল বিষয় যা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়, তা রাজনীতির কারণে আটকে যায় ৷" এই মঞ্চেও সরাসরি 'অগ্নিপথ' প্রকল্পের নাম নেননি মোদি ৷ গত মঙ্গলবারই সেনা নিয়োগে 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই নীতির মূল হল, চার বছরের জন্য 46 হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে 'অগ্নিবীর' নামে ৷ সাড়ে 17 থেকে 21 বছর বয়সিদের নিয়োগ করা হবে (প্রথম বছরের নিয়োগে বয়সসীমায় কিছু ছাড় দেওয়া হয়েছে) ৷ চার বছর পর এই 46 হাজারের মধ্যে মাত্র 25 শতাংশকে সেনায় রেখে দেওয়া হবে ৷ বাকিদের অবসর নিতে হবে ৷

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া, 23 জুন তাঁর ইডি দফতরে যাওয়া নিয়ে জল্পনা

ইতিমধ্যেই কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতায় পথে নেমেছেন বহু যুবক ৷ তাঁদের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্ত তাঁদের সেনায় যোগ দেওয়ার স্বপ্ন ধ্বংস করবে ৷ 'অগ্নিপথ' বিরোধী এই বিক্ষোভ উগ্র আকার নিয়েছে বেশ কয়েকটি রাজ্যে ৷ যদিও এই প্রকল্প থেকে সরে আসার প্রস্তাব নাকচ করে দিয়েছে কেন্দ্র ৷ এই প্রকল্পের পাশে দাঁড়িয়েছেন দেশের তিন সেনা বাহিনীর কর্তারাও ৷ সোমবার 'অগ্নিপথ' প্রকল্পে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রক ৷

বেঙ্গালুরু, 20 জুন : "আমাদের কিছু উদ্যোগ বর্তমানে তিক্ত মনে হলেও, ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলিই ভাল ফল দেবে ৷ 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে চলতি বিতর্ক ও বিক্ষোভের মাঝেই এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (some decisions may seems bitter but will bear fruits in the coming days says pm modi) ৷ যদিও এদিন সরাসরি এই প্রকল্পের নাম নেননি প্রধানমন্ত্রী ৷ সোমবার কর্নাটকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই মঞ্চ থেকেই এই মন্তব্য করেন তিনি ৷ এরই মাঝে জানা গিয়েছে, মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, সেখানে উঠতে পারে অগ্নিপথ প্রসঙ্গ ৷

এর আগে রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, "আমাদের দেশের দুর্ভাগ্য হল অনেক ভাল বিষয় যা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়, তা রাজনীতির কারণে আটকে যায় ৷" এই মঞ্চেও সরাসরি 'অগ্নিপথ' প্রকল্পের নাম নেননি মোদি ৷ গত মঙ্গলবারই সেনা নিয়োগে 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই নীতির মূল হল, চার বছরের জন্য 46 হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে 'অগ্নিবীর' নামে ৷ সাড়ে 17 থেকে 21 বছর বয়সিদের নিয়োগ করা হবে (প্রথম বছরের নিয়োগে বয়সসীমায় কিছু ছাড় দেওয়া হয়েছে) ৷ চার বছর পর এই 46 হাজারের মধ্যে মাত্র 25 শতাংশকে সেনায় রেখে দেওয়া হবে ৷ বাকিদের অবসর নিতে হবে ৷

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া, 23 জুন তাঁর ইডি দফতরে যাওয়া নিয়ে জল্পনা

ইতিমধ্যেই কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতায় পথে নেমেছেন বহু যুবক ৷ তাঁদের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্ত তাঁদের সেনায় যোগ দেওয়ার স্বপ্ন ধ্বংস করবে ৷ 'অগ্নিপথ' বিরোধী এই বিক্ষোভ উগ্র আকার নিয়েছে বেশ কয়েকটি রাজ্যে ৷ যদিও এই প্রকল্প থেকে সরে আসার প্রস্তাব নাকচ করে দিয়েছে কেন্দ্র ৷ এই প্রকল্পের পাশে দাঁড়িয়েছেন দেশের তিন সেনা বাহিনীর কর্তারাও ৷ সোমবার 'অগ্নিপথ' প্রকল্পে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রক ৷

Last Updated : Jun 20, 2022, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.