মুম্বই, 6 অক্টোবর: কেউ যদি আধঘণ্টার মধ্যে আঁকতে বলেন, তাহলে কতগুলো 2/3 ফুট পেপারে ক'টা ছবি আঁকা যেতে পারে ? এমন প্রশ্ন শুনলে অবাক হবেন অনেকেই ৷ কিন্তু তার থেকেও বেশি অবাক করেছেন অসমের রবিন বর ৷ তিনি আধঘণ্টায় 2/3 ফুট পেপারে 30টা ছবি এঁকে বিশ্বরেকর্ড করেছেন ৷ চমক আরও রয়েছে ৷ তিনি এক হাতে রঙ-তুলির খেলা খেলেন না ৷ আঁকার সময় দু'টো হাত ও একটা পা দিয়ে অসাধারণ তুলির টানে ক্যানভাস করে তোলেন রঙিন ৷ অতি দ্রুততার সঙ্গে পেইন্টিং করার জন্য শিল্পী রবিনের নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও ৷
মুম্বইয়ের জাহাঙ্গির আর্ট গ্যালারিতে চলছে শিল্পী রবিনের সৃষ্টির প্রদর্শনী ৷ নাম দেওয়া হয়েছে ডিভাইন ৷ গান্ধি জয়ন্তী থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী ৷ চলবে 8 অক্টোবর পর্যন্ত, সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত ৷ শিল্পীর একক প্রদর্শনী দেখতে উপস্থিত হচ্ছেন অনেকেই ৷
রবিনের কথায়, "আমার সৃষ্টির মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আধ্যাত্মিকতার গভীরতা অন্বেষণ করার জন্য ৷ এইভাবেই আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় করে আধ্যাত্মিকতা পথে থেকে জগতের সর্বময় কর্তার সঙ্গে একাত্ম হতে পারব ৷ এই আলোচনা আমাদের বলে দেবে, বিশ্ব সংসারের পিতার সঙ্গে একাত্ম হতে কোন কোন জিনিস বাধা হিসাবে দেখা দিচ্ছে ৷ আর তাহলে সহজেই সেই সমস্যা থেকে মুক্তি মিলবে ৷"
তিনি আরও বলেন, "আমি চাই, এই প্রদর্শনী মানবতার এমন উদযাপন হয়ে উঠুক যেখানে বিশ্ব সংসারের পরম পিতার সঙ্গে আমরা সবাই একাত্ম হতে পারব এবং এই জগতের সমস্ত অজানা রহস্যময় বিষয়ের উপর থেকে পর্দা উন্মোচিত হবে ৷"
আরও পড়ুন: 'আমি সবসময় ভালোবাসার মধ্যেই থাকি', ছবি মুক্তির প্রাক্কালে আড্ডায় ঋতুপর্ণা
উল্লেখ্য, রবিন বর চিত্রকলা ও ভাস্কর্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ৷ একজন অসাধারণ শিল্পী হিসেবে প্রশংসিত হয়েছেন বিভিন্ন জায়গায় ৷ তিনি স্পিড পেইন্টার হিসেবে বেশি জনপ্রিয় । নিজের শিল্পী স্বত্ত্বার মধ্যে দিয়ে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রেকর্ড তৈরি করেছেন ৷ ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে শিল্পীর ৷