ETV Bharat / bharat

Soldier Died in Avalanches: লাদাখে তুষারধসে নিহত এক সেনা জওয়ান, নিখোঁজ আরও কয়েকজন - ভারতীয় সেনা

সেনা কর্মকর্তা জানান, তুষারপাতের সময় হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল (এইচএডব্লুএস) এবং আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের প্রায় 40 জন সৈন্যের একটি দল মাউন্ট কুন (লাদাখ)-এর কাছে স্বাভাবিক প্রশিক্ষণ অনুশীলনে নিযুক্ত ছিলেন। সেসময় তুষারধসের জেরে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 10:48 PM IST

শ্রীনগর, 9 অক্টোবর: লাদাখের মাউন্ট কুনের কাছে প্রবল তুষারধসে নিহত এক সেনা জওয়ান ৷ আরও তিন জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন বলে খবর মিলেছে ৷ সোমবার ভারতীয় সেনার আধিকারিকরা জানিয়েছেন, তুষারধসের জেরে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ৷

ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে এক সেনা আধিকারিক জানান, তুষারপাতের সময় হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল (এইচএডব্লুএস) এবং আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের প্রায় 40 জন সেনার একটি দল মাউন্ট কুন (লাদাখ)-এর কাছে স্বাভাবিক প্রশিক্ষণ অনুশীলনে নিযুক্ত ছিলেন। 'ট্রেন দ্য ট্রেইনার' ধারণার অংশ হিসাবে এইচএডব্লুএস-এ অংশগ্রহণকারীদের জন্য বাস্তবসম্মত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এই ধরনের অনুশীলনগুলি এই মরশুমে আদর্শ অনুশীলন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সরকারি সূত্রে খবর, গ্রুপটি 8 অক্টোবর তাদের প্রশিক্ষণে আরোহণের সময় একটি অপ্রত্যাশিত তুষারপাতের সম্মুখীন হয়। সরকারের এক আধিকারিক বলেন, "আমাদের চারজন কর্মী তুষারের নীচে চাপা পড়েছিল। উদ্ধার প্রচেষ্টা এখনই শুরু করা হয়েছিল ৷ বর্তমানে জোর কদমে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷" ঘটনার পরে একটি অনুসন্ধান অভিযান চলাকালীন সেনা কর্মকর্তারা দাবি করেছেন, একজন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ওই আধিকারিক বলেন, "উদ্ধার অভিযান শেষ হলে যাবতীয় তথ্য এবং পরিচয় প্রকাশ করা হবে ৷"

আরও পড়ুন: ডাম্পার-লরি-ক্রুজার সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু শিশু-সহ 7 জনের

একই সঙ্গে ওই আধিকারিক আরও বলেন, "প্রতিকূল আবহাওয়া এবং ভারী তুষার স্তূপ হওয়া সত্ত্বেও, বিশাল তুষারের নীচে আটকে পড়া অন্যদের খুঁজে বের করা এবং উদ্ধার করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ৷"

শ্রীনগর, 9 অক্টোবর: লাদাখের মাউন্ট কুনের কাছে প্রবল তুষারধসে নিহত এক সেনা জওয়ান ৷ আরও তিন জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন বলে খবর মিলেছে ৷ সোমবার ভারতীয় সেনার আধিকারিকরা জানিয়েছেন, তুষারধসের জেরে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ৷

ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে এক সেনা আধিকারিক জানান, তুষারপাতের সময় হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল (এইচএডব্লুএস) এবং আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের প্রায় 40 জন সেনার একটি দল মাউন্ট কুন (লাদাখ)-এর কাছে স্বাভাবিক প্রশিক্ষণ অনুশীলনে নিযুক্ত ছিলেন। 'ট্রেন দ্য ট্রেইনার' ধারণার অংশ হিসাবে এইচএডব্লুএস-এ অংশগ্রহণকারীদের জন্য বাস্তবসম্মত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এই ধরনের অনুশীলনগুলি এই মরশুমে আদর্শ অনুশীলন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সরকারি সূত্রে খবর, গ্রুপটি 8 অক্টোবর তাদের প্রশিক্ষণে আরোহণের সময় একটি অপ্রত্যাশিত তুষারপাতের সম্মুখীন হয়। সরকারের এক আধিকারিক বলেন, "আমাদের চারজন কর্মী তুষারের নীচে চাপা পড়েছিল। উদ্ধার প্রচেষ্টা এখনই শুরু করা হয়েছিল ৷ বর্তমানে জোর কদমে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷" ঘটনার পরে একটি অনুসন্ধান অভিযান চলাকালীন সেনা কর্মকর্তারা দাবি করেছেন, একজন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ওই আধিকারিক বলেন, "উদ্ধার অভিযান শেষ হলে যাবতীয় তথ্য এবং পরিচয় প্রকাশ করা হবে ৷"

আরও পড়ুন: ডাম্পার-লরি-ক্রুজার সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু শিশু-সহ 7 জনের

একই সঙ্গে ওই আধিকারিক আরও বলেন, "প্রতিকূল আবহাওয়া এবং ভারী তুষার স্তূপ হওয়া সত্ত্বেও, বিশাল তুষারের নীচে আটকে পড়া অন্যদের খুঁজে বের করা এবং উদ্ধার করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.