পানাজি, 30 সেপ্টেম্বর: সোশাল মিডিয়া বা গণমাধ্যমগুলি গণ বিভ্রান্তির অন্যতম অস্ত্র হয়ে উঠেছে ৷ কিন্তু তাদের মোকাবিলা করার জন্য এখনও কোন সমন্বিত প্রচেষ্টা নেই ৷ শনিবার এভাবেই উষ্মা প্রকাশ করলেন মুম্বই হাইকোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি মহেশ সোনাক ৷
মারগাও শহরের জি আর কারে কলেজ অফ ল-এর ছাত্রদের উদ্দেশে একটি বক্তৃতা সিরিজ 'জিআরকে-ল টকস' চলাকালীন, বিচারপতি সোনক আরও জানান, তিনি খবর না পড়ে বা না দেখে বিভিন্ন বিষয়ে অজ্ঞাত থাকতে পছন্দ করেন ৷ এক্ষেত্রে তাঁর দাবি, ভুল জানানোর থেকে না জানা ভাল ৷ বিচারপতি বলেন, "এখন আমরা এমন এক যুগে বাস করি যেখানে আমরা কম্পিউটার এবং স্মার্টফোনের মতো মেশিনগুলিকে রীতিমতো পুজো করি, মহিমান্বিত করি ৷ কিন্তু আমরা অত্যন্ত সন্দেহপ্রবণ এমনকী চিন্তা করার চেষ্টা করা মানুষদের থেকেও সতর্ক ৷"
তিনি আরও বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব গুণাবলী রয়েছে, তবে এটি একটি দুঃখজনক দিন এবং দুঃখজনক পৃথিবী হবে যদি আমরা আমাদের চিন্তা করার ক্ষমতা, আমাদের বুদ্ধিমত্তা এবং সংবেদনশীল পছন্দগুলিকে একটি মেশিনের কাছে বন্ধক রাখি ৷ তা যতই বুদ্ধিমান হোক না কেন।” বিচারপতি সোনাকের কথায়, "আমাদের চিন্তাভাবনাকে দুর্বল করা উচিৎ নয় ৷ পাছে একজন মানুষ এবং একটি যন্ত্রের মধ্যে কোনও পার্থক্য না থাকে। আমরা মানবজাতির মানবতা কেড়ে নিতে পারি না ৷ তা অন্তত আমাদের উচিতও হবে না ৷"
বিচারপতি সোনাক জানান, স্পষ্টভাবে, স্বাধীনভাবে এবং নির্ভীকভাবে চিন্তা করার এই ক্ষমতা একজন শিক্ষার্থীকে প্রতি ঘন্টায় শক্তিশালী করে ৷ গণমাধ্যমের দ্বারা চিরস্থায়ীভাবে প্রবর্তিত ধারণা এবং মতাদর্শকে উপলব্ধি করতে এবং প্রয়োজনে তা প্রত্যাখ্যান করতেও সাহায্য করবে। তিনি বলেন, "কয়েক দশক আগে, বিশ্ব ডব্লুএমডিএস- গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। আজ সোশাল মিডিয়া বা গণমাধ্যম গণ বিভ্রান্তির অস্ত্রে পরিণত হয়েছে এবং এখনও তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনও সমন্বিত প্রচেষ্টা নেই ৷"
আরও পড়ুন: ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল, দাবি এস জয়শঙ্করের
বিচারপতি জানান যে, তাঁর নিজস্ব উপায়ে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে, তিনি প্রায় চার বছর ধরে একটি 'নিউজ ডায়েটে' রয়েছেন। তাঁর কথায়, "সংবাদ না পড়ে বা না দেখে, আমি বুঝতে পারি যে আমি বেশ কয়েকটি বিষয়ে অজ্ঞাত। কিন্তু আমি অনুমান করি এটি ভুল জানার চেয়ে ভাল।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা বিকাশ একাডেমির সভাপতি নীতিন কুঙ্কোলিয়েঙ্কার, সহ-সভাপতি প্রীতম মোরেস এবং কলেজের অধ্যক্ষ ডরেটি সিমোস।