ETV Bharat / bharat

Sonam Wangchuk Protest: লাদাখ বাঁচাতে মাইনাস 18 ডিগ্রিতে অনশনে 'থ্রি ইডিয়টস' খ্যাত সোনম ওয়াংচুক - লাদাখ

অনশনে বসেছেন সোনম ওয়াংচুক (Social activist Sonam Wangchuk) । লাদাখের পরিবেশ বাঁচানোর দাবিতে (Save Ladakh Protest) আন্দোলন করছেন জনপ্রিয় প্রযুক্তিবিদ-উদ্ভাবক । যদিও পরে তাঁর অভিযোগ, তাঁকে গৃহবন্দি করেছে প্রশাসন ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 28, 2023, 4:17 PM IST

Updated : Jan 28, 2023, 5:07 PM IST

মাইনাস 18 ডিগ্রিতে অনশনে 'থ্রি ইডিয়টস' খ্যাত সোনমের

লে, 28 জানুয়ারি: সোনম ওয়াংচুক । 26 জানুয়ারি থেকে 5 দিনের অনশন শুরু করেছেন 'থ্রি ইডিয়টস' খ্যাত প্রযুক্তিবিদ-উদ্ভাবক । উপলক্ষ্য, লাদাখ বাঁচাও আন্দোলনে সামিল হওয়া । আগে জানিয়েছিলেন, পাঁচদিনের অনশনে (Save Ladakh Protest) বসবেন তিনি । স্থান হিসেবে বেছে নিয়েছিলেন 18 হাজার ফুট উচ্চতার খারদুংলা পাসকে, যেখানকার তাপমাত্রা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস (Sonam Wangchuks Save Ladakh protest ) ।

পরে যদিও তিনি জানিয়ে দেন, প্রবল তুষারপাতের কারণে খারদুংলার রাস্তা অবরুদ্ধ হওয়ায় তিনি হিয়াল (Himalayan Institute of Alternative Ladakh) থেকে অনশন করছেন । খানিক পরে এই জনপ্রিয় প্রযুক্তিবিদ-উদ্ভাবক জানান, তিনি গৃহবন্দি । প্রশাসন তাঁকে ক্যাম্পাসের বাইরে বেরতে দিচ্ছে না । একই সঙ্গে তাঁর অভিযোগ, তাঁর জীবনহানির আশংকায় তাঁকে খারদোংলা পাসে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি ।

কে এই সোনম ওয়াংচুক ?

1966 সালে জন্ম । বর্তমানে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ (HIAL)-এর পরিচালক সোনম একজন জনপ্রিয় প্রযুক্তিবিদ-উদ্ভাবক । 2018 সালে ম্যাগসেসে পুরস্কার পাওয়া সোনমের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা । 2009 সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান অভিনীত ফুনসুখ ওয়াংড়ুর চরিত্রটি তাঁর থেকেই অনুপ্রাণিত । লাদাখের এই প্রযুক্তিবিদ তাঁর উদ্ভাবনী স্কুল, স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ (SECMOL) স্থাপন করেছেন । যার ক্যাম্পাস চলে সৌর শক্তিতে ।

1988 সালে লাদাখি শিশু ও যুবকদের সমর্থন এবং প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ প্রতিষ্ঠা করেন । সেই সমস্ত শিশু-যুবকদের নিয়ে তিনি কাজ করেন, যাদের আমাদের সিস্টেম ব্যর্থ বলে দেগে দিয়েছে । 1994 সালে, ওয়াংচুক সরকারি স্কুলের ব্যবস্থায় সংস্কার আনতে অপারেশন নিউ হোপ চালু করেন । লাদাখের শীতে তীব্র তাপমাত্রা বজায় রাখার জন্য কাদা দিয়ে তৈরি কম দামের সৌর উত্তপ্ত বিল্ডিং ডিজাইন করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।

আরও পড়ুন: চিনের সামগ্রী বাদ দিন, কিন্তু মনে রাখবেন লড়াইটা সে দেশের সরকারের সঙ্গে : ওয়াংচুক

2021 সালে তিনি পরিবেশ-বান্ধব সৌর উত্তপ্ত তাঁবুও তৈরি করেছিলেন যা সেনাবাহিনীর কর্মীরা লাদাখ অঞ্চলের সিয়াচেন ও গালওয়ান উপত্যকার মতো অত্যন্ত ঠান্ডা জায়গায় ব্যবহার করতে পারে । 2022 সালের নভেম্বরে সপ্তম ডঃ পাওলোস মার গ্রেগোরিওস পুরস্কারে ভূষিত হন তিনি । দিল্লি ডায়োসিসের প্রথম মেট্রোপলিটন এবং প্রখ্যাত দার্শনিক ডাঃ পাওলোস মার গ্রেগোরিওসের স্মরণে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় । তাঁকে পুরস্কার দেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।

মাইনাস 18 ডিগ্রিতে অনশনে 'থ্রি ইডিয়টস' খ্যাত সোনমের

লে, 28 জানুয়ারি: সোনম ওয়াংচুক । 26 জানুয়ারি থেকে 5 দিনের অনশন শুরু করেছেন 'থ্রি ইডিয়টস' খ্যাত প্রযুক্তিবিদ-উদ্ভাবক । উপলক্ষ্য, লাদাখ বাঁচাও আন্দোলনে সামিল হওয়া । আগে জানিয়েছিলেন, পাঁচদিনের অনশনে (Save Ladakh Protest) বসবেন তিনি । স্থান হিসেবে বেছে নিয়েছিলেন 18 হাজার ফুট উচ্চতার খারদুংলা পাসকে, যেখানকার তাপমাত্রা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস (Sonam Wangchuks Save Ladakh protest ) ।

পরে যদিও তিনি জানিয়ে দেন, প্রবল তুষারপাতের কারণে খারদুংলার রাস্তা অবরুদ্ধ হওয়ায় তিনি হিয়াল (Himalayan Institute of Alternative Ladakh) থেকে অনশন করছেন । খানিক পরে এই জনপ্রিয় প্রযুক্তিবিদ-উদ্ভাবক জানান, তিনি গৃহবন্দি । প্রশাসন তাঁকে ক্যাম্পাসের বাইরে বেরতে দিচ্ছে না । একই সঙ্গে তাঁর অভিযোগ, তাঁর জীবনহানির আশংকায় তাঁকে খারদোংলা পাসে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি ।

কে এই সোনম ওয়াংচুক ?

1966 সালে জন্ম । বর্তমানে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ (HIAL)-এর পরিচালক সোনম একজন জনপ্রিয় প্রযুক্তিবিদ-উদ্ভাবক । 2018 সালে ম্যাগসেসে পুরস্কার পাওয়া সোনমের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা । 2009 সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান অভিনীত ফুনসুখ ওয়াংড়ুর চরিত্রটি তাঁর থেকেই অনুপ্রাণিত । লাদাখের এই প্রযুক্তিবিদ তাঁর উদ্ভাবনী স্কুল, স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ (SECMOL) স্থাপন করেছেন । যার ক্যাম্পাস চলে সৌর শক্তিতে ।

1988 সালে লাদাখি শিশু ও যুবকদের সমর্থন এবং প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ প্রতিষ্ঠা করেন । সেই সমস্ত শিশু-যুবকদের নিয়ে তিনি কাজ করেন, যাদের আমাদের সিস্টেম ব্যর্থ বলে দেগে দিয়েছে । 1994 সালে, ওয়াংচুক সরকারি স্কুলের ব্যবস্থায় সংস্কার আনতে অপারেশন নিউ হোপ চালু করেন । লাদাখের শীতে তীব্র তাপমাত্রা বজায় রাখার জন্য কাদা দিয়ে তৈরি কম দামের সৌর উত্তপ্ত বিল্ডিং ডিজাইন করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।

আরও পড়ুন: চিনের সামগ্রী বাদ দিন, কিন্তু মনে রাখবেন লড়াইটা সে দেশের সরকারের সঙ্গে : ওয়াংচুক

2021 সালে তিনি পরিবেশ-বান্ধব সৌর উত্তপ্ত তাঁবুও তৈরি করেছিলেন যা সেনাবাহিনীর কর্মীরা লাদাখ অঞ্চলের সিয়াচেন ও গালওয়ান উপত্যকার মতো অত্যন্ত ঠান্ডা জায়গায় ব্যবহার করতে পারে । 2022 সালের নভেম্বরে সপ্তম ডঃ পাওলোস মার গ্রেগোরিওস পুরস্কারে ভূষিত হন তিনি । দিল্লি ডায়োসিসের প্রথম মেট্রোপলিটন এবং প্রখ্যাত দার্শনিক ডাঃ পাওলোস মার গ্রেগোরিওসের স্মরণে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় । তাঁকে পুরস্কার দেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।

Last Updated : Jan 28, 2023, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.