ETV Bharat / bharat

Snake Bite : গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরতে গিয়ে ছোবলে মৃত সর্পপ্রেমী - সাপ ধরতে গিয়ে ছোবলে মৃত সর্পপ্রেমী

সাপ ধরার জন্য তাঁর সরকারি কোনও প্রশিক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে বাড়ির লোকের তরফে । তাঁর মতো আরও কয়েকজন এই জেলায় সাপ ধরেন । তাঁদেরও কোনও সরকারি প্রশিক্ষণ নেই ।

Snake Bite
গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরতে গিয়ে ছোবলে মৃত সর্পপ্রেমী
author img

By

Published : Oct 19, 2021, 9:40 PM IST

মালদা, 19 অক্টোবর : এলাকায় সাপ দেখা দিলেই ডাক পড়ত তাঁর । খবর পেলেই ছুটে গিয়ে সাপ উদ্ধার করে ছেড়ে আসতেন জঙ্গলে । সর্পপ্রেমী হিসাবে নামও ছড়িয়েছিল 30 বছর বয়সী বঙ্কিম স্বর্ণকারের । সেই সাপের ছোবলেই আজ প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে সর্পপ্রেমীদের সঙ্গে শোকের ছায়া সাধারণ মানুষের মধ্যেও।

আরও পড়ুন : Leave Cancelled: পুজো কাটতেই বাড়ছে করোনা, ছুটি বাতিল কলকাতার স্বাস্থ্যকর্মীদের

বঙ্কিম স্বর্ণকারের বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে তিনি জানতে পারেন, রতুয়া 2 নম্বর ব্লকের পুখুরিয়া গ্রামে একটি বাড়িতে সাপ দেখা গিয়েছে । খবর পেয়েই ওই গ্রামে ছোটেন তিনি । সেই বাড়িতে বিশাল আকারের একটি গোখরো সাপ দেখতে পান । স্নেক স্টিক নিয়ে সেই সাপটিকে কবজা করার চেষ্টা করছিলেন । তখনই অসতর্কতাবশত তাঁর হাতে ছোবল দেয় গোখরোটি । ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন বঙ্কিম । গ্রামবাসীরাই তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : Babul Supriyo : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাপ ধরার জন্য প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ডাক পড়ত বঙ্কিমের । সাপ ধরতে চলে যেতেন হরিশ্চন্দ্রপুর, চাঁচল, এমনকি বিহারেও । তবে সাপ ধরার জন্য তাঁর সরকারি কোনও প্রশিক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে বাড়ির লোকের তরফে । তাঁর মতো আরও কয়েকজন এই জেলায় সাপ ধরেন । তাঁদেরও কোনও সরকারি প্রশিক্ষণ নেই । ফলে, বঙ্কিম স্বর্ণকারের মৃত্যুর পরেই এই পরিস্থিতিতে সর্পপ্রেমীদের দ্রুত সরকারি প্রশিক্ষণের দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

মালদা, 19 অক্টোবর : এলাকায় সাপ দেখা দিলেই ডাক পড়ত তাঁর । খবর পেলেই ছুটে গিয়ে সাপ উদ্ধার করে ছেড়ে আসতেন জঙ্গলে । সর্পপ্রেমী হিসাবে নামও ছড়িয়েছিল 30 বছর বয়সী বঙ্কিম স্বর্ণকারের । সেই সাপের ছোবলেই আজ প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে সর্পপ্রেমীদের সঙ্গে শোকের ছায়া সাধারণ মানুষের মধ্যেও।

আরও পড়ুন : Leave Cancelled: পুজো কাটতেই বাড়ছে করোনা, ছুটি বাতিল কলকাতার স্বাস্থ্যকর্মীদের

বঙ্কিম স্বর্ণকারের বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে তিনি জানতে পারেন, রতুয়া 2 নম্বর ব্লকের পুখুরিয়া গ্রামে একটি বাড়িতে সাপ দেখা গিয়েছে । খবর পেয়েই ওই গ্রামে ছোটেন তিনি । সেই বাড়িতে বিশাল আকারের একটি গোখরো সাপ দেখতে পান । স্নেক স্টিক নিয়ে সেই সাপটিকে কবজা করার চেষ্টা করছিলেন । তখনই অসতর্কতাবশত তাঁর হাতে ছোবল দেয় গোখরোটি । ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন বঙ্কিম । গ্রামবাসীরাই তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : Babul Supriyo : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাপ ধরার জন্য প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ডাক পড়ত বঙ্কিমের । সাপ ধরতে চলে যেতেন হরিশ্চন্দ্রপুর, চাঁচল, এমনকি বিহারেও । তবে সাপ ধরার জন্য তাঁর সরকারি কোনও প্রশিক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে বাড়ির লোকের তরফে । তাঁর মতো আরও কয়েকজন এই জেলায় সাপ ধরেন । তাঁদেরও কোনও সরকারি প্রশিক্ষণ নেই । ফলে, বঙ্কিম স্বর্ণকারের মৃত্যুর পরেই এই পরিস্থিতিতে সর্পপ্রেমীদের দ্রুত সরকারি প্রশিক্ষণের দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.