নয়াদিল্লি, 23 জুলাই: 'ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি' (National Herald Case) মামলায় 5 হাজার কোটি টাকা লুট করেছেন সনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেই ঘটনার প্রতিবাদে সরব হওয়াতেই তাঁর কলেজ পড়ুয়া মেয়েকে নিশানা করা হচ্ছে ! শনিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, গোয়ায় একটি বেআইনি পানশালা রয়েছে স্মৃতি ইরানির মেয়ের ৷ এই অভিযোগের জবাব দিতেই এদিন 'মাঠে নামেন' স্মৃতি ৷ তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দেন তিনি ৷
এদিন দিল্লিতেই একটি সাংবাদিক সম্মেলন করেন স্মৃতি ৷ সংবাদমাধ্যমের সামনে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন তিনি ৷ স্মৃতির অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁর মেয়েকে নিশানা করা হচ্ছে ৷ তাঁর চরিত্র কলুষিত করার চেষ্টা চলছে ৷ মন্ত্রীর হুঁশিয়ারি, তাঁর মেয়ে যদি বেআইনি কোনও কাজ করেই থাকেন, তাহলে তা প্রমাণ-সহ সর্বসমক্ষে পেশ করা হোক ৷
-
Dear PM Modi,
— Congress (@INCIndia) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
you talked so much about getting the country rid of corruption. Can you take an action on these incidents of corruption by a minister of your own cabinet? #स्मृति_ईरानी_चुप्पी_तोड़ो pic.twitter.com/6enRTmXUZa
">Dear PM Modi,
— Congress (@INCIndia) July 23, 2022
you talked so much about getting the country rid of corruption. Can you take an action on these incidents of corruption by a minister of your own cabinet? #स्मृति_ईरानी_चुप्पी_तोड़ो pic.twitter.com/6enRTmXUZaDear PM Modi,
— Congress (@INCIndia) July 23, 2022
you talked so much about getting the country rid of corruption. Can you take an action on these incidents of corruption by a minister of your own cabinet? #स्मृति_ईरानी_चुप्पी_तोड़ो pic.twitter.com/6enRTmXUZa
আরও পড়ুন: CJI NV Ramana: ' সালিশি সভার আসর বসাচ্ছে সংবাদমাধ্যাম', তীব্র কটাক্ষ দেশের প্রধান বিচারপতির
স্মৃতি জানিয়েছেন, তাঁর মেয়ের বয়স মাত্র 18 বছর ৷ স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া তিনি ৷ তিনি কোনও পানশালা চালান না বলেও দাবি করেছেন স্মৃতি ৷ তাঁর কথায়, "আমার মেয়ের দোষ হল, তার মা একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ সেখানে সনিয়া গান্ধি ও রাহুল গান্ধির 5 হাজার কোটি টাকার লুটের প্রতিবাদ করেছিলেন তিনি ৷ আমার মেয়ের দোষ হল, 2014 এবং 2019 সালে তার মা রাহুল গান্ধির বিরুদ্ধে ভোটে লড়েছিলেন ৷ আমি আদালতের কাছে, জনতার কাছে এর জবাব চাই ৷"
-
The voice which is loud every time it attacks others on baseless BJP-made agendas is quiet on the fraud committed by her own family. Why?#स्मृति_ईरानी_चुप्पी_तोड़ो pic.twitter.com/CdrcniyXGZ
— Congress (@INCIndia) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The voice which is loud every time it attacks others on baseless BJP-made agendas is quiet on the fraud committed by her own family. Why?#स्मृति_ईरानी_चुप्पी_तोड़ो pic.twitter.com/CdrcniyXGZ
— Congress (@INCIndia) July 23, 2022The voice which is loud every time it attacks others on baseless BJP-made agendas is quiet on the fraud committed by her own family. Why?#स्मृति_ईरानी_चुप्पी_तोड़ो pic.twitter.com/CdrcniyXGZ
— Congress (@INCIndia) July 23, 2022
শনিবারই স্মৃতি ইরানিকে তাঁর পদ থেকে সরানোর দাবিতে সরব হয় কংগ্রেস ৷ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই আবেদন করা হয় দলের তরফে ৷ সেই সময়েই স্মৃতি ইরানির মেয়ের বিরুদ্ধে গোয়ায় বেআইনি পানশালা চালানোর অভিযোগ তোলে কংগ্রেস ৷ সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হন স্মৃতি ৷