ETV Bharat / bharat

Smriti Threatens Congress: "রাহুল গান্ধিকে আমেঠিতে পাঠান, ফের ধুলোয় মিশিয়ে দেব", অবৈধ পানশালা বিতর্কে হুমকি 'মা' স্মৃতির - অবৈধ পানশালা বিতর্কে হুমকি মা স্মৃতির

কেন্দ্রীয় নারী-কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জইশ ইরানিকে নিয়ে কংগ্রেস বনাম বিজেপি নতুন যুদ্ধে নেমেছে ৷ সম্প্রতি তাঁর মেয়েকে বেআইনি পানশালা চালানোর অভিযোগে শোকজ নোটিস পাঠিয়েছে গোয়ার আবগারি দফতর ৷ তাঁর পালটা জবাবে রাহুল গান্ধিকে আমেঠিতে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মা তথা নেত্রী (Smriti Threatens Congress) ৷

Smriti Irani challenges Rahul Gandhi
রাহুলকে হুমকি স্মৃতি ইরানির
author img

By

Published : Jul 24, 2022, 9:41 AM IST

Updated : Jul 24, 2022, 11:41 AM IST

নয়াদিল্লি, 24 জুলাই: "আমার মেয়ের একটাই দোষ, তাঁর মা সোনিয়া ও রাহুল গান্ধির 5 হাজার কোটি টাকা লুঠের কথা নিয়ে প্রেস কনফারেন্স করেছে ।" কংগ্রেসকে বিঁধে দৃঢ় গলায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তাঁর মেয়ে গোয়ায় বেআইনি পানশালা চালাচ্ছে ৷ এই অভিযোগে বৃহস্পতিবার জইশ ইরানিকে (স্মৃতি ইরানির মেয়ে) শো-কজ নোটিস পাঠিয়েছেন গোয়ার আবগারি দফতরের কমিশনার নারায়ণ এম গাদ ৷ স্বাভাবিকভাবেই এই ইস্যুতে সোনিয়া-রাহুল গান্ধিকে বার বার আক্রমণকারী বিজেপি মন্ত্রীকে কাঠগড়ায় তোলার সুযোগ ছাড়েনি কংগ্রেস ৷ তারই জবাবে কেন্দ্রের নারী-কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি আরেকটি সাংবাদিক সম্মেলন করে আদালতে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন (Smriti Irani challenges Congress to defeat Rahul Gandhi in 2024 Lok Sabha Election) ৷

ঘটনার সূত্রপাত, সৈকত রাজ্য গোয়ায় স্মৃতি ইরানির মেয়ে জইশের রেস্তোরাঁ ও পানশালাকে ঘিরে ৷ যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি এই পানশালা (Silly Souls Goa Cafe & Bar) তাঁর মেয়ে চালায় না ৷ আরটিআই কর্মী আইনজীবী রডরিগেজ (Aires Rodrigues) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এই পানশালার বিরুদ্ধে তদন্তের দাবি জানান ৷ আইনজীবীর বক্তব্য, স্থানীয় আবগারি আধিকারিক এবং আসাগাও গ্রাম পঞ্চায়েতও এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ৷ স্মৃতি জুবিন ইরানির পারিবারিক এই পানশালাটি অবৈধভাবে চালানোয় তাদের মদত আছে ৷ রডরিগেজ আরটিআই করা একটি নথিও পাঠান সংশ্লিষ্ট দফতরে ৷ এরপরই কমিশনারের তরফে শোকজ নোটিশ পাঠানো হয় ৷ 29 জুলাই সকাল 11টায় এর শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

  • कौन सी स्मृति ईरानी झूठ बोल रही है? वो स्मृति ईरानी जिन्होंने चौदह अप्रेल 2022 को अपनी बेटी के रेस्टौरेंट की तारीफ़ की थी या वो स्मृति ईरानी जो आज कह रहीं हैं कि उनकी बेटी का कोई रेस्टौरेंट है ही नहीं? https://t.co/pdG7FxYNWW

    — Pawan Khera 🇮🇳 (@Pawankhera) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সোনিয়ার ইডি হাজিরায় উত্তাল দেশ-সংসদ, বিরোধীদের প্রতিবাদে সাময়িক মুলতুবি দুই কক্ষ

এ নিয়ে মাঠে নামে কংগ্রেস ৷ দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করেন পবন খেরা, জয়রাম রমেশ এবং মহিলা কংগ্রেসের সভাপতি নেটা ডি'সুজা ৷ সেখানে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবি তোলেন ৷ এমনকী মনে করিয়ে দেন 2004 সালে এই মন্ত্রীই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন ৷ উল্লেখ্য, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ নেটা ডি'সুজা সাংবাদিকদের আরও বলেন, "আরটিআই কর্মী রডরিগেজের নিরাপত্তা প্রয়োজন ৷ এই ঘটনার পরে তাঁর সঙ্গে কী হবে, কেউ জানে না ৷ প্রতিহিংসার রাজনীতি চলছে দেশজুড়ে ৷"

  • “On Wednesday, Irani took to Instagram to share food writer Kunal Vijaykar’s positive review for Silly Souls Restaurant - the Goa eatery owned by her daughter Zoish Irani.” https://t.co/pdG7FxYNWW dated April 14, 2022 https://t.co/BLDkS2rv0D

    — Pawan Khera 🇮🇳 (@Pawankhera) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের মেয়েকে বাঁচাতে পালটা শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ৷ অবৈধ পানশালা চালানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এটা শুধুমাত্র আমার মেয়ের চরিত্রকে কলঙ্কিত করা নয়, আমার রাজনৈতিক কেরিয়ারকে ক্ষতি করার চেষ্টা চলছে ৷ আর এসব হচ্ছে কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ গান্ধি পরিবারের নির্দেশে ৷" কারণ, তিনি সোনিয়া-রাহুল গান্ধির 5 হাজার কোটি টাকা লুঠের বিরুদ্ধে গলা তোলার ঔদ্ধত্য দেখিয়েছেন, জানান বিজেপি নেত্রী ৷

আরটিআই-এর কাগজটি হাতে নিয়ে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন করেন, "কংগ্রেস নেতারা দেখান, এখানে আমার মেয়ের নাম কোথায় ?" তিনি জানান, তাঁর মেয়ে 18 বছরের তরুণী এবং কলেজে প্রথম বর্ষের ছাত্রী ৷ তবে মেয়ের একটাই অপরাধ, তাঁর মা 2014 এবং 2019- দুই লোকসভা নির্বাচনে আমেঠি থেকে রাহুল গান্ধিকে হারিয়েছেন ৷ এবারও তাই হবে ৷ কংগ্রেস তথা গান্ধি পরিবারকে মায়ের হুঁশিয়ারি, "আমি আপনাদের কোর্টে এবং জনতার আদালতে দেখে নেব ৷ একজন বিজেপি কর্মী এবং মা হিসেবে আমি কথা দিচ্ছি, আপনারা 2024-এ আরেকবার রাহুল গান্ধিকে আমেঠিতে পাঠান ৷ আমি তাঁকে ধুলোয় মিশিয়ে দেব ৷"

আরও পড়ুন: রাহুলকে ফের 12 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সব বিধায়ককে দিল্লি তলব কংগ্রেসের

এরপরেই কংগ্রেস নেতা পবন খেরা টুইট করে স্মৃতি ইরানির মেয়ের রেস্তোরাঁ ও পানশালা সংক্রান্ত একটি খবর পোস্ট করেন ৷ তিনি লেখেন, "ইরানি ইনস্টাগ্রামে সিলি সোলস রেস্তোরাঁর উপর লিখিত কুনাল বিজয়করের একটি পর্যালোচনা শেয়ার করেছেন ৷ সেটি 18 এপ্রিল প্রকাশিত হয় ৷ গোয়ার এই রেস্তারাঁটি চালান তাঁর মেয়ে জইশ ইরানি ৷"

নয়াদিল্লি, 24 জুলাই: "আমার মেয়ের একটাই দোষ, তাঁর মা সোনিয়া ও রাহুল গান্ধির 5 হাজার কোটি টাকা লুঠের কথা নিয়ে প্রেস কনফারেন্স করেছে ।" কংগ্রেসকে বিঁধে দৃঢ় গলায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তাঁর মেয়ে গোয়ায় বেআইনি পানশালা চালাচ্ছে ৷ এই অভিযোগে বৃহস্পতিবার জইশ ইরানিকে (স্মৃতি ইরানির মেয়ে) শো-কজ নোটিস পাঠিয়েছেন গোয়ার আবগারি দফতরের কমিশনার নারায়ণ এম গাদ ৷ স্বাভাবিকভাবেই এই ইস্যুতে সোনিয়া-রাহুল গান্ধিকে বার বার আক্রমণকারী বিজেপি মন্ত্রীকে কাঠগড়ায় তোলার সুযোগ ছাড়েনি কংগ্রেস ৷ তারই জবাবে কেন্দ্রের নারী-কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি আরেকটি সাংবাদিক সম্মেলন করে আদালতে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন (Smriti Irani challenges Congress to defeat Rahul Gandhi in 2024 Lok Sabha Election) ৷

ঘটনার সূত্রপাত, সৈকত রাজ্য গোয়ায় স্মৃতি ইরানির মেয়ে জইশের রেস্তোরাঁ ও পানশালাকে ঘিরে ৷ যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি এই পানশালা (Silly Souls Goa Cafe & Bar) তাঁর মেয়ে চালায় না ৷ আরটিআই কর্মী আইনজীবী রডরিগেজ (Aires Rodrigues) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এই পানশালার বিরুদ্ধে তদন্তের দাবি জানান ৷ আইনজীবীর বক্তব্য, স্থানীয় আবগারি আধিকারিক এবং আসাগাও গ্রাম পঞ্চায়েতও এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ৷ স্মৃতি জুবিন ইরানির পারিবারিক এই পানশালাটি অবৈধভাবে চালানোয় তাদের মদত আছে ৷ রডরিগেজ আরটিআই করা একটি নথিও পাঠান সংশ্লিষ্ট দফতরে ৷ এরপরই কমিশনারের তরফে শোকজ নোটিশ পাঠানো হয় ৷ 29 জুলাই সকাল 11টায় এর শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

  • कौन सी स्मृति ईरानी झूठ बोल रही है? वो स्मृति ईरानी जिन्होंने चौदह अप्रेल 2022 को अपनी बेटी के रेस्टौरेंट की तारीफ़ की थी या वो स्मृति ईरानी जो आज कह रहीं हैं कि उनकी बेटी का कोई रेस्टौरेंट है ही नहीं? https://t.co/pdG7FxYNWW

    — Pawan Khera 🇮🇳 (@Pawankhera) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সোনিয়ার ইডি হাজিরায় উত্তাল দেশ-সংসদ, বিরোধীদের প্রতিবাদে সাময়িক মুলতুবি দুই কক্ষ

এ নিয়ে মাঠে নামে কংগ্রেস ৷ দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করেন পবন খেরা, জয়রাম রমেশ এবং মহিলা কংগ্রেসের সভাপতি নেটা ডি'সুজা ৷ সেখানে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবি তোলেন ৷ এমনকী মনে করিয়ে দেন 2004 সালে এই মন্ত্রীই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন ৷ উল্লেখ্য, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ নেটা ডি'সুজা সাংবাদিকদের আরও বলেন, "আরটিআই কর্মী রডরিগেজের নিরাপত্তা প্রয়োজন ৷ এই ঘটনার পরে তাঁর সঙ্গে কী হবে, কেউ জানে না ৷ প্রতিহিংসার রাজনীতি চলছে দেশজুড়ে ৷"

  • “On Wednesday, Irani took to Instagram to share food writer Kunal Vijaykar’s positive review for Silly Souls Restaurant - the Goa eatery owned by her daughter Zoish Irani.” https://t.co/pdG7FxYNWW dated April 14, 2022 https://t.co/BLDkS2rv0D

    — Pawan Khera 🇮🇳 (@Pawankhera) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের মেয়েকে বাঁচাতে পালটা শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ৷ অবৈধ পানশালা চালানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এটা শুধুমাত্র আমার মেয়ের চরিত্রকে কলঙ্কিত করা নয়, আমার রাজনৈতিক কেরিয়ারকে ক্ষতি করার চেষ্টা চলছে ৷ আর এসব হচ্ছে কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ গান্ধি পরিবারের নির্দেশে ৷" কারণ, তিনি সোনিয়া-রাহুল গান্ধির 5 হাজার কোটি টাকা লুঠের বিরুদ্ধে গলা তোলার ঔদ্ধত্য দেখিয়েছেন, জানান বিজেপি নেত্রী ৷

আরটিআই-এর কাগজটি হাতে নিয়ে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন করেন, "কংগ্রেস নেতারা দেখান, এখানে আমার মেয়ের নাম কোথায় ?" তিনি জানান, তাঁর মেয়ে 18 বছরের তরুণী এবং কলেজে প্রথম বর্ষের ছাত্রী ৷ তবে মেয়ের একটাই অপরাধ, তাঁর মা 2014 এবং 2019- দুই লোকসভা নির্বাচনে আমেঠি থেকে রাহুল গান্ধিকে হারিয়েছেন ৷ এবারও তাই হবে ৷ কংগ্রেস তথা গান্ধি পরিবারকে মায়ের হুঁশিয়ারি, "আমি আপনাদের কোর্টে এবং জনতার আদালতে দেখে নেব ৷ একজন বিজেপি কর্মী এবং মা হিসেবে আমি কথা দিচ্ছি, আপনারা 2024-এ আরেকবার রাহুল গান্ধিকে আমেঠিতে পাঠান ৷ আমি তাঁকে ধুলোয় মিশিয়ে দেব ৷"

আরও পড়ুন: রাহুলকে ফের 12 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সব বিধায়ককে দিল্লি তলব কংগ্রেসের

এরপরেই কংগ্রেস নেতা পবন খেরা টুইট করে স্মৃতি ইরানির মেয়ের রেস্তোরাঁ ও পানশালা সংক্রান্ত একটি খবর পোস্ট করেন ৷ তিনি লেখেন, "ইরানি ইনস্টাগ্রামে সিলি সোলস রেস্তোরাঁর উপর লিখিত কুনাল বিজয়করের একটি পর্যালোচনা শেয়ার করেছেন ৷ সেটি 18 এপ্রিল প্রকাশিত হয় ৷ গোয়ার এই রেস্তারাঁটি চালান তাঁর মেয়ে জইশ ইরানি ৷"

Last Updated : Jul 24, 2022, 11:41 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.