ইয়াদাগিরিগুট্টা (তেলেঙ্গানা), 30 নভেম্বর: ওয়ারাঙ্গলগামী ইস্ট-কোস্ট এক্সপ্রেস ধোঁয়া আতঙ্ক ৷ এই ধোঁয়ার জেরে বৃহস্পতিবার আতঙ্কের সৃষ্টি হয় ট্রেনের যাত্রীদের মধ্যে । ঘটনায় যাত্রীরা ট্রেন থেকে নেমে ভয়ে বিভিন্ন দিকে পালাতে থাকে । ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় ভাঙ্গাপল্লি স্টেশনে ৷
জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে ওয়ারাঙ্গল যাচ্ছিল ট্রেনটি ৷ সে সময় ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার ইয়াদাগিরিগুট্টা মণ্ডলের ভাঙ্গাপল্লিতে পৌঁছলে ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে। রেলকর্মীরা দেখতে পান, এয়ার পাইপ ফেটে ধোঁয়া বের হচ্ছে । এই ঘটনার জেরে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ট্রেনটি থামার সঙ্গে সঙ্গেই তারা নীচে নেমে যায় এবং তাদের মধ্যে কেউ কেউ স্টেশনে দৌড়তে শুরু করেন । খুব শীঘ্রই রেল কর্মীরা সমস্যা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেন । রেলওয়ে কর্মীরা পরে ঘোষণা করেন যে ত্রুটিটি মেরামত করা হয়েছে এবং আর কোনও বিপদের সম্ভাবনা নেই । কিছুক্ষণ পর ট্রেনটি আবার ওয়ারাঙ্গলের পথে যাত্রা শুরু করে ।
নভেম্বরে একই রকম একটি ঘটনায় কানপুর-আনোয়ারগঞ্জ এক্সপ্রেসের ব্রেক জ্যাম হয়ে যায় এবং চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে । কানপুর থেকে ফারুখাবাদের দিকে যাওয়ার সময় বিলহৌর রেলস্টেশনের কাছে ব্রেক জ্যামের কারণে ট্রেনটি থেমে যায় । ঘটনাটি আতঙ্কের সৃষ্টি করেছিল ৷ তবে ত্রুটি মেরামত করে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছিল ।এর আগে তিরুভান্থপুরম-চেন্নাই সেন্ট্রাল মেলের এসি কোচের চাকা থেকে ধোঁয়া বের হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । ব্রেক ছাড়ার পরে চাপের ওঠানামার কারণে চাকার চলাচলে ব্যাঘাতের কারণে ধোঁয়াটি হয়েছিল। ট্রেনটি প্রায় 20 মিনিট বিলম্বিত হয়েছিল ৷
আরও পড়ুন: