ETV Bharat / bharat

Firozabad Fire Incident: ফিরোজাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 শিশু-সহ মৃত 6

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি বাড়িতে আগুন লেগে 6 জনের মৃত্যু হয়েছে (Six People Including Three Children Dead in A Fire Incident) ৷ যদের মধ্যে 3টি শিশু ছিল ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে ৷

author img

By

Published : Nov 30, 2022, 12:45 PM IST

six-people-including-three-children-dead-in-a-fire-incident-in-firozabad
six-people-including-three-children-dead-in-a-fire-incident-in-firozabad

ফিরোজাবাদ, 30 নভেম্বর: ফিরোজাবাদের জাসরানা থানার পাঢম গ্রামে মঙ্গলবার গভীর রাতে শর্ট সার্কিটের কারণে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ যে ঘটনায় 3 শিশু-সহ 6 জনের মৃত্যু হয়েছে (Six People Including Three Children Dead in A Fire Incident) ৷ প্রায় 4 ঘণ্টার চেষ্টায় দমকলের 18টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে ৷ খবর পেয়ে মাঝরাতেই ঘটনাস্থলে যান জেলাশাসক ৷ মৃতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই বাড়িতে মোট 9 জন ছিলেন ৷ 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি 6 জনকে ঘরের মধ্যে থেকে বের করে আনা যায়নি ৷ এই ঘটনায় মৃতদের মধ্যে 3টি শিশুও ছিল ৷ সূত্রের খবর, পাঢম গ্রামে আসবাবপত্রে শোরুম ছিল রমন প্রকাশ নামে এক ব্যক্তির ৷ শোরুমের উপরেই তাঁর বাড়ি ৷ সেখানেই পরিবার নিয়ে থাকতেন রমন ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশিস তিওয়ারি জানিয়েছেন, রমন প্রকাশের আসবাবপত্রের শোরুমে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ৷ এই ঘটনায় দমকলের 18টি ইঞ্জিন প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয়

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনি মৃতদের নিহতদের 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার আশিস তিওয়ারি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেতৃত্ব দেন ৷ এই আগুন লাগার ঘটনায় মৃতেরা হলেন রমন প্রকাশের ছেলে মনোজ কুমার, মনোজের স্ত্রী নীরজ এবং দুই ছেলে হর্ষ ও ভরত ৷ এছাড়াও রমন প্রকাশের আরেক ছেলে নীতিনের স্ত্রী শিবানি এবং মেয়ে তেজস্বী ৷

ফিরোজাবাদ, 30 নভেম্বর: ফিরোজাবাদের জাসরানা থানার পাঢম গ্রামে মঙ্গলবার গভীর রাতে শর্ট সার্কিটের কারণে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ যে ঘটনায় 3 শিশু-সহ 6 জনের মৃত্যু হয়েছে (Six People Including Three Children Dead in A Fire Incident) ৷ প্রায় 4 ঘণ্টার চেষ্টায় দমকলের 18টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে ৷ খবর পেয়ে মাঝরাতেই ঘটনাস্থলে যান জেলাশাসক ৷ মৃতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই বাড়িতে মোট 9 জন ছিলেন ৷ 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি 6 জনকে ঘরের মধ্যে থেকে বের করে আনা যায়নি ৷ এই ঘটনায় মৃতদের মধ্যে 3টি শিশুও ছিল ৷ সূত্রের খবর, পাঢম গ্রামে আসবাবপত্রে শোরুম ছিল রমন প্রকাশ নামে এক ব্যক্তির ৷ শোরুমের উপরেই তাঁর বাড়ি ৷ সেখানেই পরিবার নিয়ে থাকতেন রমন ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশিস তিওয়ারি জানিয়েছেন, রমন প্রকাশের আসবাবপত্রের শোরুমে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ৷ এই ঘটনায় দমকলের 18টি ইঞ্জিন প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয়

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনি মৃতদের নিহতদের 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার আশিস তিওয়ারি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেতৃত্ব দেন ৷ এই আগুন লাগার ঘটনায় মৃতেরা হলেন রমন প্রকাশের ছেলে মনোজ কুমার, মনোজের স্ত্রী নীরজ এবং দুই ছেলে হর্ষ ও ভরত ৷ এছাড়াও রমন প্রকাশের আরেক ছেলে নীতিনের স্ত্রী শিবানি এবং মেয়ে তেজস্বী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.