বেগুসরাই (বিহার), 29 নভেম্বর: জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত 6 শিশু ৷ বিহারের বেগুসরাইয়ের নবকোঠি থানা এলাকার পহসারা গ্রামের ঘটনা ৷ শিশুদের প্রত্যেককেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এসপি যোগেন্দ্র কুমার জানিয়েছেন, আহত চার শিশুর চিকিৎসা চলছে প্রাইভেট ক্লিনিকে ৷ বাকি দুই শিশুর চিকিৎসা চলছে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ৷
এফএসএল ও বম্ব স্কোয়াড দলকে ডাকার পাশাপাশি পরিত্যক্ত বাড়িটি সিল করে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, এই গ্রামেরই বাসিন্দা বৈদ্যনাথ সিংহের বাড়িটির একেবারে দৈন্যদশা ৷ জরাজীর্ণ সেই বাড়িতে কেউ থাকে না তাতে ৷ সেই খালি বাড়িতেই খেলতে গিয়েছিল 6 শিশু ৷ তার মধ্যে একজন বল নিতে ভিতরে গিয়ে বল দিয়ে টেপ করা একটি বক্স নিয়ে বেরিয়ে আসে ৷ বক্সটি খোলার সময় তা দেয়ালে ছুড়ে মারতেই বিকট আওয়াজে বিস্ফোরণ হয় ।
বেগুসরাইয়ের পুলিশ সুপার দেওয়া তথ্য অনুযায়ী আহত শিশুদের নাম নীতীশ কুমার, সিন্টু কুমার, ভুলি কুমারী, অঙ্কুশ কুমার, স্বাতী কুমারী ৷ আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বেগুসরাইয়ে নিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান থানার ইনচার্জ ও এসডিপিও ৷ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার জানিয়েছেন, একটি ধ্বংসপ্রাপ্ত বাড়িতে একটি বোমা বিস্ফোরণের জেরে 6 জন শিশু আহত হয়েছে ৷ এর মধ্যে চারজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ বাকি দু'জনকে গ্রামেই চিকিৎসা দেওয়া হয়েছে ৷ তবে সকলেই নিরাপদে রয়েছে ৷
আরও পড়ুন :
1 আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
2 ফের একই ঘটনা! বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক শিশু-সহ 2 নাবালক
3 পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের, তীব্রতায় ক্ষতি পাশের বাড়িতেও